RRB NTPC General Awareness Bengali Part-2
1. বাংলার কোন স্থানে পর্তুগিজরা প্রথম তাদের কুঠি নির্মাণ করে?
Ⓐ চুঁচুড়া
Ⓑ হুগলি
Ⓒ ব্যান্ডেল
Ⓓ শ্রীরামপুর
Answer. Ⓑ হুগলি
2. তরঙ্গদৈর্ঘ্যের একক হল–
Ⓐ পাস্কাল
Ⓑ সেন্টিমিটার
Ⓒ সেমি/সেকেন্ড
Ⓓ সেমি
Answer. Ⓑ সেন্টিমিটার
3. বল পেন নীচের কোন নীতিতে কাজ করে?
Ⓐ মাধ্যাকর্ষণ সূত্র
Ⓑ সান্দ্রতা
Ⓒ বয়েলের সূত্র
Ⓓ কৈশিক ক্রিয়া এবং পৃষ্ঠটান
Answer. Ⓓ কৈশিক ক্রিয়া এবং পৃষ্ঠটান
4. অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ⓐ পণ্ডিতা রমাবাই
Ⓑ দুর্গাবাঈ দেশমুখ
Ⓒ গায়ত্রী দেবী
Ⓓ সরোজিনী নাইডু
Answer : Ⓑ দুর্গাবাঈ দেশমুখ
5. নীচের কোটি কলয়েডের উদাহরণ নয়?
Ⓐ দুধ
Ⓑ জেলি
Ⓒ কুয়াশা
Ⓓ আয়োডিনের মিশ্রণ
Answer. Ⓓ আয়োডিনের মিশ্রণ
6. নীচের কোন জলীয় দ্রবণটি তড়িৎপ্রবাহের অতি উত্তম পরিবাহক?
Ⓐ অ্যামোনিয়া
Ⓑ অ্যামোনিয়াম অ্যাসিটেট
Ⓒ গ্লুকোজ
Ⓓ অ্যাসিটিক অ্যাসিড
Answer. Ⓑ অ্যামোনিয়াম অ্যাসিটেট
7. প্রথম কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ-এর উন্নয়ন ঘটেছিল?
Ⓐ FORTRAN
Ⓑ BASIC
Ⓒ COBOL
Ⓓ PASCAL
Answer. Ⓐ FORTRAN
8. ইন্দিরা গান্ধি সেন্টার যার অ্যাটমিক রিসার্ট কোথায় অবস্থিত?
Ⓐ হায়দ্রাবাদ
Ⓑ কালপাক্কাম
Ⓒ মুম্বাই
Ⓓ কলকাতা
Answer. Ⓑ কালপাক্কাম
9. কোন জাতীয় উদ্যানটি নাতিশীতোষ্ণ আল্পীয় অরণ্যে অবস্থিত?
Ⓐ মানস জাতীয় উদ্যান
Ⓑ নেওড়াভ্যালি জাতীয় উদ্যান
Ⓒ নামধাপা জাতীয় উদ্যান
Ⓓ ভ্যালি অব ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান
Answer. Ⓓ ভ্যালি অব ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান
10. শংকরলাল গুরু কমিটি কোটির সাথে যুক্ত?
Ⓐ কৃষি বাজারীকরণ
Ⓑ কৃষি উৎপাদন
Ⓒ রেশন বিষয়ক
Ⓓ কোনোটিই নয়
Answer. Ⓐ কৃষি বাজারীকরণ
11. 'RuPay' হল –
Ⓐ আর বি আই এর নতুন মুদ্রা
Ⓑ কার্ড পেমেন্ট নেটওয়ার্ক
Ⓒ ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নাম
Ⓓ কৃষকদের ক্রেডিট কার্ড
Answer. Ⓑ কার্ড পেমেন্ট নেটওয়ার্ক
12. 'সাদা কয়লা' নামে পরিচিত?
Ⓐ পারমাণবিক শক্তি
Ⓑ তাপীয় শক্তি
Ⓒ জল শক্তি
Ⓓ সবধরনের শক্তি
Answer. Ⓒ জল শক্তি
13. ভারত কোন সংস্থার সদস্য নন?
Ⓐ G-15
Ⓑ UNO
Ⓒ ASEAN
Ⓓ কমনওয়েলথ
Answer. Ⓒ ASEAN
14. ভারতে আয়কর-এর প্রচলন করেন?
Ⓐ স্যার চার্লস উড
Ⓑ জেমস উইলসন
Ⓒ লর্ড মেকলে
Ⓓ উইলিয়াম জোনস
Answer. Ⓑ জেমস উইলসন
15. 'দীপম' (DIPAM) নীচের কোটির নতুন নাম?
Ⓐ গ্রামীণ খাদি শিল্প
Ⓑ বিনিয়োগ সংস্থা
Ⓒ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রাথমিক শিক্ষা
Ⓓ শক্তি উৎপাদন
Answer. Ⓑ বিনিয়োগ সংস্থা
16. ভারতের সাংবিধানিক সস্তা করে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ⓐ 9 ডিসেম্বর, 1946
Ⓑ 10 জুন, 1946
Ⓒ 26 নভেম্বর, 1919
Ⓓ 26 ডিসেম্বর, 1949
Answer. Ⓐ 9 ডিসেম্বর, 1946
17. ভারতের সংবিধানে ধারার সংখ্যা হল?
Ⓐ 395
Ⓑ 380
Ⓒ 420
Ⓓ 270
Answer. Ⓐ 395
18. পিপলস আর গ্রুপ' যা হল জর্মীগোষ্ঠী, সেটি যে রাজ্যের সাথে যুক্ত?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ অসম
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ পাঞ্জাব
Answer. Ⓒ অন্ধ্রপ্রদেশ
19. কোন দেশ দ্বিনাগরিকত্বের বৈধতা দেয়?
Ⓐ অস্ট্রেলিয়া
Ⓑ ভারত
Ⓒ কানাডা
Ⓓ আমেরিকা যুক্তরাষ্ট্র
Answer. Ⓓ আমেরিকা যুক্তরাষ্ট্র
20. ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা?
Ⓐ জনগণ
Ⓑ রাষ্ট্রপতি যাঁদের দ্বারা নির্বাচিত হন
Ⓒ সংসদের উভয়কক্ষের সদস্য দ্বারা
Ⓓ বিধান সভার সদস্য দ্বারা
Answer. Ⓒ সংসদের উভয়কক্ষের সদস্য দ্বারা
21. ভারতীয় সংবিধানের 7৪ নং ধারায় নীচের কোন ব্যক্তির কর্তব্য নির্দিষ্ট হয়েছে?
Ⓐ লোকসভার অধ্যক্ষ
Ⓑ রাজ্যসভার চেয়ারম্যান
Ⓒ কম্পট্রোলার এবং অডিটর জেনারেল
Ⓓ প্রধানমন্ত্রী
Answer. Ⓓ প্রধানমন্ত্রী
22. ভারতের কোন অঞ্চলে সুনামি সতর্ককরণ কেন্দ্র (Tsunami Warning Centre) অবস্থিত?
Ⓐ মুম্বই
Ⓑ চেন্নাই
Ⓒ পোর্টব্লেয়ার
Ⓓ হায়দ্রাবাদ
Answer. Ⓓ হায়দ্রাবাদ
23. কৃষি-ক্ষেত্র কোন ফসলের চাষের জন্য সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়?
Ⓐ শুশনি শাক
Ⓑ জোয়ার
Ⓒ আলু
Ⓓ গম
Answer. Ⓑ জোয়ার
24. নীচের কোন রাজ্যটিতে নলকূপের মাধ্যমে সর্বাধিক অঞ্চলে জলসেচ করা হয়?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ বিহার
Ⓒ রাজস্থান
Ⓓ উত্তরপ্রদেশ
Answer. Ⓓ উত্তরপ্রদেশ
25. কালাগড় বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল?
Ⓐ রামগঙ্গা
Ⓑ গঙ্গা
Ⓒ সারদা
Ⓓ যমুনা
Answer. Ⓐ রামগঙ্গা
26. কত সালে ভারতে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল?
Ⓐ 1955 সালে
Ⓑ 1960 সালে
Ⓒ 1965 সালে
Ⓓ 1970 সালে
Answer. Ⓑ 1960 সালে
27. ভারতে সর্বাধিক খনিজ পদার্থে সমৃদ্ধ রাজ্যটি হল—
Ⓐ ওড়িশা
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ রাজস্থান
Ⓓ বিহার
Answer. Ⓒ রাজস্থান
28. উড়ান হল একটি গ্যাসভিত্তিক শক্তি প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ গুজরাট
Ⓒ কর্ণাটক
Ⓓ মহারাষ্ট্র
Answer. Ⓓ মহারাষ্ট্র
29. ‘প্রজেক্ট টাইগার' সরাসরি প্রকল্পটি করে সূচনা হয়েছিল?
Ⓐ 1970 সালে
Ⓑ 1971 সালে
Ⓒ 1972 সালে
Ⓓ 1973 সালে
Answer. Ⓓ 1973 সালে
30. কতবছর অন্তর এশিয়ান গেমসের আয়োজন করা হয়?
Ⓐ 3 বছর
Ⓑ 4 বছর
Ⓒ 5 বছর
Ⓓ 6 বছর
Answer. Ⓑ 4 বছর
31. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?
Ⓐ ডিজেল
Ⓑ চার্লস
Ⓒ ডেভি
Ⓓ কেইলমার
Answer. Ⓓ কেইলমার
32. লোসুং উৎসব কোথায় পালিত হয়?
Ⓐ তিব্বত
Ⓑ সিকিম
Ⓒ অরুণাচল প্রদেশ
Ⓓ কেরল
Answer. Ⓑ সিকিম
33. ‘বনতারা' (Vantara) উদ্যোগটি নীচের কোনটির সাথে সম্পর্কিত?
Ⓐ পশুকল্যাণ
Ⓑ পরিবেশগত সুরক্ষা
Ⓒ জলবায়ু পরিবর্তন
Ⓓ ঐতিহাসিক সৌধ
Answer. Ⓐ পশুকল্যাণ
34. কোন রাজ্য দ্বিতীয়বারের জন্য রাজ্যস্তরে শহরি সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করেন?
Ⓐ কোহিমা
Ⓑ শিলং
Ⓒ গ্যাংটক
Ⓓ আগরতলা
Answer. Ⓓ আগরতলা
35. 2024 সালে গ্লোবাল ইনটেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের ক্রম হল?
Ⓐ 42 তম
Ⓑ 44 তম
Ⓒ 45 তম
Ⓓ 46 তম
Answer. Ⓐ 42 তম
36. সুনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
Ⓐ বিহার
Ⓑ ওড়িশা
Ⓒ তামিলনাড়ু
Ⓓ কেরল
Answer. Ⓑ ওড়িশা
37. সেন্টার ফর এক্সেলেন্স ইন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট টেস্টিং স্পোর্টসপার্সন (CoE-NSTS)-এ উদ্বোধন কোথায় করা হয়েছে?
Ⓐ নিউ দিল্লি
Ⓑ জয়পুর
Ⓒ ভোপাল
Ⓓ গান্ধিনগর
Answer. Ⓓ গান্ধিনগর
38. মাধুবাবু পেনশন যোজনা কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
Ⓐ হরিয়ানা
Ⓑ বিহার
Ⓒ মিজোরাম
Ⓓ ওড়িশা
Answer. Ⓓ ওড়িশা
39. আলেকজান্ডার স্টার কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন?
Ⓐ ফিনল্যান্ড
Ⓑ পোল্যান্ড
Ⓒ রোমানিয়া
Ⓓ ইটালি
Answer. Ⓐ ফিনল্যান্ড
40. কোন বিখ্যাত ব্যক্তি গান্ধিজির ডান্ডি যাত্রাকে, রামের লঙ্কা অভিযানের সাথে তুলনা করেছিলেন?
Ⓐ মোতিলাল নেহর
Ⓑ চিত্তরঞ্জন দাশ
Ⓒ রজনীপাম দত্ত
Ⓓ সরোজিনী নাইডু
Answer. Ⓐ মোতিলাল নেহর
41. 1907 সালে কোথায় মাদাম ভিকাজি কামা ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন?
Ⓐ বার্লিন
Ⓑ সিঙ্গাপুর
Ⓒ ভিয়েনা
Ⓓ স্টুটগার্ট
Answer. Ⓓ স্টুটগার্ট
42. আচার্য নারায়ণ দেব, জয়প্রকাশ নারায়ণ, মিনু মাসানি কোন দলের বিশিষ্ট নেতা ছিলেন?
Ⓐ কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টি
Ⓑ গদর দল
Ⓒ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি
Ⓓ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া
Answer. Ⓒ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি
43. মিরকাশিম তার রাজধানী মুরশিদাবাদ থেকে কোথায় স্থানান্তর করেছিলেন?
Ⓐ সাতারা
Ⓑ অযোধ্যা
Ⓒ মুঙ্গের
Ⓓ কলকাতা
Answer. Ⓒ মুঙ্গের
44. ‘বিজয়’ নীচের কোন কৃষিজ পণ্যের উচ্চফলনশীল বীজ হিসেবে গণ্য হয়েছে?
Ⓐ ভুট্টা
Ⓑ ধান
Ⓒ গম
Ⓓ ডাল
Answer. Ⓐ ভুট্টা
45. দা ইন্ডিয়ান ইনন্সটিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত?
Ⓐ জবলপুর
Ⓑ ভোপাল
Ⓒ যোধপুর
Ⓓ দেরাদুন
Answer. Ⓑ ভোপাল
46. লর্ড পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ. ভি. আলেকজান্ডার নীচের কোনটির সদস্য ছিলেন।
Ⓐ ক্রিপস মিশন
Ⓑ সাইমন কমিশন
Ⓒ ক্যাবিনেট মিশন
Ⓓ র্যালে কমিশন
Answer. Ⓒ ক্যাবিনেট মিশন
47. ‘গান্ধি অ্যান্ড অ্যানার্কি' গ্রন্থটির রচয়িতা হলেন?
Ⓐ রমেশচন্দ্র মজুমদার
Ⓑ ফিরোজ শাহমেহতা
Ⓒ সি. শংকরন নায়ার
Ⓓ জর্জ ইউ
Answer. Ⓒ সি. শংকরন নায়ার
48. সুরাট ভাঙনের সময় 1907 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
Ⓐ রাসবিহারী ঘোষ
Ⓑ চিত্তরঞ্জন দাশ
Ⓒ রাসবিহারী বসু
Ⓓ মোতিলাল নেহরু
Answer. Ⓐ রাসবিহারী ঘোষ
49. সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব কোন ব্রিটিশ শাসন আইনে প্রণয়ন করা হয়?
Ⓐ মলে-মিন্টো আইন, 1909
Ⓑ মন্টেগু-চেমসফোর্ড আইন, 1919
Ⓒ ভারত শাসন আইন, 1935
Ⓓ ভারত শাসন আইন, 1833
Answer. Ⓐ মলে-মিন্টো আইন, 1909
50. পাঞ্জাব-এর কুকা বিদ্রোহের নেতা ছিলেন—
Ⓐ ভগৎ জওহর মাল
Ⓑ অজিত সিং
Ⓒ বলবত সিং
Ⓓ রাম সিং
Answer. Ⓐ ভগৎ জওহর মাল
👇 RRB NTPC General Awareness
- Part-1 MCQ Practice
- Part-3 MCQ Practice
- Part-4 MCQ Practice
- Part-5 MCQ Practice
- Part-6 MCQ Practice