1. সম্প্রতি, প্রথম 'আন্তর্জাতিক সৌর উৎসব' কোথায় আয়োজিত হয়েছিল?
Ⓐ জয়পুর
Ⓑ নয়াদিল্লি
Ⓒ ভোপাল
Ⓓ লখনউ
Answer : Ⓑ নয়াদিল্লি
2. কবে সারা বিশ্বজুড়ে 'Pi Approximation Day' পালিত হয়ে গেল?
Ⓐ ২২ জুলাই
Ⓑ ২৯ জুন
Ⓒ ২৮ জুলাই
Ⓓ ২৫ জুলাই
Answer : Ⓐ ২২ জুলাই
3. সম্প্রতি কে, ২০২৩-২৪ সালের এআইএফএফ মেন'স ফুটবলার অফ দ্য ইয়ার' হিসাবে পুরস্কৃত হয়েছেন?
Ⓐ সুমিত নাগাল
Ⓑ গুরুপ্রীত সিং সাঁধু
Ⓒ লাললিয়ানজুয়ালা ছাংতে
Ⓓ সুনীল ছেত্রী
Answer : Ⓒ লাললিয়ানজুয়ালা ছাংতে
4. কবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল মুন ডে পালিত হয়ে গেল?
Ⓐ ৩ মে
Ⓑ ২০ জুলাই
Ⓒ ২৩ জুলাই
Ⓓ ২৫ জুলাই
Answer : Ⓑ ২০ জুলাই
5. কবে সারা দেশজুড়ে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে পালিত হয়ে গেল?
Ⓐ ২০ জুলাই
Ⓑ ২২ জুলাই
Ⓒ ২৪ জুলাই
Ⓓ ৩০ জুলাই
Answer : Ⓐ ২০ জুলাই
6. সম্প্রতি কোথায় অষ্টম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে?
Ⓐ কলকাতা
Ⓑ বেঙ্গালুরু
Ⓒ চেন্নাই
Ⓓ নতুন দিল্লি
Answer : Ⓓ নতুন দিল্লি
7. সম্প্রতি কে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কর্তৃক 'অলিম্পিক অর্ডার' সম্মানে ভূষিত হয়েছেন?
Ⓐ মেরি কম
Ⓑ পি টি ঊষা
Ⓒ অভিনব বিন্দ্রা
Ⓓ এস মীরাবাঈ চানু
Answer : Ⓒ অভিনব বিন্দ্রা
8. সম্প্রতি কে, এস্টোনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন?
Ⓐ ক্রিস্টেন মাইকেল
Ⓑ জন রামসে সিন্নি
Ⓒ আলার কারিস
Ⓓ মিখাইল ভ্লাদিমির মিসুস্টিন
Answer : Ⓐ ক্রিস্টেন মাইকেল
9. সম্প্রতি কে, ফেডারেল ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন?
Ⓐ নিধু স্যাক্সেনা
Ⓑ কে ভি শুভ্রমনিয়ান
Ⓒ অতুল মেহেরা
Ⓓ কে কে মিস্ত্রি
Answer : Ⓑ কে ভি শুভ্রমনিয়ান
10. সম্প্রতি কোন মহাকাশ গবেষণা সংস্থা অ্যাস্টরয়েড সংক্রান্ত বিষয়ে গবেষণা করার জন্য ২০২৮ সাল নাগাদ 'Rapid Apophis Mission for Space Safety (RAMSES) চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে?
Ⓐ ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ESA)
Ⓑ নাসা (NASA)
Ⓒ ইসরো ( ISRO)
Ⓓ চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিষ্ট্রেশন (CNSA)
Answer : Ⓐ ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ESA)
11. চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত?
Ⓐ ৫৪ তম
Ⓑ ৬৩ তম
Ⓒ ৮২ তম
Ⓓ ৯৩ তম
Answer : Ⓒ ৮২ তম
12. সম্প্রতি কোন শিপবিল্ডিং কোম্পানি 'TRIPUT Yard 1258' প্রস্তুত করেছে?
Ⓐ গোয়া শিপইয়ার্ড লিমিটেড
Ⓑ হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড
Ⓒ মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড
Ⓓ সূর্যদীপ্ত প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড
Answer : Ⓑ হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড
13. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নাগপুর মেট্রো প্রোজেক্টের জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে?
Ⓐ ১৭০ মিলিয়ন মার্কিন ডলার
Ⓑ ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার
Ⓒ ১৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার
Ⓓ ২০০ মিলিয়ন মার্কিন ডলার
Answer : Ⓓ ২০০ মিলিয়ন মার্কিন ডলার
14. ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্প্রতি কোন সংস্থাকে প্যারিস ও লস অ্যাঞ্জেলস অলিম্পিকের প্রিন্সিপাল স্পনসর হিসাবে নির্বাচন করেছে?
Ⓐ টাটা গ্রুপ
Ⓑ রিল্যায়েন্স ফাউন্ডেশন
Ⓒ পুমা ইন্ডিয়া
Ⓓ বিপিসিএল
Answer : Ⓓ বিপিসিএল
15. সম্প্রতি কোন সংস্থা 'Payment Aggregator - Cross Border (PA-CB) হিসাবে কাজ করার জন্য আরবিআইয়ে'র অনুমোদন লাভ করেছে?
Ⓐ Cashfree Payments India Private Limited
Ⓑ CRED
Ⓒ PayU Payments Private Limited
Ⓓ Computer Age Management Services Ltd
Answer : Ⓐ Cashfree Payments India Private Limited
16. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রতি কোথায় ৫০০তম কমিউনিটি রেডিও ষ্টেশন 'Apna Radio 90.0 FM' চালু করেছে?
Ⓐ ভুবনেশ্বর
Ⓑ পাটনা
Ⓒ আইজল
Ⓓ ইটানগর
Answer : Ⓒ আইজল
17. সম্প্রতি কোন বিমা কোম্পানি IRDAI- এর কাছ থেকে ডাইরেক্ট ব্রোকিং লাইসেন্স লাভ করেছে?
Ⓐ SabPaisa
Ⓑ CRED
Ⓒ Tech Fini
Ⓓ Covrzy
Answer : Ⓓ Covrzy
18. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে নতুন কী নাম রেখেছেন?
Ⓐ পিপল হল
Ⓑ গণতন্ত্র মন্ডপ
Ⓒ অমৃত মন্ডপ
Ⓓ অশোক মন্ডপ
Answer : Ⓑ গণতন্ত্র মন্ডপ
19. কোন ভক্তিবাদী সাধকের দর্শন দ্বৈতবাদ ছিল?
Ⓐ শঙ্করাচার্য
Ⓑ মাধবাচার্য
Ⓒ জগজীবন দাস
Ⓓ রামানুজ
Answer : Ⓑ মাধবাচার্য
20. আনি বেসান্ত করে "থিওসফিক্যাল সোসাইটি'র প্রেসিডেন্ট হন?
Ⓐ 1907 সালে
Ⓑ 1880 সালে
Ⓒ 1911 সালে
Ⓓ 1917 সালে
Answer : Ⓐ 1907 সালে
21. কোন পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক দিকগুলি সম্পর্কে ব্যাখা আছে?
Ⓐ বিনয় পিটক
Ⓑ সুত্ত পিটক
Ⓒ অভিধম্ম পিটক
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓒ অভিধম্ম পিটক
22. হিমালয়ে পশ্চিম সিনট্যাক্সিয়াল বাঁকটি কোন পর্বতের কাছে অবস্থিত?
Ⓐ লাগা
Ⓑ লুসাই
Ⓒ কোহিমা
Ⓓ পাটকাই
Answer : Ⓐ লাগা
23. আবর্তনের দিক থেকে ধীরতম গ্রহ কোনটি?
Ⓐ শুক্র
Ⓑ নেপচুন
Ⓒ বুধ
Ⓓ মঙ্গল
Answer : Ⓐ শুক্র
24. 'কুন্দপুর ম্যানগ্রোভ অরণ্য' ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Ⓐ ওড়িশা
Ⓑ কর্ণাটক
Ⓒ গুজরাত
Ⓓ কেরল
Answer : Ⓑ কর্ণাটক
25. শিশুদের ক্ষেত্রে লিঙ্গানুপাতে প্রথম স্থানে আছে কোন রাজ্য?
Ⓐ মিজোরাম
Ⓑ মণিপুর
Ⓒ কর্ণাটক
Ⓓ অসম
Answer : Ⓐ মিজোরাম
26. পৃথিবীর মোট ভূ-প্রকৃতিতে কত শতাংশ লোহা পাওয়া যায়?
Ⓐ 6.2%
Ⓑ 4.2%
Ⓒ 3.2%
Ⓓ 2.4%
Answer : Ⓑ 4.2%
27. ভারতের কত শতাংশ জমি কৃষিতে ব্যবহৃত হয়?
Ⓐ 51.09%
Ⓑ 49.06%
Ⓒ 21.8%
Ⓓ 65.93%
Answer : Ⓐ 51.09%
28. পৃথিবীর বৃহত্তম মোহনা কোনটি?
Ⓐ সান মারিনো
Ⓑ সেন্ট লরেন্স
Ⓒ সেন্ট কিটস
Ⓓ মাল্টা
Answer : Ⓑ সেন্ট লরেন্স
29. 'হোমরুল লিগ' মাদ্রাজে প্রতিষ্ঠিত করেন কে?
Ⓐ অ্যানি বেসান্ত
Ⓑ বাল গঙ্গাধর তিলক
Ⓒ শ্যামজী কৃষ্ণ বর্মা
Ⓓ কেশবচন্দ্র সেন
Answer : Ⓐ অ্যানি বেসান্ত
30. কেন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত ?
Ⓐ মাহী
Ⓑ লুনি
Ⓒ তাপ্তি
Ⓓ মহানদী
Answer : Ⓒ তাপ্তি
31. পশ্চিমবঙ্গের কোন স্থান 'আরাকু উপত্যকা' নামে পরিচিত?
Ⓐ কার্শিয়াং
Ⓑ বিহারীনাথ পাহাড়
Ⓒ ডুয়ার্স
Ⓓ অযোধ্যা পাহাড়
Answer : Ⓑ বিহারীনাথ পাহাড়
32. 'ভাদু' পুজা পশ্চিমবঙ্গের কোন জেলায় পালন করা হয়?
Ⓐ নদিয়া
Ⓑ মালদহ
Ⓒ কোচবিহার
Ⓓ পুরুলিয়া
Answer : Ⓓ পুরুলিয়া
33. নিচের কোন স্থানটির নাম বদল করে শ্রী বিজয়পুরম' রাখা হয়েছে?
Ⓐ লাক্ষাদ্বীপ
Ⓑ পুদুচেরি
Ⓒ পোর্ট ব্লেয়ার
Ⓓ মাদুরাই
Answer : Ⓒ পোর্ট ব্লেয়ার
34. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনীতে ব্যালট'এ কোন ভারতীয় ভাষায় ভোট প্রদানের সুবিধা দেওয়া হয়?
Ⓐ হিন্দি
Ⓑ বাংলা
Ⓒ তামিল
Ⓓ মারাঠা
Answer : Ⓑ বাংলা
35. কোন রাজ্যে প্রধানমন্ত্রী মোদী সুভদ্রা যোজনা চালু করেছিলেন?
Ⓐ হরিয়ানা
Ⓑ উত্তর প্রদেশ
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ ওড়িশা
Answer : Ⓓ ওড়িশা
36. দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন?
Ⓐ সুনিতা কেজরিওয়াল
Ⓑ বাঁসুরি স্বরাজ
Ⓒ অতীশি
Ⓓ স্মৃতি ইরানি
Answer : Ⓒ অতীশি
37. কোন ভারতীয় টপগান কাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন?
Ⓐ সৌরভ চৌধুরী
Ⓑ রাহুল খান্না
Ⓒ আনমোল জৈন
Ⓓ অভিনব সিনহা
Answer : Ⓒ আনমোল জৈন
38. বিজ্ঞানীরা মানবদেহের প্রাকৃতিক ঘাতক কোষ আবিষ্কার করেছেন সেটি কীসের মাধ্যম থেকে রক্ষা করে?
Ⓐ ক্যান্সার
Ⓑ ডেঙ্গু
Ⓒ জলাতঙ্ক
Ⓓ হেপাটাইটিস
Answer : Ⓐ ক্যান্সার
39. কোন রাজ্য সরকার সম্প্রতি পুলিশ বাহিনীতে মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণের ঘোষণা করেছে?
Ⓐ উত্তর প্রদেশ
Ⓑ বিহার
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ রাজস্থান
Answer : Ⓓ রাজস্থান
40. কপিল পারমার কোন খেলায় প্যারালিম্পিক পদক জিতে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হয়েছেন?
Ⓐ তীরন্দাজ
Ⓑ জুডো
Ⓒ শুটিং
Ⓓ টেবিল টেনিস
Answer : Ⓑ জুডো
41. কোন ভারতীয় মহিলা কুস্তিগীর U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন?
Ⓐ অন্তিম পাংহাল
Ⓑ অংশু মালিক
Ⓒ অলকা তোমর
Ⓓ জ্যোতি বেরওয়াল
Answer : Ⓓ জ্যোতি বেরওয়াল
42. কোন দিনটিকে আসাম সরকার ‘সুতিয়া দিবস' হিসেবে পালন করবে?
Ⓐ 18 সেপ্টেম্বর
Ⓑ 15 জুলাই
Ⓒ 20 আগস্ট
Ⓓ 5 অক্টোবর
Answer : Ⓒ 20 আগস্ট
43. সম্প্রতি, প্রথম 'আন্তর্জাতিক সৌর উৎসব' কোথায় আয়োজিত হয়েছিল?
Ⓐ জয়পুর
Ⓑ নয়াদিল্লি
Ⓒ ভোপাল
Ⓓ লখনউ
Answer : Ⓑ নয়াদিল্লি
44. সম্প্রতি কোন দেশ ‘১৯৯২ ইউনাইটেড নেশনস ওয়াটার কনভেনশনে'র ৫৩তম সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হল?
Ⓐ ক্যামেরুন
Ⓑ স্লোভাকিয়া
Ⓒ প্যারাগুয়ে
Ⓓ আইভোরি কোস্ট
Answer : Ⓓ আইভোরি কোস্ট
45. ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে 'জল সঞ্চয় জন ভাগিদারি' চালু করেন?
Ⓐ গুজরাট
Ⓑ রাজস্থান
Ⓒ আসাম
Ⓓ কেরালা
Answer : Ⓐ গুজরাট
46. 2024 প্যারিস প্যারালিম্পিকে জুডোতে পদক জিতে প্রথম ভারতীয় হয়ে কে ইতিহাস সৃষ্টি করেছেন?
Ⓐ সকিনা খাতুন
Ⓑ পরমজিৎ কুমার
Ⓒ শচীন সিনহা
Ⓓ কপিল পারমার
Answer : Ⓓ কপিল পারমার
47. কোন মন্ত্রণালয় সম্প্রতি 'Visio Nxt ওয়েব পোর্টাল' চালু করেছে?
Ⓐ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
Ⓑ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
Ⓒ বস্ত্র মন্ত্রণালয়
Ⓓ প্রতিরক্ষা মন্ত্রণালয়
Answer : Ⓒ বস্ত্র মন্ত্রণালয়
48. 'সালেম স্কিল প্ল্যান্ট' ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ওড়িশা
Ⓑ আন্ধ্রা প্রদেশ
Ⓒ তামিলনাড়ু
Ⓓ কর্ণাটক
Answer : Ⓒ তামিলনাড়ু
49. চুনাপাথর হল-
Ⓐ আগ্নেয় শিলা
Ⓑ পাললিক শিলা
Ⓒ রূপান্তরিত শিলা
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓑ পাললিক শিলা
50. 'ভারতীয় বিপ্লববাদের জননী' কাকে বলা হয়?
Ⓐ শ্যামজী কৃষ্ণ বর্মা
Ⓑ মাদাম কামা
Ⓒ মদনলাল ধিংড়া
Ⓓ লালা হরদয়াল
Answer : Ⓑ মাদাম কামা
51. 'তেরো পার্বণ' উপন্যাসটি কার লেখা?
Ⓐ সমরেশ বসু
Ⓑ সমরেশ মজুমদার
Ⓒ সুনীল গঙ্গোপাধ্যায়
Ⓓ বিমল কর
Answer : Ⓑ সমরেশ মজুমদার
52. 'কান চলচ্চিত্র উৎসব' কোন দেশে হয়?
Ⓐ ইতালি
Ⓑ যুক্তরাজ্য
Ⓒ ব্রাজিল
Ⓓ ফ্রান্স
Answer : Ⓓ ফ্রান্স
53. 'বিজয়ওয়াড়া' শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
Ⓐ মহানদী
Ⓑ গোদাবরী
Ⓒ কৃষ্ণা
Ⓓ কাবেরী
Answer : Ⓒ কৃষ্ণা
54. 'বেঙ্গল গেজেট' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ⓐ জেমস অগাস্টাস হিকি
Ⓑ মার্শম্যান
Ⓒ উইলিয়াম কেরী
Ⓓ স্যার জন শোর
Answer : Ⓐ জেমস অগাস্টাস হিকি
55. কোন জীববিজ্ঞানী মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন?
Ⓐ ভেস্যালিয়াস
Ⓑ উইলিয়াম হার্ভে
Ⓒ লিউয়েনহক
Ⓓ লুই পাস্তুর
Answer : Ⓑ উইলিয়াম হার্ভে
56. মানুষের চোয়াল কোন শ্রেণির লিভার?
Ⓐ প্রথম শ্রেণি
Ⓑ দ্বিতীয় শ্রেণি
Ⓒ তৃতীয় শ্রেণি
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓒ তৃতীয় শ্রেণি
57. ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়?
Ⓐ পঞ্জাব
Ⓑ গুজরাত
Ⓒ রাজস্থান
Ⓓ মহারাষ্ট্র
Answer : Ⓐ পঞ্জাব
58. জার্মান সিলভারে কোন উপাদানটি থাকে না?
Ⓐ কপার
Ⓑ জিঙ্ক
Ⓒ নিকেল
Ⓓ টিন
Answer : Ⓓ টিন
59. জামশেদপুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে?
Ⓐ অজয়
Ⓑ ময়ূরাক্ষী
Ⓒ সুবর্ণরেখা
Ⓓ দামোদর
Answer : Ⓒ সুবর্ণরেখা
60. ভারতের লোকগণনা সর্বপ্রথম কবে শুরু হয়?
Ⓐ ১৮৬৯ সালে
Ⓑ ১৮৭০ সালে
Ⓒ ১৮৭১ সালে
Ⓓ ১৮৭২ সালে
Answer : Ⓓ ১৮৭২ সালে
61. 'ঘনাদা' চরিত্রের স্রষ্টা কোন বাংলা সাহিত্যিক?
Ⓐ বিমল কর
Ⓑ নারায়ণ গঙ্গোপাধ্যায়
Ⓒ প্রেমেন্দ্র মিত্র
Ⓓ সমরেশ মজুমদার
Answer : Ⓒ প্রেমেন্দ্র মিত্র
62. 'আন্তর্জাতিক নারী দিবস' কবে পালিত হয় ?
Ⓐ ২৫ জানুয়ারি
Ⓑ ৮ মার্চ
Ⓒ ৭ এপ্রিল
Ⓓ ৩১ মে
Answer : Ⓑ ৮ মার্চ
63. ক্রোমোজোমের আবরণীকে কী বলা হয়?
Ⓐ মেনিনজেস
Ⓑ পেরিকার্ডিয়াম
Ⓒ প্লুরা
Ⓓ পেলিকল
Answer : Ⓓ পেলিকল
64. 'বিহু' ভারতের কোন রাজ্যের লোকনৃত্য?
Ⓐ ওড়িশা
Ⓑ অসম
Ⓒ মণিপুর
Ⓓ নাগাল্যান্ড
Answer : Ⓑ অসম
65. কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হয়?
Ⓐ - 30
Ⓑ - 40
Ⓒ - 50
Ⓓ - 60
Answer : Ⓑ - 40
66. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে ১৪ বছরের কম বয়সি শিশুদের কলকারখানা, খনি বা, অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না?
Ⓐ ২১ নং ধারা
Ⓑ ২২ নং ধারা
Ⓒ ২৩ নং ধারা
Ⓓ ২৪ নং ধারা
Answer : Ⓓ ২৪ নং ধারা
67. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে?
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ লোকসভা
Ⓒ রাষ্ট্রপতি
Ⓓ প্রধান বিচারপতি
Answer : Ⓒ রাষ্ট্রপতি
68. পশ্চিমবঙ্গ সরকার কোন বছর 'সবুজসাথী প্রকল্প' চালু করে?
Ⓐ ২০১২
Ⓑ 2013
Ⓒ ২০১৪
Ⓓ ২০১৫
Answer : Ⓓ ২০১৫
69. রাজ্য পুলিশের সবথেকে বড় পদের নাম কী?
Ⓐ DGP
Ⓑ IGP
Ⓒ SP
Ⓓ SDP
Answer : Ⓐ DGP
70. ফিউজ তারের প্রকৃতি কী?
Ⓐ উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক
Ⓑ নিম্ন রোধ, উচ্চ গলনাঙ্ক
Ⓒ উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক
Ⓓ নিম্ন রোধ, নিম্ন গলনাঙ্ক
Answer : Ⓐ উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক
71. 'লেপচা' উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায়?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ হিমাচল প্রদেশ
Ⓒ সিকিম
Ⓓ ত্রিপুরা
Answer : Ⓒ সিকিম
72. মানুষের আবিষ্কৃত প্রথম অজৈব যৌগের নাম কী?
Ⓐ গ্লুকোজ
Ⓑ ইউরিয়া
Ⓒ বেঞ্জিন
Ⓓ ফেনল
Answer : Ⓑ ইউরিয়া
73. 'আল-নাজা' কোন দেশের সঙ্গে ভারতের যৌথ সামরিক মহড়া?
Ⓐ সৌদি আরব
Ⓑ ওমান
Ⓒ উজবেক-ই-স্থান
Ⓓ ইন্দোনেশিয়া
Answer : Ⓑ ওমান
74. 'অপারেশন সম্ভাব' ভারত কোন উদ্যোগে চালু করে?
Ⓐ যুদ্ধ বিধ্বস্ত লেবানন ও ইজরায়েলে ভারতীয়দের সহায়তা প্রদান
Ⓑ বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতির কারণে ভারতীয়দের সহায়তা প্রদান
Ⓒ কানাডায় ভারতীয়দের বিশেষ পরিস্থিতিতে সহায়তা প্রদান
Ⓓ টাইফুন “ইয়াগি' সংক্রান্ত দক্ষিণ-পূর্বের দেশগুলিতে মানবিক সহায়তা প্রদান
Answer : Ⓓ টাইফুন “ইয়াগি' সংক্রান্ত দক্ষিণ-পূর্বের দেশগুলিতে মানবিক সহায়তা প্রদান
75. 'অপরাজিতা বিল'-টি হল পশ্চিমবঙ্গ সরকারের একটি
Ⓐ আর্থিক তছরুপ বিরোধী বিল
Ⓑ ধর্ষণ বিরোধী বিল
Ⓒ প্রশাসনিক সংস্কারজনিত বিল
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓑ ধর্ষণ বিরোধী বিল
76. ক'টি রাষ্ট্র নিয়ে এশিয়া মহাদেশ গঠিত?
Ⓐ 48
Ⓑ 45
Ⓒ 44
Ⓓ 54
Answer : Ⓐ 48
77. 'কলমকারী' লোকচিত্রটি ভারতের কোন রাজ্যে বিখ্যাত?
Ⓐ বিহার
Ⓑ আন্ধ্রা প্রদেশ
Ⓒ রাজস্থান
Ⓓ মহারাষ্ট্র
Answer : Ⓑ আন্ধ্রা প্রদেশ
78. কত সালে প্রথম 'দাদা সাহেব ফালকে পুরস্কার' দেওয়া হয়?
Ⓐ 1954
Ⓑ 1965
Ⓒ 1969
Ⓓ 1975
Answer : Ⓒ 1969
79. 'The Vegetarian' বইটির লেখক কে?
Ⓐ হানকাং
Ⓑ জুলিয়া মে জোনাস
Ⓒ কমলা হ্যারিস
Ⓓ অ্যান্ডি মেরিনো
Answer : Ⓐ হানকাং
80. ‘আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে পালন করা হয় ?
Ⓐ 21 সেপ্টেম্বর
Ⓑ 30 সেপ্টেম্বর
Ⓒ 12 আগস্ট
Ⓓ 21 আগস্ট
Answer : Ⓑ 30 সেপ্টেম্বর
81. 'নীল ঘূর্ণি' কাব্যটির রচয়িতা কে ?
Ⓐ সুচিত্রা ভট্টাচার্য
Ⓑ তসলিমা নাসরিন
Ⓒ মহাশ্বেতা দেবী
Ⓓ আশাপূর্ণা দেবী
Answer : Ⓐ সুচিত্রা ভট্টাচার্য
82. 'Mankading' কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
Ⓐ হকি
Ⓑ টেনিস
Ⓒ ক্রিকেট
Ⓓ দাবা
Answer : Ⓒ ক্রিকেট
83. দিলীপ সাংভি নিচের কোন কোম্পানির সঙ্গে যুক্ত ?
Ⓐ সান ফার্মাসিউটিক্যাল
Ⓑ মাহিন্দ্রা
Ⓒ ইনফোসিস
Ⓓ টিসিএস
Answer : Ⓐ সান ফার্মাসিউটিক্যাল
84. নীচের কোন দেশের সঙ্গে ভিক্টোরিয়া হ্রদের কোনো সীমানা নেই?
Ⓐ কেনিয়া
Ⓑ তাঞ্জানিয়া
Ⓒ উগান্ডা
Ⓓ জাম্বিয়া
Answer : Ⓓ জাম্বিয়া
85. বর্ণান্ধতা থাকা কোনো ব্যক্তি নীচের কোন রং জোড়াটি সঠিকভাবে চিহ্নিত করতে পারে না?
Ⓐ হলুদ ও সাদা
Ⓑ সবুজ ও নীল
Ⓒ লাল ও সবুজ
Ⓓ কালো ও হলুদ
Answer : Ⓒ লাল ও সবুজ
86. 'Three Thousand Stitches' বইটি কার লেখা?
Ⓐ সুধা মূর্তি
Ⓑ অনিতা কিসান
Ⓒ রাসকিন বস্তু
Ⓓ অরুন্ধতী রায়
Answer : Ⓐ সুধা মূর্তি
87. সম্প্রতি Lowy Institute দ্বারা প্রকাশিত এশিয়া পাওয়ার ইনডেক্স রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত?
Ⓐ দ্বিতীয়
Ⓑ তৃতীয়
Ⓒ পঞ্চম
Ⓓ সপ্তম
Answer : Ⓑ তৃতীয়
88. সম্প্রতি, উত্তরপ্রদেশের কোন অঞ্চলে ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো (UPITS) এর দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করা হয়েছে?
Ⓐ গ্রেটার নয়ডা
Ⓑ লখনউ
Ⓒ বারাণসী
Ⓓ সাহারানপুর
Answer : Ⓐ গ্রেটার নয়ডা
89. সম্প্রতি, রাশিয়া ও চীন কোন জলাশয়ে "Ocean-24" নৌ মহড়া শুরু করেছে?
Ⓐ কৃষ্ণ সাগর
Ⓑ জাপান সাগর
Ⓒ দক্ষিণ চীন সাগর
Ⓓ লোহিত সাগর
Answer : Ⓑ জাপান সাগর
90. সম্প্রতি, কোন সম্প্রদায়টি ওড়িশার বনের উপর আবাসের অধিকার পাওয়ার জন্য 6 তম PVTG হয়েছে?
Ⓐ গদাবা সম্প্রদায়
Ⓑ সোরা সম্প্রদায়
Ⓒ ভুমিয়া সম্প্রদায়
Ⓓ মানকিদিয়া সম্প্রদায়
Answer : Ⓓ মানকিদিয়া সম্প্রদায়
91. "প্যাক্ট ফর দ্য ফিউচার", সম্প্রতি খবরে, কোন সংস্থা গৃহীত হয়েছিল?
Ⓐ জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA)
Ⓑ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
Ⓒ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
Ⓓ বিশ্বব্যাংক
Answer : Ⓐ জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA)
92. সম্প্রতি, অনুরা কুমারা দিসানায়েক কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
Ⓐ শ্রীলঙ্কা
Ⓑ বাংলাদেশ
Ⓒ ভুটান
Ⓓ নেপাল
Answer : Ⓐ শ্রীলঙ্কা
93.'কোয়াশিওরকর' অপুষ্টির একটি ধরন। কীসের অভাবের কারণে এটি হয়?
Ⓐ খনিজ পদার্থ
Ⓑ ভিটামিন
Ⓒ চর্বি
Ⓓ প্রোটিন
Answer :
94. 'আইসোটোপ' হল পরমাণু, যা অনুরূপ দেখায়?
Ⓐ প্রোটন সংখ্যা
Ⓑ আণবিক ভর
Ⓒ নিউট্রনের সংখ্যা
Ⓓ ভর সংখ্যা
Answer : Ⓐ প্রোটন সংখ্যা
95. নিচের কোন মূল্যবান পাথর একটি মৌল দিয়ে তৈরি, যৌগ দিয়ে নয় ?
Ⓐ পান্না
Ⓑ গোমেদ
Ⓒ জেড
Ⓓ হীরা
Answer : Ⓓ হীরা
96. অক্টোপাসের কতগুলি হৃদপিণ্ড থাকে?
Ⓐ এক
Ⓑ দুই
Ⓒ তিন
Ⓓ চার
Answer : Ⓒ তিন
97. 1 মোল গ্লুকোজের ভর কত?
Ⓐ 9 গ্রাম
Ⓑ 18 গ্রাম
Ⓒ 36 গ্রাম
Ⓓ 180 গ্রাম
Answer : Ⓓ 180 গ্রাম
98. পিপ্পা' চলচ্চিত্রটি নিচের কোন ভারতীয় সৈনিকের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে?
Ⓐ ক্যাপ্টেন বলরাম সিং মেহতা
Ⓑ ক্যাপ্টেন মোহন সিং
Ⓒ ক্যাপ্টেন সুখবিন্দর সিং
Ⓓ ক্যাপ্টেন অরুণ সিং
Answer : Ⓐ ক্যাপ্টেন বলরাম সিং মেহতা
99. 'হালাইব ট্রায়াঙ্গেল' ও 'বীর তাওইল' কোন দু'টি দেশের বিতর্কিত স্থান?
Ⓐ মিশর ও লিবিয়া
Ⓑ মিশর ও সুদান
Ⓒ মিশর ও প্যালেস্তাইন
Ⓓ প্যালেস্তাইন ও সুদান
Answer : Ⓒ মিশর ও প্যালেস্তাইন
100. শ্রীনি পালিয়া নিচের কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার?
Ⓐ Infosys
Ⓑ TCS
Ⓒ Wipro
Ⓓ Air India
Answer : Ⓒ Wipro
101. 'ড. শ্যামা প্রসাদ মুখার্জী টানেল' ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
Ⓐ জম্মু ও কাশ্মীর
Ⓑ লাদাখ
Ⓒ উত্তরাখণ্ড
Ⓓ হিমাচল প্রদেশ
Answer : Ⓐ জম্মু ও কাশ্মীর
102. এবছর অক্টোবরে Android 15 প্রকাশ পেল। এটি Android-এর কত তম ভার্সন?
Ⓐ 19 তম
Ⓑ 20 তম
Ⓒ 21 তম
Ⓓ 22 তম
Answer : Ⓓ 22 তম
103. 'ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড অব মেরিট 2017' পুরস্কার জিতেছে কোন ভারতীয় মন্দির?
Ⓐ কোনারক সূর্য মন্দির
Ⓑ কামাখ্যা মন্দির
Ⓒ শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির
Ⓓ রামনাথ স্বামী মন্দির
Answer : Ⓒ শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির
104. পথ দুর্ঘটনায় আহতদের প্রথম 48 ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা ঘোষণা করেছে কোন রাজ্য?
Ⓐ কেরল
Ⓑ গুজরাট
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ কর্নাটক
Answer : Ⓐ কেরল
105. মহিলা হকি এশিয়া কাপ টুর্নামেন্ট 2023 জিতেছে কোন দেশ ?
Ⓐ জাপান
Ⓑ চিন
Ⓒ ইংল্যান্ড
Ⓓ ভারত
Answer : Ⓓ ভারত
106. বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে ভারত গৌরব অ্যাওয়ার্ড 2017 কে পেয়েছেন।
Ⓐ অনিল কে ত্রিপাঠি
Ⓑ ধ্রুব সাক্সেনা
Ⓒ নিখিল চোপড়া
Ⓓ অভিষেক রাওয়াত
Answer : Ⓑ ধ্রুব সাক্সেনা
107. সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখতে পাওয়া যায় কোন ক্ষেত্রে?
Ⓐ পরিবহণ ক্ষেত্রে
Ⓑ শিল্প ক্ষেত্রে
Ⓒ ব্যাঙ্কিং ক্ষেত্রে
Ⓓ কৃষি ক্ষেত্রে
Answer : Ⓓ কৃষি ক্ষেত্রে
108. নিম্নলিখিত দের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ।
Ⓐ লোহা
Ⓑ সালফার
Ⓒ নিকেল
Ⓓ কোবাল্ট
Answer : Ⓑ সালফার
109. নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশি?
Ⓐ সরণ
Ⓑ ত্বরণ
Ⓒ দ্রুতি
Ⓓ সরণ এবং ত্বরণ
Answer : Ⓓ সরণ এবং ত্বরণ
110. পরিবর্তী প্রবাহকে (AC) সমপ্রবাহে (DC) রূপান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয়?
Ⓐ ইনভার্টার
Ⓑ রেক্টিফায়ার
Ⓒ ট্রান্সমিটার
Ⓓ ট্রান্সফরমার
Answer : Ⓑ রেক্টিফায়ার
111. কলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয়।
Ⓐ 1838 সালে
Ⓑ 1831 সালে
Ⓒ 1835 সালে
Ⓓ 1839 সালে
Answer : Ⓒ 1835 সালে
112. 'বেঙ্গলী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ⓐ মনমোহন ঘোষ
Ⓑ কৃষ্ণদাস পাল
Ⓒ ভূপেন্দ্ৰ নাথ দত্ত
Ⓓ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Answer : Ⓓ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
113. কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে 1916 সালে কোন চুক্তি হয়।
Ⓐ পুনা চুক্তি
Ⓑ লখনউ চুক্তি
Ⓒ লাহোর চুক্তি
Ⓓ মাদ্রাজ চুক্তি
Answer : Ⓑ লখনউ চুক্তি
114. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি আর কতজন সদস্য নিয়ে।
Ⓐ 5
Ⓑ 6
Ⓒ 7
Ⓓ 4
Answer : Ⓓ 4
115. কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা গৃহীত হয়েছে।
Ⓐ আয়ারল্যান্ড
Ⓑ কানাডা
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ সুইডেন
Answer : Ⓒ অস্ট্রেলিয়া
116. অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে।
Ⓐ 17
Ⓑ 18
Ⓒ 19
Ⓓ 20
Answer : Ⓐ 17
117. হাই কোর্টের একজন বিচারক কত বছর বয়স পর্যন্ত তাঁর পদে অধিষ্ঠিত থাকেন?
Ⓐ 65 বছর
Ⓑ 60 বছর
Ⓒ 62 বছর
Ⓓ 58 বছর
Answer : Ⓒ 62 বছর
118. কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয়?
Ⓐ 1975 সালে
Ⓑ 1976 সালে
Ⓒ 1977 সালে
Ⓓ 1978 সালে
Answer : Ⓐ 1975 সালে
119. জ্ঞানপীঠ পুরস্কার 2017 পেয়েছেন কোন বিখ্যাত হিন্দি লেখক?
Ⓐ অনিতা দেশাই
Ⓑ ঝুম্পা লাহিড়ি
Ⓒ কৃষ্ণা সোবতি
Ⓓ কিরণ দেশাই
Answer : Ⓒ কৃষ্ণা সোবতি
120. বিখ্যাত পুস্কর উট মেলা প্রত্যেক বছর কোন রাজ্যে আয়োজিত হয়।
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ গুজরাট
Ⓒ রাজস্থান
Ⓓ বিহার
Answer : Ⓒ রাজস্থান
121. তড়িৎ প্রবাহমাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয়, তা হল?
Ⓐ ভোল্টমিটার
Ⓑ অ্যানিমোমিটার
Ⓒ কমিউটেটর
Ⓓ অ্যামিটার
Answer : Ⓓ অ্যামিটার
122. ডায়নামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে?
Ⓐ তাপশক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
Ⓑ যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
Ⓒ চৌম্বক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
Ⓓ কোনওটিই নয়
Answer : Ⓑ যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
123. LPG-এর প্রধান উপাদান কী?
Ⓐ বিউটেন ও প্রোপেন
Ⓑ প্রোটেন ও মিথেন
Ⓒ মিথেন ও ইথেন
Ⓓ ইথেন ও বিউটেন
Answer : Ⓐ বিউটেন ও প্রোপেন
124. বিশুদ্ধ জলের pH মাত্রা কত?
Ⓐ < 7
Ⓑ > 7
Ⓒ 0
Ⓓ 7
Answer : Ⓓ 7
125. ইলেক্ট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
Ⓐ হাইড্রোজেন
Ⓑ অক্সিজেন
Ⓒ নাইট্রোজেন
Ⓓ কার্বন-ডাই অক্সাইড
Answer : Ⓒ নাইট্রোজেন
126. পেট্রোলের রাসায়নিক নাম কী?
Ⓐ ইথার
Ⓑ গ্যাসোলিন
Ⓒ ইথিলিন
Ⓓ ডিজেল
Answer : Ⓑ গ্যাসোলিন
127. কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়?
Ⓐ ক্রোমিয়াম
Ⓑ প্যালাডিয়াম
Ⓒ টাইটেনিয়াম
Ⓓ কোনওটিই নয়
Answer : Ⓒ টাইটেনিয়াম
128. হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়?
Ⓐ নিউক্লিয় সংযোজন
Ⓑ নিউক্লিয় বিভাজন
Ⓒ স্প্যালেশন বিক্রিয়া
Ⓓ কোনটিই নয়
Answer : Ⓐ নিউক্লিয় সংযোজন
129. নিম্নলিখিতদের মধ্যে কোনটি এক ধরনের মূল?
Ⓐ পেঁয়াজ
Ⓑ আলু
Ⓒ গাজর
Ⓓ আদা
Answer : Ⓒ গাজর
130. নীচের কোনটি উৎসেচক?
Ⓐ গ্লুকাগন
Ⓑ ইনসুলিন
Ⓒ সোমাট্রপিন
Ⓓ ট্রিপসিন
Answer : Ⓓ ট্রিপসিন
131. মেডুলা অবলঙ্গাটা মানব দেহের কোন অঙ্গের অংশ?
Ⓐ হৃৎপিণ্ড
Ⓑ মস্তিষ্ক
Ⓒ যকৃৎ
Ⓓ যৌগ অঙ্গ
Answer : Ⓑ মস্তিষ্ক
132. নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়?
Ⓐ টাইফয়েড
Ⓑ কলেরা
Ⓒ ইনফ্লুয়েঞ্জা
Ⓓ ডিপথেরিয়া
Answer : Ⓒ ইনফ্লুয়েঞ্জা
133. উদ্দিপনার জন্য দায়ী কোন গ্রন্থি?
Ⓐ পিটুইটারি গ্রন্থি
Ⓑ থাইরয়েড গ্রন্থি
Ⓒ অ্যাড্রিনাল গ্রন্থি
Ⓓ লালা গ্রন্থি
Answer : Ⓒ অ্যাড্রিনাল গ্রন্থি
134. AB শ্রেনীর রক্তধারী ব্যক্তি অন্য কোনও ব্যক্তিকে রক্তদান করতে পারবে, যদি সেই ব্যক্তির রক্তের শ্রেনী হবে?
Ⓐ A ব্লাড গ্রুপ
Ⓑ B ব্লাড গ্রুপ
Ⓒ AB ব্লাড গ্রুপ
Ⓓ O ব্লাড গ্রুপ
Answer : Ⓒ AB ব্লাড গ্রুপ
135. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় বিশ্ব শান্তি বুদ্ধ বিহার উদ্বোধন করেছিলেন?
Ⓐ আসাম
Ⓑ তামিলনাড়ু
Ⓒ বিহার
Ⓓ মহারাষ্ট্র
Answer : Ⓓ মহারাষ্ট্র
136. প্যারিস 2024 প্যারালিম্পিকে ভারতীয় ক্লাব নিক্ষেপকারী ধরমবীর কোন পুরস্কার জিতেছিলেন?
Ⓐ সোনা
Ⓑ ব্রোঞ্জ
Ⓒ রূপা
Ⓓ কোনোটিই নয়
Answer : Ⓐ সোনা
137. ইংলিশ চ্যানেল এককভাবে সাঁতার কাটার জন্য সবচেয়ে বয়স্ক ভারতীয় কে?
Ⓐ অভিষেক শর্মা
Ⓑ অভিমন্যু সিনহা
Ⓒ শুভম কুমার
Ⓓ সিদ্ধার্থ আগরওয়াল
Answer : Ⓓ সিদ্ধার্থ আগরওয়াল
138. যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যে কয়টি ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করেছেন?
Ⓐ 10 টি
Ⓑ 12 টি
Ⓒ 18 টি
Ⓓ 20 টি
Answer : Ⓒ 18 টি
139. কোন দেশ টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর করেছে?
Ⓐ ইংল্যান্ড
Ⓑ বাংলাদেশ
Ⓒ ভারত
Ⓓ অস্ট্রেলিয়া
Answer : Ⓓ অস্ট্রেলিয়া
140. প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোন শহরে 'জল সঞ্চয় জন ভাগিদারি' উদ্যোগ চালু করেছিলেন?
Ⓐ পাটনা
Ⓑ সুরাট
Ⓒ লক্ষৌ
Ⓓ আহমেদাবাদ
Answer : Ⓑ সুরাট
141. টাইম ম্যাগাজিনের AI-তে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় কোন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
Ⓐ নির্মলা সীতারমন
Ⓑ অশ্বিনী বৈষ্ণব
Ⓒ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Ⓓ এস জয়শঙ্কর
Answer : Ⓑ অশ্বিনী বৈষ্ণব
142. BPaLM Regimen, সম্প্রতি খবরে দেখা গেছে, কোন রোগের সাথে যুক্ত?
Ⓐ ম্যালেরিয়া
Ⓑ যক্ষ্মা
Ⓒ ডেঙ্গু
Ⓓ টাইফয়েড
Answer : Ⓑ যক্ষ্মা
143. সম্প্রতি খবরে দেখা বারাকাহ পারমাণবিক শক্তি কেন্দ্র কোন দেশে অবস্থিত?
Ⓐ ইউক্রেন
Ⓑ ফ্রান্স
Ⓒ সংযুক্ত আরব আমিরাত
Ⓓ রাশিয়া
Answer : Ⓒ সংযুক্ত আরব আমিরাত
144. সম্প্রতি খবরে দেখা "Globba tyrnaensis এবং Globba janakiae" কি?
Ⓐ নতুন প্রজাতির ঔষধি গাছ
Ⓑ আদা পরিবারের নতুন প্রজাতির উদ্ভিদ
Ⓒ বিরল প্রজাতির ক্যাকটাস
Ⓓ নতুন আবিষ্কৃত প্রজাতির ব্যাঙ
Answer : Ⓑ আদা পরিবারের নতুন প্রজাতির উদ্ভিদ
145.Tata Advanced Systems Limited ভারতে C-130J সুপার হারকিউলিস প্রোগ্রামের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
Ⓐ বোয়িং এয়ার
Ⓑ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড
Ⓒ রিলায়েন্স ডিফেন্স
Ⓓ লকহিড মার্টিন
Answer : Ⓓ লকহিড মার্টিন
146. কোন শহর স্বচ্ছ বায়ু সার্ভেকশান (SVS) 2024 -এ প্রথম স্থান অধিকার করেছে?
Ⓐ সুরত
Ⓑ জয়পুর
Ⓒ কলকাতা
Ⓓ বারাণসী
Answer : Ⓐ সুরত
147. 2024 প্যারিস প্যারালিম্পিকে ভারত কয়টি পদক জিতেছিল?
Ⓐ 15 টি
Ⓑ 20 টি
Ⓒ 25 টি
Ⓓ 29 টি
Answer : Ⓓ 29 টি
148. এশিয়ান রাজা শকুনদের জন্য ভারতের প্রথম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছিল?
Ⓐ মুসৌরি, হিমাচল প্রদেশ
Ⓑ গোরখপুর, উত্তরপ্রদেশ
Ⓒ ইন্দোর, মধ্যপ্রদেশ
Ⓓ জয়সলমের, রাজস্থান
Answer : Ⓑ গোরখপুর, উত্তরপ্রদেশ
149. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজনকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে সম্মানিত করেছিলেন?
Ⓐ পাঁচ জন
Ⓑ দশ জন
Ⓒ পনেরো জন
Ⓓ একুশ জন
Answer : Ⓒ পনেরো জন
150. কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
Ⓐ নেপাল
Ⓑ চীন
Ⓒ ভারত
Ⓓ শ্রীলঙ্কা
Answer : Ⓓ শ্রীলঙ্কা
151. কোন সরকারী কর্তৃপক্ষ সম্প্রতি ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে উত্তরবঙ্গে একটি হেলমেট ক্যামেরা ব্যবস্থা চালু করেছে?
Ⓐ ভারতের জাতীয় মানবাধিকার কমিশন
Ⓑ ভারতীয় রেলওয়ে
Ⓒ ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ
Ⓓ ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ
Answer : Ⓑ ভারতীয় রেলওয়ে
152. ভারতীয় নৌবাহিনীর দুই মহিলা অফিসার কোন জাহাজে চড়ে বিশ্ব প্রদক্ষিণ করার জন্য একটি অভিযানে রওনা হবেন?
Ⓐ INSV তারিণী
Ⓑ INS বিজয়
Ⓒ INSV ওয়ার্ধা
Ⓓ INS মুম্বাই
Answer : Ⓐ INSV তারিণী
153. সম্প্রতি সশাস্ত্র সীমা বলের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
Ⓐ অজয় কুমার লাল
Ⓑ উদয়বীর সিং
Ⓒ রামকুমার ত্যাগী
Ⓓ অমৃত মোহন প্ৰসাদ
Answer : Ⓓ অমৃত মোহন প্ৰসাদ
154. টাইফুন ইয়াগি দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মানবিক সহায়তা প্রদানের জন্য ভারত সম্প্রতি চালু করা অপারেশনের নাম কী?
Ⓐ অপারেশন সদ্ভাব
Ⓑ অপারেশন বীর
Ⓒ অপারেশন বিকাশ
Ⓓ অপারেশন কাবেরী
Answer : Ⓐ অপারেশন সদ্ভাব
155. "বিশ্ব ওজোন দিবস 2024" এর থিম কি?
Ⓐ বিশ্বব্যাপী সহযোগিতা পৃথিবীতে জীবন রক্ষা করে
Ⓑ মন্ট্রিল প্রোটোকল: জলবায়ু কর্মের অগ্রগতি
Ⓒ ঠাণ্ডা রাখুন এবং চালিয়ে যান
Ⓓ জীবনের জন্য ওজোন
Answer : Ⓑ মন্ট্রিল প্রোটোকল: জলবায়ু কর্মের অগ্রগতি
Tags : current affairs today,knowledge account current affairs,daily current affairs 2024,current affairs questions,knowledge account daily current affairs,september current affairs,current affairs in bengali,current affairs questions in bengali,daily current affairs,november current affairs, Current affairs questions in bengali with answers, Current affairs questions in bengali pdf, কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তর 2024, Current affairs questions in bengali 2021, Current affairs in bengali, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024,কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ, কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর 2024 pdf