General mental ability questions with answers | Mental ability questions with answers pdf for competitive exams


WBCS General mental ability questions with answers | Part-1 MCQ Practice

1. যদি আগামীকালের 2 দিন পরের দিন বুধবার হয়, তাহলে গতকালের 2 দিন আগের দিন সপ্তাহের কোন বার ছিল?
Ⓐ শুক্রবার
Ⓑ বৃহস্পতিবার
Ⓒ শনিবার
Ⓓ মঙ্গলবার
Answer. Ⓓ মঙ্গলবার

Explain : মঙ্গলবার 3←2←1← গতকাল←আজ →আগামীকাল →1→2→3 বুধবার তাহলে গতকাল ছিল শুক্রবার, শুক্রবারের 2 দিন আগের দিন ছিল মঙ্গলবার।

2. 2019 সালের মাধ্যমিক পরীক্ষা 12 ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু এবং উচ্চমাধ্যমিক শুরু 27 ফেব্রুয়ারি। তাহলে, উচ্চমাধ্যমিক শুরুর দিনটি কী বার ছিল?
Ⓐ সোমবার
Ⓑ মঙ্গলবার 
Ⓒ বুধবার
Ⓓ শুক্রবার
Answer.  Ⓒ বুধবার

Explain :  2019 সালের 12 ফেব্রুয়ারি মঙ্গলবার 12 ফেব্রুয়ারি থেকে
27 ফেব্রুয়ারি =15 দিন =14+1=1 দিন অতিরিক্ত 
∴ ওই বছরে উচ্চমাধ্যমিক শুরুর বারটি ছিল বুধবার।

3. কোনো একটি লিপ ইয়ার-এর 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে সেই বছরের 31 মে কী বার হবে?
Ⓐ বুধবার
Ⓑ মঙ্গলবার
Ⓒ সোমবার
Ⓓ শুক্রবার
Answer.  Ⓑ মঙ্গলবার

Explain :  লিপ ইয়ার এর 1 জানুয়ারি শুক্রবার।

1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত অতিরিক্ত দিনসংখ্যা।
=(31-1)+29 +31 +30 +31
     J         F     M    A    M
= 151 = 21 সপ্তাহ 4 দিন
 1 জানুয়ারি শুক্রবার হলে 31 মে হবে মঙ্গলবার।

4. লিপ ইয়ারে 1 ও 2 জানুয়ারি যে দুটি বার হয়, কতগুলি করে থাকে ওই বছরে?
Ⓐ 51
Ⓑ 52
Ⓒ 53
Ⓓ কোনটিই নয়
Answer.  Ⓒ 53

5. 2018 সালের বিশ্ব পরিবেশ দিবস যদি বুধবার হয়, তাহলে ওই বছর বিশ্ব নারীদিবস কোন বার ছিল?
Ⓐ শনিবার
Ⓑ বৃহস্পতিবার
Ⓒ সোমবার
Ⓓ শুক্রবার
Answer. Ⓓ শুক্রবার

Explain :  বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন এবং বিশ্ব নারীদিবস পালিত হয় 8 মার্চ।
2018 সালের 5 জুন বুধবার হলে,
৪ মার্চ থেকে 5 জুন পর্যন্ত মোট দিনসংখ্যা 
=(31-8)+30 +31 +5
                A    M


=23+ 30+31 +5
= 89 = 12 সপ্তাহ 5 দিন
সুতরাং, 8 মার্চ শুক্রবার ছিল।

6. কোনো বছরে ইন্দিরা গান্ধির মৃত্যু দিবস যদি শনিবার পালিত হয়, তাহলে গান্ধিজয়ন্তী কোন দিন পালিত হয়েছিল?
Ⓐ শুক্রবার
Ⓑ বৃহস্পতিবার
Ⓒ শনিবার
Ⓓ রবিবার
Answer.  Ⓐ শুক্রবার

Explain :  ইন্দিরা গান্দির মৃত্যু দিবস 31 অক্টোবর এবং গান্ধীজয়ন্তী 2 অক্টোবর।
যদি 31 অক্টোবর শনিবার হয়, তাহলে 2 অক্টোবর হবে — শুক্রবার।
(29 দিন =28 + 1 = 1 দিন অতিরিক্ত)

7. 31 জুলাই যদি বুধবার হয়, তাহলে জুলাই মাসে কোন বারগুলি 5 বার এসেছে?
Ⓐ সোম, মঙ্গল, বুধ
Ⓑ শনি, সোম
Ⓒ বুধ, শুক্র
Ⓓ মঙ্গল, বুধ, শুক্র
Answer.   Ⓐ সোম, মঙ্গল, বুধ
 
Explain :  31 জুলাই যদি বুধবার হয়, তাহলে সোমবার, মঙ্গলবার ও বুধবার তিনদিনই 5 বার করে ওই মাসে বর্তমান থাকবে।

8. 2019 সালের নেতাজির জন্মদিবস বুধবার পালিত হলে, 2049 সালের কোন বার তা পালিত হবে?
Ⓐ বুধবার
Ⓑ রবিবার
Ⓒ শুক্রবার
Ⓓ মঙ্গলবার
Answer.  Ⓑ রবিবার

Explain :  2019 সালের 23 জানুয়ারি বুধবার 2020 থেকে 2049 সাল পর্যন্ত
2020, 2024, 2028, 2032, 2036, 2040, 2044, 2048=8টি ইয়ার এবং বাকি 20টি সাধারণ বছর।
সুতরাং, 2019 সালের 23 জানুয়ারি থেকে 2049 সালের 22 জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত দিন সংখ্যা  = 8 x 2 + 22 x 1 = 16 + 22
38 = 35 + 3 = 3টি
সুতরাং, 2049 সালের 23 জানুয়ারি হবে রবিবার। 

9. ইংরেজি বর্ণমালাটিকে বিপরীতক্রমে সাজালে বাঁদিক থেকে 14তম বর্ণটি কী হবে?
Ⓐ N
Ⓑ M
Ⓒ L
Ⓓ O
Answer. Ⓑ M

Explain :  ইংরেজি বর্ণমালাটিকে বিপীরতক্রমে সাজালে হয় —
ZYXWVUTSRQPONMLKJIHGFEDCBA
বাঁদিক থেকে--------(M)↑14তম
বিপরীতক্রমে সাজানোর পর, বাঁদিক থেকে 14তম বর্ণ হবে M

10. ইংরেজি বর্ণমালার প্রথমার্ধ বিপরীতক্রমে সাজানোর পর ডানদিকের 12তম বর্ণের বাঁদিকের 18তম বর্ণটি কী হবে?
Ⓐ W
Ⓑ X
Ⓒ M
Ⓓ N
Answer. Ⓐ W

Explain :  প্রথমার্ধ বিপরীতক্রমে সাজানোর পর শ্রেণিটির ডানদিক থেকে 12তম বর্ণটি হল O
O -এর বাঁদিকের 18তম স্থানের বর্ণটি হল →W


11. 'UNDERSTANDING' শব্দটির প্রথম বর্ণ ও চতুর্থ বর্ণ, তৃতীয় বর্ণ ও ষষ্ঠ বর্ণ, পঞ্চম বর্ণ ও অষ্টম বর্ণ; দ্বিতীয় ও একাদশ; সপ্তম ও ত্রয়োদশ নবম ও দশম বর্ণগুলি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে যে বর্ণমালাটি পাওয়া যাবে, তার মধ্যে ডানদিক থেকে অষ্টম বর্ণ কী হবে?
Ⓐ G
Ⓑ D
Ⓒ A
Ⓓ R
Answer.  Ⓑ D

Explain : 'UNDERSTANDING' শব্দটির বর্ণগুলিকে প্রশ্নানুসারে পরিবর্তন করলে হয়—
U পরিবর্তিত হবে → E তে 
D পরিবর্তিত হবে → S তে 
R পরিবর্তিত হবে → A তে 
N পরিবর্তিত হবে → I তে 
T পরিবর্তিত হবে → G তে 
N পরিবর্তিত হবে → D

অর্থাৎ পরিবর্তিত বর্ণশ্রেণিটি হবে→ 'EISUADGRDNNNT'
পরিবর্তিত বর্ণশ্রেণির ডানদিক তে থেকে ৪ তম বর্ণটি হবে D

12. ‘UNIVERSITY' শব্দটির বর্ণগুলিকে ইংরেজি বর্ণমালার স্বাভাবিক বর্ণানুক্রমে সাজালে N ও E-এর মাঝে কতগুলি বর্ণ থাকবে?
Ⓐ 2
Ⓑ 3
Ⓒ 0
Ⓓ 1
Answer. Ⓓ 2

Explain : ‘UNIVERSITY' শব্দটির বর্ণগুলিকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে হয় ‘EIINRSTUVY' দেখা যাচ্ছে → সাজানোর পর, Nও E এর মাঝে দুটি স্থানে একই বর্ণ I বর্তমান, তাই বর্ণসংখ্যা একটি কিন্তু পার্থক্য 2-এর

13. নিম্নলিখিত শ্রেণিতে কতগুলি এমন সংখ্যা রয়েছে যে গুলির আগে জোড় এবং পরে বিজোড় সংখ্যা থাকবে?
38791652074693547126
Ⓐ 6
Ⓑ 5
Ⓒ 4
Ⓓ 3
Answer.  Ⓒ 4

14. একদিন সকালে সূর্য ওঠার পর বিক্রম ও শৈলেশ উঠোনে পরস্পর বিপরীতমুখে দাঁড়ায়। বিক্রমের ছায়া যদি বামদিকে পড়ে তাহলে শৈলেশের মুখ কোন দিকে?
Ⓐ পূর্ব
Ⓑ পশ্চিম
Ⓒ উত্তর
Ⓓ দক্ষিণ
Answer. Ⓓ দক্ষিণ

15. একজন ব্যক্তি 7 কিমি পূর্ব দিকে যান। তারপর দক্ষিণ দিকে 2 কিমি যান। আবার বাঁদিকে ঘুরে 1 কিমি যাওয়ার পর আবার বাঁদিকে ঘোরেন ও 17 কিমি যান। প্রথম অবস্থান থেকে এখন তার দূরত্ব কত?
Ⓐ 18 কিমি
Ⓑ 17 কিমি 
Ⓒ 20 কিমি
Ⓓ 27 কিমি
Answer.  Ⓑ 17 কিমি 

16. এক ব্যক্তি সামনের দিকে 10 মিটার হাঁটার পর ডানদিকে 10 মিটার হাঁটল। তারপর প্রতিক্ষেত্রে বাঁদিকে ঘুরে যথাক্রমে 5, 15 ও 15 মিটার হাঁটল। ব্যক্তিটি এখন শুরুর স্থান থেকে কত দূরে দাঁড়িয়ে?
Ⓐ 5 মিটার
Ⓑ 10 মিটার
Ⓒ 15 মিটার
Ⓓ 20 মিটার
Answer.  Ⓐ 5 মিটার

17. যদি দক্ষিণ-পূর্ব দিককে উত্তর দিক এবং উত্তর-পূর্ব দিককে পশ্চিম দিক ধরা হয় তবে পূর্ব দিক নতুন পদ্ধতিতে কোন দিক নির্দেশ করবে?
Ⓐ উত্তর-পূর্ব
Ⓑ উত্তর-পশ্চিম
Ⓒ দক্ষিণ-পূর্ব
Ⓓ দক্ষিণ
Answer. Ⓑ উত্তর-পশ্চিম

18. অয়ন একটি বাইসাইকেলে A থেকে ঠিক 2 কিমি পশ্চিমে D-তে যায়, তারপর সেখান থেকে ঠিক ৪ কিমি পূর্বে A হয়ে B-তে পৌঁছায় এবং অবশেষে B থেকে ঠিক ৪ কিমি উত্তরে C-তে পৌঁছায়। এখন তার A থেকে দূরত্ব (কিলোমিটারে) কত?
Ⓐ 10
Ⓑ 15
Ⓒ 18
Ⓓ 22
Answer.  Ⓐ 10

19. এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পর পর দুবার তার ডানদিকে ঘুরল, এবার পরপর তিনবার তার বাঁদিকে ঘুরল এবং সবশেষে পরপর দু-বার তার ডানদিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
Ⓐ পশ্চিম
Ⓑ পূর্ব
Ⓒ উত্তর
Ⓓ দক্ষিণ
Answer. Ⓓ দক্ষিণ

20. একটি কীট 0 বিন্দু থেকে চলতে আরম্ভ করল। 12 মি উত্তর-পূর্বে যাওয়ার পর 16 মি দক্ষিণ-পূর্বে গেল। এখন O বিন্দু থেকে কীটটি কত দূরে অবস্থান করছে?
Ⓐ 4 মি.
Ⓑ 20 মি.
Ⓒ 28 মি.
Ⓓ কোনটিই নয়
Answer. Ⓑ 20 মি.

⚡Download PDF
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন