অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর | Class 10 Life Science WBBSE | অভিব্যক্তি ও অভিযোজন MCQ

 অভিব্যক্তি ও অভিযোজন MCQ

 1. ‘জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে’-এই উক্তিটির প্রবক্তা কে?
Ⓐ লুই পাস্তুর
Ⓑ মরগ্যান
Ⓒ ওপারিন
Ⓓ অ্যারিস্টটল
Answer. Ⓐ লুই পাস্তুর

2. পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল—
Ⓐ অ্যামোনিয়া
Ⓑ মিথেন
Ⓒ অক্সিজেন
Ⓓ হাইড্রোজেন
Answer.  Ⓒ অক্সিজেন

3. বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্ পরিবেশটি ছিল?
Ⓐ সমুদ্রের জলে ঠান্ডা লঘু স্যুপ
Ⓑ নদীরে জলে ঠান্ডা লঘু স্যুপ
Ⓒ সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ
Ⓓ মাটির তলার জলে তপ্ত ঘন স্যুপ
Answer.  Ⓒ সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ

4. পৃথিবীতে সর্বপ্রথম জীবনের বা প্রাণের আবির্ভাব ঘটে—
Ⓐ অন্তরীক্ষে
Ⓑ ভূগর্ভে
Ⓒ স্থলে
Ⓓ সমুদ্রে 
Answer.  Ⓓ সমুদ্রে
 
5. প্রথম কোশীয় সংগঠন দেখা যায় যেখানে, সেটি হল?
Ⓐ নিউক্লিওপ্রোটিন
Ⓑ প্রোটোবায়োন্ট
Ⓒ কোয়াসারভেট
Ⓓ বায়োন্ট
Answer.  Ⓒ কোয়াসারভেট

6. ‘ফিলোজফি জুলজিক' নামক গ্রন্থের লেখক কে?
Ⓐ হ্যালডেন
Ⓑ ল্যামার্ক
Ⓒ দ্য ভিস
Ⓓ ওয়াইসম্যান
Answer. Ⓑ ল্যামার্ক

7. ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ'-এর প্রণেতা কে? 
Ⓐ ল্যামার্ক
Ⓑ রাসেল ওয়ালেস
Ⓒ ডারউইন 
Ⓓ হুগো দ্য ভ্রিস
Answer. Ⓐ ল্যামার্ক

8. ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরুপণ করো। 
Ⓐ অস্তিত্বের জন্য সংগ্রাম
Ⓑ প্রকরণের উৎপত্তি
Ⓒ অর্জিত গুণের বংশানুসরণ
Ⓓ প্রাকৃতিক নির্বাচন
Answer. Ⓒ অর্জিত গুণের বংশানুসরণ

9. ব্যবহার ও অব্যবহার ধারণা প্রবর্তন করেন?
Ⓐ ওপারিন
Ⓑ ডারউইন 
Ⓒ হুগো দ্য ভ্রিস
Ⓓ ল্যামার্ক
Answer. Ⓓ ল্যামার্ক

10. ইঁদুর নিয়ে পরীক্ষা চালিয়ে ল্যামার্কের তত্ত্বের ভুল প্রমাণ করেন?
Ⓐ জেনোফেন
Ⓑ হুগো দ্য ভ্রিস
Ⓒ মেন্ডেল
Ⓓ ওয়াইসম্যান
Answer.  Ⓓ ওয়াইসম্যান

11. জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে? 
Ⓐ ওয়াইসম্যান
Ⓑ স্পেনসার
Ⓒ গোল্ডস্মিথ
Ⓓ দ্য ভ্রিস
Answer.  Ⓐ ওয়াইসম্যান

12. 'অস্তিত্বের জন্য জীবনসংগ্রাম' মতবাদের প্রবক্তা কে?
Ⓐ বিজ্ঞানী দ্য ভ্রিস
Ⓑ বিজ্ঞানী ডারউইন
Ⓒ বিজ্ঞানী ল্যামার্ক 
Ⓓ বিজ্ঞানী ব্লুজার
Answer. Ⓑ বিজ্ঞানী ডারউইন

13. নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্ৰাম?
Ⓐ শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম
Ⓑ ইগল ও চিলের মধ্যে সংগ্রাম
Ⓒ বক ও মাছরাঙার মধ্যে সংগ্ৰাম
Ⓓ পুকুরের রুইমাছদের মধ্যে সংগ্রাম
Answer. Ⓓ পুকুরের রুইমাছদের মধ্যে সংগ্রাম

14. যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোনো উদবংশীয় সরল জীব থেকে অপেক্ষাকৃত জটিল জীবের সৃষ্টি হয়, তাকে বলে—
Ⓐ পরিব্যক্তি
Ⓑ পরিবৃত্তি
Ⓒ অভিযোজন
Ⓓ জৈব অভিব্যক্তি
Answer.  Ⓓ জৈব অভিব্যক্তি

15. আদি জীব থেকে জীবের ক্রমবিকাশকে বলে—
Ⓐ আচরণ
Ⓑ অভিযোজন
Ⓒ প্রকরণ
Ⓓ অভিব্যক্তি
Answer.  Ⓓ অভিব্যক্তি

16. 'Evolution' শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী—
Ⓐ ডারউইন 
Ⓑ ল্যামার্ক
Ⓒ হুগো দ্য ভ্রিস
Ⓓ হারবার্ট স্পেনসার
Answer. Ⓓ হারবার্ট স্পেনসার

17. অভিব্যক্তি অধ্যয়নের একক হল?
Ⓐ প্রোটিন
Ⓑ প্রজাতি
Ⓒ DNA 
Ⓓ RNA
Answer.  Ⓑ প্রজাতি

18. ‘জীবনের উৎপত্তি' তত্ত্ব বা রাসায়নিক বিবর্তনবাদ প্রথম প্রবর্তন করেন?
Ⓐ ওপারিন ও হ্যালডেন
Ⓑ পাস্তুর 
Ⓒ ডারউইন
Ⓓ মেন্ডেল
Answer. Ⓐ ওপারিন ও হ্যালডেন

19. ‘The Origin of Life' গ্রন্থটি রচনা করেন?
Ⓐ ডারউইন
Ⓑ পাস্তুর
Ⓒ ওপারিন
Ⓓ এস ডাব্লু ফক্স
Answer. Ⓒ ওপারিন

20. নীচের কোটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো।
Ⓐ ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম 
Ⓑ একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণীদের মধ্যে সংগ্রাম
Ⓒ মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম
Ⓓ হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘদের মধ্যে সংগ্রাম
Answer.  Ⓐ ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম 

21. ডারউইন তত্ত্বের মূল বক্তব্য হল—
Ⓐ অর্জিত গুণের বংশানুসরণ
Ⓑ পৃথভবন
Ⓒ স্বাধীন বণ্টন
Ⓓ প্রাকৃতিক নির্বাচন
Answer. Ⓓ প্রাকৃতিক নির্বাচন

22. যোগ্যতমের উদ্‌বর্তনের জন্য দায়ী হল—
Ⓐ অনুকূল প্রকরণ
Ⓑ ত্রুটিমুক্ত প্রকরণ 
Ⓒ পূর্বপুরুষের অনুরূপ বৈশিষ্ট্য
Ⓓ প্রাকৃতিক নির্বাচন
Answer.  Ⓓ প্রাকৃতিক নির্বাচন
 
23. ডারউইনের মতবাদের সপক্ষে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়?
Ⓐ নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রকরণগুলি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়
Ⓑ নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রকরণগুলি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়
Ⓒ মিউটেশন বা পরিব্যক্তির ফলে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে
Ⓓ জীবের অন্যতম বৈশিষ্ট্য হল অত্যধিক হারে বংশবৃদ্ধি
Answer.  Ⓒ মিউটেশন বা পরিব্যক্তির ফলে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে

24. এর মধ্যে কোটি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের বিষয় নয়?
Ⓐ প্রাকৃতিক নির্বাচন
Ⓑ অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র
Ⓒ অস্তিত্বের জন্য সংগ্রাম
Ⓓ যোগ্যতমের উদ্বর্তন 
Answer.  Ⓑ অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র

25. ‘মিউটেশন' তত্ত্বের প্রবক্তা কে?
Ⓐ ওয়াইসম্যান
Ⓑ হুগো দ্য ভ্রিস
Ⓒ ডারউইন
Ⓓ হেকেল
Answer. Ⓑ হুগো দ্য ভ্রিস

26. ওভিপোজিটরের পরিবর্তিত রূপ হল
Ⓐ রেশম মথের গ্রন্থি
Ⓑ মৌমাছির হুল 
Ⓒ কাঁকড়াবিছের চোয়াল
Ⓓ কোনোটিই নয়
Answer.  Ⓑ মৌমাছির হুল 

27.  নীচের কোটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য?
Ⓐ কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক
Ⓑ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে
Ⓒ কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন
Ⓓ অপসারী বিবর্তন নির্দেশ করে
Answer. Ⓐ কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক

28. নীচের কোন বিকল্পটি সমসংস্থ অঙ্গ নয়?
Ⓐ ফণীমনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকন্দ ও আদার গ্রন্থিকাণ্ড
Ⓑ পাখির ডানা, মানুষের হাত ও তিমির ফ্লিপার
Ⓒ ব্যাঙের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ ও পায়রার ডানা
Ⓓ পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা
Answer. Ⓓ পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা
 
29. যেসব অঙ্গের উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা তারা হল—
Ⓐ সমসংস্থ অঙ্গ
Ⓑ সক্রিয় অঙ্গ
Ⓒ সমবৃত্তীয় অঙ্গ 
Ⓓ লুপ্তপ্রায় অঙ্গ
Answer.  Ⓐ সমসংস্থ অঙ্গ

30. উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল
Ⓐ পত্ৰ
Ⓑ পুংকেশর
Ⓒ স্ট্যামিনোড
Ⓓ কোনোটিই নয়
Answer. Ⓒ স্ট্যামিনোড

31. নিম্নলিখিত পাখিগুলির মধ্যে কার পাখা বা ডানা নিষ্ক্রিয়?
Ⓐ হর্নবিল
Ⓑ চড়ুই
Ⓒ পায়রা
Ⓓ কিউই
Answer. Ⓓ কিউই

32. সরীসৃপের হৃৎপিণ্ডে সাধারণত প্রকোষ্ঠ সংখ্যা হল—
Ⓐ তিনটি
Ⓑ চারটি
Ⓒ অসম্পূর্ণ চারটি
Ⓓ দুই প্রকোষ্ঠযুক্ত
Answer. Ⓒ অসম্পূর্ণ চারটি

33. নীচের কোন প্রাণটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদানপ্রদান করে তা শনাক্ত করো?
Ⓐ ময়ূর
Ⓑ আরশোলা 
Ⓒ শিম্পাঞ্জি
Ⓓ মৌমাছি
Answer. Ⓓ মৌমাছি

34. ওয়াল কথার অর্থ হল
Ⓐ কোণ
Ⓑ আন্দোলন বা কম্পন
Ⓒ বৃত্ত
Ⓓ কোনোটিই নয়
 Answer.  Ⓑ আন্দোলন বা কম্পন

35. মৌমাছির ওয়াটেল নৃত্যের মহড়া দেখতে কেমন?
Ⓐ 9 আকৃতির
Ⓑ S আকৃতির
Ⓒ J আকৃতির
Ⓓ 8 আকৃতির
 Answer.  Ⓓ 8 আকৃতির

36. নিউম্যাটোফোর থাকে?
Ⓐ হ্যালোফাইটে
Ⓑ মেসোসাইটে
Ⓒ হাইড্রোফাইটে
Ⓓ জেরোফাইটে
 Answer.  Ⓐ হ্যালোফাইটে

35. উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ?
Ⓐ এদের মল-মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে
Ⓑ এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে
Ⓒ কুঁজে জল সঞ্চিত থাকে
Ⓓ এদের RBC লম্বাটে
 Answer. Ⓓ এদের RBC লম্বাটে

36. উটের RBC প্রাথমিক আকারের প্রায় যত শতাংশ বৃদ্ধি পেতে পারে তা হল?
Ⓐ 60%
Ⓑ 120% 
Ⓒ 240%
Ⓓ 360%
 Answer.  Ⓒ 240%

37. ফণীমনসার কাণ্ডকে বলা হয়?
Ⓐ পর্ণকাণ্ড
Ⓑ গ্রন্থিকাণ্ড 
Ⓒ পর্ণবৃত্ত
Ⓓ মৃদ্‌গতকাণ্ড
 Answer.  Ⓐ পর্ণকাণ্ড

38. নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়?
Ⓐ গ্যাস্ট্রিক গ্রন্থি 
Ⓑ অগ্র প্রকোষ্ঠ
Ⓒ রেডগ্রন্থি
Ⓓ রেটি মিরাবিলি
 Answer. Ⓓ রেটি মিরাবিলি

39. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদটি অভিযোজিত হয়, সেটি হল?
Ⓐ ক্যাকটাস 
Ⓑ পদ্ম
Ⓒ সুন্দরী 
Ⓓ কোনোটিই নয়
 Answer. Ⓒ সুন্দরী 

40. যেটি জীবন্ত জীবাশ্ম নয়, সেটি হল?
Ⓐ পেরিপেটাস
Ⓑ আর্কিওপটেরিক্স
Ⓒ লিমিউলাস
Ⓓ স্ফেনোডন
Answer. Ⓑ আর্কিওপটেরিক্স

41. ঘোড়ার আদিপুরুষ বা প্রাচীনতম জীবাশ্মের নাম হল—
Ⓐ প্লিওহিপ্পাস
Ⓑ মেসোহিপ্পাস 
Ⓒ মেরিচিপ্পাস
Ⓓ ইওহিপ্পাস
Answer. Ⓓ ইওহিপ্পাস

42. ঘোড়ার বিবর্তনে যে আঙুলটি ক্রমশ দীর্ঘ ও সুগঠিত হয় সেটি হল—
Ⓐ প্রথম আঙুল
Ⓑ দ্বিতীয় আঙুল
Ⓒ তৃতীয় আঙুল
Ⓓ চতুর্থ আঙুল
Answer. Ⓒ তৃতীয় আঙুল

43. নীচের কোটি সঠিক সজ্জাক্রম? 
Ⓐ ইওহিপ্পাস → মেরিচিপ্পাস →ইকুয়াস→প্লিওহিপ্পাস→মেসোহিপ্পাস
Ⓑ ইকুয়াস→প্লিওহিপ্পাস→মেরিচিপ্পাস→মেসেহিপ্পাস→ইওহিপ্পাস
Ⓒ মেরিচিপ্পাস→ মেসোহিপ্পাস→ইওহিপ্পাস→ইকুয়াস→প্লিওহিপ্পাস
Ⓓ ইওহিপ্পাস→মেসোহিপ্পাস→মেরিচিপ্পাস→ প্লিওহিপ্পাস→ইকুয়াস
Answer. Ⓓ ইওহিপ্পাস→মেসোহিপ্পাস→মেরিচিপ্পাস→ প্লিওহিপ্পাস→ইকুয়াস

44. নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? 
Ⓐ পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
Ⓑ পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি
Ⓒ পায়ের শুধু আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি
Ⓓ সমগ্র দেহের আকার বৃদ্ধি
Answer. Ⓑ পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি

✹ মাধ্যমিক জীবনবিজ্ঞান ফাইনাল সাজেশন (Mark-2)

❏ আরো পড়ুন :  Class 10 Life Science MCQ

অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর | Class 10 Life Science WBBSE

✹✹ জীবন বিজ্ঞান (Life Science)
❐ নীচের বাক্য গুলির সত্য/ মিথ্যা নিরূপণ করো :

1. ল্যামার্কের মর্তে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে
➛ সত্য (ব্যাখা–ল্যামার্কবাদের অন্যতম প্রতিপাদ্য হল চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ।)
2. কোনো জীব তার জীবৎকালেই নতুন বৈশিষ্ট্য অর্জন করে এবং তা পরবর্তী প্রজন্মে সঞ্চারণ করতে পারে। এই তত্ত্বটি ব্যবহার ও অব্যবহারের সূত্র ' হিসেবে পরিচিত।
➛ মিথ্যা (ব্যাখা–এটি ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ' ধারণা।)
3. ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়ার ঘটনাটি ‘ব্যবহার ও অব্যবহার’ সূত্র অনুসারে ঘটে।
➛ সত্য (ব্যাখা–বর্তমানে এটি পরিত্যাজ্য হয়েছে।)
4. ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।
➛ সত্য (ব্যাখা–ডারউইন তার মতবাদে বলেছিলেন জীবের সংখ্যা বৃদ্ধি সাধারণত জ্যামিতিক হারে ঘটে থাকে।)
5. কক্সিস মানুষের মেরুদণ্ডের শেষপ্রান্তের একটি নিষ্ক্রিয় অঙ্গ।
➛ সত্য (ব্যাখা–এটি ল্যাজযুক্ত প্রাণীর (বাঁদর) ক্ষেত্রে সক্রিয় হলেও মানুষের ক্ষেত্রে তা নিষ্ক্রিয়।)
6. বর্তমানের ইকুয়াস' নামক আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ হল ইওহিপ্পাস।
➛ সত্য (ব্যাখা–এর অপর নাম হাইর‍্যাকোথেরিয়াম বা ঊষাকালের ঘোড়া।)
7. ইকুয়াস ঘোড়ার আবির্ভাব প্লিস্টোসিন যুগে।
➛ সত্য (ব্যাখা–এটি আধুনিক ঘোড়া।)
8. অভিব্যক্তির অন্যতম কারণ হল অভিযোজন
➛ সত্য (ব্যাখা–অভিযোজনের ফলে কোনো প্রজাতির জীবদেহে যেসব পরিবর্তন হয়, সেগুলি পুঞ্জীভূত হয়েই জীবপ্রজাতিটির অভিব্যক্তি ঘটায়।)
9. উটের লোহিত কণিকা গোলাকার ও নিউক্লিয়াসযুক্ত হয়।
➛ মিথ্যা (ব্যাখা–উটের লোহিত রক্ত কণিকা ডিম্বাকৃতি ও নিউক্লিয়াস-বিহীন। মারজিনাল ব্যান্ড নামক গঠন থাকায় তা ডিম্বাকার হয়। এটি জল ধারণে সাহায্য করে। অন্য স্তন্যপায়ীর RBC দ্বি-অবতল হয়।)
10. জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত মিলার ও উরে-র পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল।
➛ সত্য (ব্যাখা–এই পরীক্ষায় ব্যবহৃত উপাদান হল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প।)


Tags : পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ,অভিব্যক্তি ও অভিযোজন,অভিব্যক্তি ও অভিযোজন class 10,অভিব্যক্তি ও অভিযোজন one shot,অভিব্যক্তি ও অভিযোজন সমস্ত প্রশ্ন উত্তর,অভিব্যক্তি ও অভিযোজন class 10 wbbse, class 10 life science chapter 4,#,অভিব্যক্তি ও অভিযোজন ক্লাস 10,অভিব্যক্তি,অভিব্যক্তি ও অভিযোজন part 1,অভিযোজন ও অভিব্যক্তি#
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন