Wbcs science question in bengali with answer
1. একটি হাইড্রোজেন গ্যাস ভরতি বেলুন একটি বাড়ির ছাদ থেকে ছেড়ে দিলে এটি ওপরদিকে উঠতে থাকবে এবং একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে ভাসতে থাকবে। বেলুনটির ঊর্ধ্বগমনের কারণ?
Ⓐ বেলুনটিতে সঞ্চিত স্থিতিশক্তি
Ⓑ বেলুনটির ওজন
Ⓒ বেলুনটির স্থিতিস্থাপকতা
Ⓓ ক্রিয়াশীল প্লবতা
2. ঝড়ে কুঁড়েঘরের চাল উড়ে বৈজ্ঞানিক সূত্রটি সম্পর্কিত?
Ⓐ আর্কিমিডিসের নীতি
Ⓑ হুকের সূত্র
Ⓒ বার্নলির উপপাদ্য
Ⓓ পাস্কালের সূত্র
3. একটি উঁচু অট্টালিকার ছাদ থেকে একজন ব্যক্তি মাথায় বোঝা নিয়ে নীচের দিকে লাফ দিল। বোঝাটি সম্পর্কে ব্যক্তির কী অনুভূতি হবে?
Ⓐ ভারী অনুভূতি
Ⓑ শূন্য অনুভূতি
Ⓒ হালকা অনুভূতি
Ⓓ লাফ দেওয়ার পূর্বে বোঝাটির ওজন যা ছিল, তা অপরিবর্তিত আছে
4. কয়লা খনিতে ব্যারোমিটার নল নিয়ে গেলে নলে থাকা পারদের লেভেল কীরূপ পরিবর্তিত হবে?
Ⓐ ওপরে উঠবে
Ⓑ নীচে নেমে যাবে
Ⓒ অপরিবর্তিত থাকবে
Ⓓ প্রথমে ওপরে উঠবে এবং পরে নীচে নামবে
5. কোনো বস্তুর ওজন ভূপৃষ্ঠে 18 kg-wt ভার হলে চাঁদে তার ওজন হবে?
Ⓐ 3 kg-wt
Ⓑ 6 kg-wit
Ⓒ 9 kg-wt
Ⓓ 18 kg-wt
6. স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয়, তামার হয় না তার কারণ—
Ⓐ ইস্পাতের স্থিতিস্থাপক সীমা তামার থেকে বেশি
Ⓑ ইস্পাত সহজলভ্য
Ⓒ তামার ইয়ং গুণাঙ্ক ইস্পাত অপেক্ষা বেশি
Ⓓ কোনোটিই নয়
7. ভারহীন অবস্থায় বস্তুর ঘনত্ব–
Ⓐ অপরিবর্তিত থাকে
Ⓑ হ্রাস পায়
Ⓒ বৃদ্ধি পায়
Ⓓ কোনোটিই নয়
8. একটি বিকারে রাখা তরলের মধ্যে একটি বস্তু ভাসমান অবস্থায় আছে। সমগ্র সংস্থাটিকে বাধাহীনভাবে পড়তে দেওয়া হলে, বস্তুটির ওপর তরলের ঊর্ধ্বঘাত—
Ⓐ অপসারিত তরলের ওজনের সমান
Ⓑ তরলে নিমজ্জিত অংশের ওজনের সমান
Ⓒ সমগ্র বস্তুটির ওজনের সমান
Ⓓ শূন্য
9. সঠিক উত্তরটি নির্বাচন করুন—
Ⓐ তরলের দৃঢ়তা গুণাঙ্ক শূন্য
Ⓑ পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান অসীম
Ⓒ অসংনম্য তরলের আয়তন বিকৃতি গুণাঙ্ক অসীম
Ⓓ সবকটি বিকল্পই সঠিক
10. কোন গুলির মাত্রা সমান?
Ⓐ পীড়ন
Ⓑ চাপ
Ⓒ শক্তি ঘনত্ব
Ⓓ সবকটি বিকল্পই সঠিক
11. ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে?
Ⓐ কার্বন ডাইঅক্সাইডের একটি নির্গম পথ রাখার জন্য
Ⓑ বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য
Ⓒ যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে
Ⓓ শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য
12. বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক?
Ⓐ একই থাকবে
Ⓑ বাড়বে
Ⓒ কমবে
Ⓓ ওপরের কোনোটিই নয়
13. সৌরচুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক?
Ⓐ পালভানোমিটার
Ⓑ পাইরোমিটার
Ⓒ বোলোমিটার
Ⓓ গ্রিনহাউস
14. পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত—
Ⓐ ভীষণ শীতল
Ⓑ অল্পমাত্রায় উষ্ণ
Ⓒ ভীষণ উষ্ণ
Ⓓ অল্পমাত্রায় শীতল
15. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয়?
Ⓐ +40°
Ⓑ +20°
Ⓒ -20°
Ⓓ -40°
16. কোনো বস্তুর উষ্ণতা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কী বলা হয়?
Ⓐ আপেক্ষিক তাপ
Ⓑ জলসম
Ⓒ তাগ্রাহিতা
Ⓓ কোনোটিই নয়
17. বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফোটানো হচ্ছে। কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে?
Ⓐ পারিপার্শ্বিক তাপমাত্রা কমলে
Ⓑ ফ্লাস্কের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্র লাগালে
Ⓒ বার্নারের তাপ কমিয়ে দিলে
Ⓓ ফ্লাস্কের মুখে বায়ু চাপ বৃদ্ধিকারী যন্ত্র লাগালে
18. কোনো তড়িৎচালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হল?
Ⓐ পরিবহণ
Ⓑ পরিবহণ বা বিকিরণ
Ⓒ বিকিরণ
Ⓓ পরিচলন
19. কোনটির তাপ পরিবাহিতা সর্বনিম্ন?
Ⓐ লোহা
Ⓑ পারদ
Ⓒ হিরে
Ⓓ সিসা
20. রেল লাইনে ফিসপ্লেট ব্যবহারের কারণ হল?
Ⓐ উষ্ণতার তারতম্যে যাতে রেললাইন বিকৃত না হয় তার জন্য
Ⓑ ট্রেনের বেগ নিয়ন্ত্রণ করার জন্য
Ⓒ দুটি রেললাইনকে সর্বদাই একই দূরত্বে রাখার জন্য
Ⓓ দুটি রেললাইনকে সংযুক্ত করার জন্য
21. একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে—
Ⓐ পাথরটি ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে যাবে
Ⓑ পাথরটি স্পর্শক বরাবর যাবে
Ⓒ পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে
Ⓓ ওপরের কোনোটিই নয়
22. একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে। তবে বস্তুটির চলার সময় নীচের কোন রাশিটি থাকবে না?
Ⓐ বেগ
Ⓑ ভরবেগ
Ⓒ গতিশক্তি
Ⓓ ত্বরণ
23. একটি বস্তুর ওপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হল। এর ফলে বস্তুটির—
Ⓐ কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে
Ⓑ কেবলমাত্র রৈখিক গতি থাকবে
Ⓒ বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে
Ⓓ বৃত্তাকার বা রৈখিক কোনো গতিই থাকবে না
24. নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?
Ⓐ মাধ্যাকর্ষণ বল
Ⓑ ঘর্ষণজনিত বল
Ⓒ স্থির-তড়িৎবল
Ⓓ স্থির চুম্বকীয় বল
25. কোন রাশির একক ডাইন-সেকেন্ড?
Ⓐ বল
Ⓑ শক্তি
Ⓒ ভরবেগ
Ⓓ ক্ষমতা
26. জানলার কাচে ঢিল নিক্ষেপ করলে কাচ ভেঙে যায়। এর কারণ—
Ⓐ গতিজাড্য
Ⓑ স্থিতিজাড্য
Ⓒ ঢিলের বেগ অনেক কম হওয়ায় কাচের ওপর প্রযুক্ত ঢিলের অসম সংঘর্ষ বল সমগ্র কাচে ছড়িয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়
Ⓓ কোনোটিই নয়
27. বলের সংজ্ঞা পাওয়া যায়—
Ⓐ প্রথম গতিসূত্র থেকে
Ⓑ দ্বিতীয় গতিসূত্র থেকে
Ⓒ তৃতীয় গতিসূত্র থেকে
Ⓓ কোনোটিই নয়
28. লং জাম্প দেওয়ার পূর্বে অ্যাথলিট বেশ কিছু পথ দৌড়ায় কারণ—
Ⓐ এটি তাকে ভরবেগ অর্জনে সাহায্য করে
Ⓑ এটি বেশি বল প্রয়োগ করতে সাহায্য করে
Ⓒ এটি বেশি পরিমাণ স্থিতি জাড্য প্রদান করে
Ⓓ এটি প্রতিক্রিয়া বল বৃদ্ধি করে
29. একটি স্থির বস্তুর ওপর 10 N বল প্রযুক্ত হলে স্থির বস্তুটি গতিপ্রাপ্ত হয় ও বস্তুটির অর্জিত ত্বরণের মান হয় 0.5m/s2 বস্তুটির ভর—
Ⓐ 3 kg
Ⓑ 5 kg
Ⓒ 10 kg
Ⓓ 20 kg
30. কোনো গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুণ করলে—
Ⓐ গতিশক্তি দ্বিগুণ হয়
Ⓑ ভরবেগ দ্বিগুণ হয়
Ⓒ স্থিতিশক্তি দ্বিগুণ হয়
Ⓓ ত্বরণ দ্বিগুণ হয়
31. প্রবাহের (মূলত জলের) হারের একক হল—
Ⓐ কিউসেক
Ⓑ অ্যাম্পিয়ার
Ⓒ হেনরি
Ⓓ ডায়পটার
32. সর্বজনীন মহাকর্ষ সূত্র-এর আবিষ্কারক?
Ⓐ অ্যারিস্টটল
Ⓑ কেপলার
Ⓒ গ্যালিলিয়ো
Ⓓ এঁদের মধ্যে কেউ নন
33. স্থির তড়িৎ (আধান) পরিমাপের জন্য ব্যবহার করা হয়?
Ⓐ সোনোমিটার
Ⓑ পাইরোমিটার
Ⓒ ল্যাক্টোমিটার
Ⓓ ইলেক্ট্রোস্কোপ
34. নীচের ভৌত রাশিগুলির মধ্যে কোটি এককবিহীন?
Ⓐ আপেক্ষিক রোধ
Ⓑ আপেক্ষিক তাপ
Ⓒ আপেক্ষিক গুরুত্ব
Ⓓ কোনোটিই নয়
35. সরল দোলকের গতি বিষয়ক সূত্র প্রবর্তন করেন?
Ⓐ টরিসেলি
Ⓑ গ্যালিলিয়ো
Ⓒ পাস্কাল
Ⓓ আর্কিমিডিস
36. কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয়?
Ⓐ হাইগ্রোমিটার
Ⓑ ট্যাকোমিটার
Ⓒ হাইড্রোমিটার
Ⓓ অ্যানিমোমিটার
37. তড়িৎশক্তির একক—
Ⓐ ওয়াট
Ⓑ ভোল্ট
Ⓒ কিলোওয়াট ঘণ্টা
Ⓓ অ্যাম্পিয়ার
38. তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
Ⓐ ভোল্টমিটার
Ⓑ রিওস্ট্যাট
Ⓒ অ্যামিটার
Ⓓ ইলেক্ট্রোস্কোপ
39. পদার্থের স্থিতিস্থাপকতা সূত্রের আবিষ্কারক?
Ⓐ নিউটন
Ⓑ হুক
Ⓒ ফ্যারাডে
Ⓓ কেপলার
40. কোনো বস্তুর আয়তন এবং ঘনত্বের গুণফলকে পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
Ⓐ সাধারণ তুলাযন্ত্র
Ⓑ ম্যানোমিটার
Ⓒ স্প্রিং তুলাযন্ত্র
Ⓓ ল্যাক্টোমিটার
41. পারসেক কীসের একক?
Ⓐ নক্ষত্রের ঘনত্ব
Ⓑ জ্যোতিষ্কের ঔজ্জ্বল্য
Ⓒ নাক্ষত্রিক দূরত্ব
Ⓓ বৃহৎ নক্ষত্রের কক্ষীয় বেগ
42. বয়েলের সূত্রানুযায়ী কোটি ধ্রুবক?
Ⓐ গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর
Ⓑ শুধুমাত্র গ্যাসের ভর
Ⓒ গ্যাসের আয়তন
Ⓓ শুধুমাত্র গ্যাসের চাপ
43. তাপ অন্তরক হিসেবে বায়ু অপেক্ষা ফেল্টের ব্যবহার বেশি, কারণ—
Ⓐ বায়ুর তাপ পরিবাহিতাঙ্ক ফেল্ট অপেক্ষা বেশি
Ⓑ বায়ুতে তাপের পরিচলন হয়, ফেল্টে হয় না
Ⓒ ফেল্টের আঁশের মধ্যে বায়ু থাকে না
Ⓓ বায়ু অপেক্ষা ফেল্ট তাপের কুপরিবাহী
44. তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের ওপর নির্ভরশীল?
Ⓐ পরিবহণ
Ⓑ বিকিরণ
Ⓒ পরিচলন
Ⓓ কোনোটিই নয়
45. কোন সূত্রটি ব্যবহার করে নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় করা হয়?
Ⓐ স্টিফানের সূত্র
Ⓑ কারশফের সূত্র
Ⓒ প্ল্যাঙ্কের সূত্র
Ⓓ ভীনের সূত্র
46. নীচের কোনটির ঊর্ধ্বপাতন ঘটে?
Ⓐ কর্পূর
Ⓑ সাধারণ লবণ
Ⓒ চকের গুঁড়ো
Ⓓ চিনি
47. দার্জিলিং-এ রান্না করতে বেশি সময় লাগে, কারণ সেখানে—
Ⓐ বায়ুমণ্ডলের তাপমাত্রা কম
Ⓑ বায়ুমণ্ডলের আর্দ্রতা কম
Ⓒ বায়ুমণ্ডলের চাপ কম
Ⓓ বায়ুমণ্ডলের চাপ বেশি
48. 2000 °C অপেক্ষা বেশি তাপমাত্রা মাপার যন্ত্র হল?
Ⓐ থার্মোপাইল
Ⓑ গ্যাস থার্মোমিটার
Ⓒ বোলোমিটার
Ⓓ পাইরোমিটার
49. দুধ হল একপ্রকার দ্রবণ যাকে বলা হয়—
Ⓐ ফেনা
Ⓑ জেল
Ⓒ সল
Ⓓ ইমালসন
50. NaOH এর 0.5 (M) দ্রবণের 100mL তৈরি করতে NaOH এর কত গ্রাম দরকার হবে?
(Na = 23, 0 =16, H = 1)
Ⓐ 2
Ⓑ 6
Ⓒ 8
Ⓓ 10