RRB NTPC MCQ QUESTIONS AND ANSWERS
RRB NTPC-এর General Awareness Syllabus
- জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স)
- গেমস এবং স্পোর্টস
- ভারতের শিল্প ও সংস্কৃতি
- ভারতীয় সাহিত্য
- ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান
- সাধারণ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান (10 তম সিবিএসই পর্যন্ত)
- ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম
- ভারত ও বিশ্বের ভৌত, সামাজিক ও অর্থনৈতিক ভূগোল
- ভারতীয় রাজনীতি ও শাসন-সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা
- ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন
- জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা
- বৃহত্তর ভারত এবং বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা
- কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মৌলিক বিষয়
- সাধারণ সংক্ষেপণ
- ভারতে পরিবহন ব্যবস্থা
- ভারতীয় অর্থনীতি
- ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব
- ফ্ল্যাগশিপ সরকারী প্রোগ্রাম
- ভারতের উদ্ভিদ ও প্রাণীজগত
- ভারতের গুরুত্বপূর্ণ সরকারী ও পাবলিক সেক্টর সংস্থা
- বর্তমান জি.কে
👇 RRB NTPC General Awareness
- Part-2 MCQ Practice
- Part-3 MCQ Practice
- Part-4 MCQ Practice
- Part-5 MCQ Practice
- Part-6 MCQ Practice
1. আসিয়ান-ইন্ডিয়া ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট (AITIGA) কোন দেশ এর তৃতীয় মিটিং-এর আয়োজন করেছিলেন?
Ⓐ ভারত
Ⓑ মালয়েশিয়া
Ⓒ ইন্দোনেশিয়া
Ⓓ মায়ানমার
Ans. Ⓐ ভারত
2. ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর নুতন বিপনন দূত কে নির্বাচিত হয়েছিলেন?
Ⓐ নীরজ চোপড়া
Ⓑ যোগীন্দর শর্মা
Ⓒ নরেন্দ্র কুমার যাদব
Ⓓ নরেন্দ্র মোদী
Ans. Ⓓ নরেন্দ্র মোদী
3. ‘কুসকুটা ডোদ্দার' (Cuscuta dodder) হল?
Ⓐ মাকড়সা
Ⓑ ক্ষতিকারক আগাছা
Ⓒ ভাইরাস
Ⓓ মাছ
Ans. Ⓑ ক্ষতিকারক আগাছা
4. সেবাস্টিয়ান পিনেরা কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন, তিনি কোন দেশের ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন?
Ⓐ পেরু
Ⓑ চিলি
Ⓒ ব্রাজিল
Ⓓ আর্জেন্টিনা
Ans. Ⓑ চিলি
5. কোথায় সপ্তম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স' অনুষ্ঠিত হয়েছিল?
Ⓐ রাশিয়া
Ⓑ নিউজিল্যান্ড
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ ফ্রান্স
Ans. Ⓒ অস্ট্রেলিয়া
6. পোনমুদি পাহাড় নীচের কোন রাজ্যে অবস্থিত?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ কেরল
Ⓒ তামিলনাড়ু
Ⓓ গুজরাট
Ans. Ⓑ কেরল
7. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে পালিত হয়?
Ⓐ 20 ফেব্রুয়ারি
Ⓑ 21 ফেব্রুয়ারি
Ⓒ 22 ফেব্রুয়ারি
Ⓓ 23 ফেব্রুয়ারি
Ans. Ⓑ 21 ফেব্রুয়ারি
8. কোথায় মেরিটাইম টেকনিক্যাল এক্সপোজিশন (MTEX 24) এর উদ্বোধন করা হয়েছে?
Ⓐ বিশাখাপত্তনম
Ⓑ কোচি
Ⓒ চেন্নাই
Ⓓ গোয়া
Ans. Ⓐ বিশাখাপত্তনম
9. কৃষ্ণরাজাসাগর জলাধার কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ কৰ্ণাটক
Ⓒ তামিলনাড়ু
Ⓓ ওড়িশা
Ans. Ⓑ কৰ্ণাটক
10. নির্বাচন কমিশন ভারতে 'মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে শিবিরটি কোন মন্ত্রকের সহায়তায় শুরু হয়েছে?
Ⓐ শিক্ষা মন্ত্রক
Ⓑ শ্রম মন্ত্রক
Ⓒ প্রতিরক্ষা মন্ত্রক
Ⓓ স্বরাষ্ট্র মন্ত্রক
Ans. Ⓐ শিক্ষা মন্ত্রক
11. কুলশেখর পত্তিনাম মহাকাশ উৎক্ষেপন হাল কোন রাজ্যে অবস্থিত?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ কৰ্ণাটক
Ⓒ গুজরাট
Ⓓ তামিলনাড়ু
Ans. Ⓓ তামিলনাড়ু
12. অ্যাটলাস পর্বত কোন মহাদেশে অবস্থিত?
Ⓐ ওশিয়ানিয়া
Ⓑ আফ্রিকা
Ⓒ এশিয়া
Ⓓ আন্টার্কটিকা
Ans. Ⓑ আফ্রিকা
13. হাফলং হ্রদ কোথায় অবস্থিত?
Ⓐ ওড়িশা
Ⓑ গুজরাট
Ⓒ অসম
Ⓓ মণিপুর
Ans. Ⓒ অসম
14. নাইনটি ইস্ট রিজং কোথায় অবস্থিত?
Ⓐ প্রশান্ত মহাসাগর
Ⓑ ভারত মহাসাগর
Ⓒ আটলান্টিক মহাসাগর
Ⓓ কুমেরু মহাসাগর
Ans. Ⓑ ভারত মহাসাগর
15. ফকল্যান্ড স্রোত-এর অপর নাম হল–
Ⓐ বেঙ্গুয়েলা স্রোত
Ⓑ অ্যান্টিলেস স্রোত
Ⓒ ল্যাব্রাডর স্রোত
Ⓓ মালভিনাস স্রোত
Ans. Ⓓ মালভিনাস স্রোত
16. ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ⓐ প্যারিস
Ⓑ রোম
Ⓒ বুদাপেস্ট
Ⓓ ভিয়েনা
Ans. Ⓑ রোম
17. নিম্নলিখিত কোন খাদ্য উপাদানে পুষ্টি উপাদান হিসেবে কোবাল্ট পাওয়া যায়?
Ⓐ সবুজ সব্জী
Ⓑ দানা জাতীয় শস্য
Ⓒ ডাল জাতীয় শস্য
Ⓓ ফল
Ans. Ⓐ সবুজ সব্জী
18. গ্রিন হাউস গ্যাস'-এর ধারণাটি কার সাথে সম্পর্কিত?
Ⓐ ডেভিড ওয়ালেস
Ⓑ হেনরি হাডসন
Ⓒ যোশেফ ফুরিয়ার
Ⓓ জন শ্যাভট
Ans. Ⓒ যোশেফ ফুরিয়ার
19. ভারতবর্ষের কোন রাজ্যটি অবদেশীয় মৎসচাষে সর্বোচ্চ স্থান অধিকার করে?
Ⓐ গুজরাট
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ ওড়িশা
Ans. Ⓑ অন্ধ্রপ্রদেশ
20. ব্যাংকিং ক্ষেত্রে RTGS পুরো কথা কী?
Ⓐ Real Time Gross Settlement
Ⓑ Real Time Great Settlement
Ⓒ Reserve Time Gross Settlement
Ⓓ Reserve Time Great Settlement
Ans. Ⓐ Real Time Gross Settlement
21. ভারতে স্পেশাল ইকোনমিক জোন (SEZ)-এর নীতি ঘোষিত হয়েছিল?
Ⓐ এপ্রিল, 2000
Ⓑ এপ্রিল, 2002
Ⓒ এপ্রিল, 2003
Ⓓ এপ্রিল, 2005
Ans. Ⓐ এপ্রিল, 2000
22. বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইন্সটিটিউট ফর হরটিকালচারাল রিসার্চ করে প্রতিষ্ঠিত হয়েছিল।
Ⓐ 1965 সালে
Ⓑ 1966 সালে
Ⓒ 1967 সালে
Ⓓ 1968 সালে
Ans. Ⓒ 1967 সালে
23. কোন সংবিধান সংশোধনীতে ভোটের বয়স 21 থেকে 18 বছর বয়সে কমিয়ে আনা হয়েছে?
Ⓐ 56 তম সংবিধান সংশোধন
Ⓑ 58 নং সংবিধান সংশোধন
Ⓒ 61 তম সংবিধান সংশোধন
Ⓓ 68 নং সংবিধান সংশোধন
Ans. Ⓒ 61 তম সংবিধান সংশোধন
24. সুপ্রিম কোর্টের পরামর্শদান ক্ষেত্র কততম ‘ধারার অন্তর্গত'?
Ⓐ 141 নং
Ⓑ 142 নং
Ⓒ 143 নং
Ⓓ 144 নং
Ans. Ⓒ 143 নং
25. 1964 সালে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন করে সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ⓐ পিনাকী ঘোষ
Ⓑ পঙ্কজ ত্রিপাঠী
Ⓒ এস. ভাটনগর
Ⓓ কে. শান্তানাম
Ans. Ⓓ কে. শান্তানাম
26. কোনো দ্রবণের pH শূন্যের সাথে সমান, সেটি হল?
Ⓐ উচ্চমাত্রার ক্ষারকীয় দ্রবণ
Ⓑ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
Ⓒ উচ্চমাত্রার আম্লিক দ্রবণ
Ⓓ উচ্চ তাপমাত্রার জলীয় দ্রবণ
Ans. Ⓒ উচ্চমাত্রার আম্লিক দ্রবণ
27. টেলিকমিউনিকেশনের তরঙ্গ হল?
Ⓐ আলট্রাভায়োলেট তরঙ্গ
Ⓑ আলফা তরঙ্গ
Ⓒ ইনফ্রারেড তরঙ্গ
Ⓓ এক্স তরঙ্গ
Ans. Ⓒ ইনফ্রারেড তরঙ্গ
28. সালফিউরিক অ্যাসিড কী নামে পরিচিত ছিল?
Ⓐ অ্যাকোয়া রিজিয়া
Ⓑ ব্লু ভিট্রিয়ল
Ⓒ অয়েল অব্ ভিট্রিয়ল
Ⓓ কোনোটিই নয়
Ans. Ⓒ অয়েল অব্ ভিট্রিয়ল
29. 'পেনিসেটায় গ্লুউকাম' নীচের কোনটির বিজ্ঞানসম্মত নাম?
Ⓐ বাজরা
Ⓑ ভুট্টা
Ⓒ রাগি
Ⓓ জোয়ার
Ans. Ⓐ বাজরা
30. ভিরু সাইখোয়া ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?
Ⓐ সিকিম
Ⓑ অরুনাচল প্রদেশ
Ⓒ অসম
Ⓓ নাগাল্যান্ড
Ans. Ⓒ অসম
31. তেলভিদির ন্যাশানাল পার্ক বিখ্যাত কোন প্রজাতির প্রাণীর জন্য?
Ⓐ কৃষ্ণসার হরিণ
Ⓑ বারাশি
Ⓒ চিতল হরিণ
Ⓓ গৌর
Ans. Ⓐ কৃষ্ণসার হরিণ
32. 2023 সালের বিজয় হাজারে ট্রফি কে জিতেছিলেন?
Ⓐ গুজরাট
Ⓑ হরিয়ানা
Ⓒ তেলেঙ্গানা
Ⓓ মহারাষ্ট্র
Ans. Ⓑ হরিয়ানা
33. জলাভূমিতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয়?
Ⓐ এপিফাইট
Ⓑ জেরোফাইট
Ⓒ মেসোফাইট
Ⓓ হ্যালোফাইট
Ans. Ⓓ হ্যালোফাইট
34. হটম্পটের ধারণা কে দিয়েছিলেন?
Ⓐ হেকেল
Ⓑ নরম্যান মায়ার্স
Ⓒ উইলসন
Ⓓ এডওয়ার্ড অ্যাবি
Ans. Ⓑ নরম্যান মায়ার্স
35. পালকোন্ডা পাহাড় শ্রেণি কোথায় অবস্থিত?
Ⓐ পূর্বঘাট পর্বত
Ⓑ বিন্ধ্য পর্বতশ্রেণি
Ⓒ পশ্চিমঘাট পর্ব
Ⓓ সাতপুরা পর্বত
Ans. Ⓒ পশ্চিমঘাট পর্ব
36. কোন মহাসাগরটির আকার ত্রিভুজের মতো?
Ⓐ আটলান্টিক মহাসাগর
Ⓑ ভারত মহাসাগর
Ⓒ প্রশান্ত মহাসাগর
Ⓓ আর্কটিক মহাসাগর
Ans. Ⓑ ভারত মহাসাগর
37. ভারতের তরলীকৃত অর্থ ভাণ্ডার-এর নিয়ন্ত্রক হল—
Ⓐ RBI
Ⓑ SIDBI
Ⓒ SEBI
Ⓓ FICCI
Ans. Ⓒ SEBI
38. রানি এলিজাবেথ যখন ইংল্যান্ডের সিংহাসনে বসেন তখন ভারতের মুঘল সম্রাট ছিলেন?
Ⓐ শাহজাহান
Ⓑ আকবর
Ⓒ হুমায়ুন
Ⓓ বাবর
Ans. Ⓑ আকবর
39. কোন সাম্রাজ্যের রাজসভায় রাজশেখর কর্পূরম গুদরীর রচয়িতা ছিলেন নির্দিষ্ট সভাকবিদের অন্যতম?
Ⓐ রাষ্ট্রকূট
Ⓑ সেন
Ⓒ প্রতিহার
Ⓓ পাল
Ans. Ⓒ প্রতিহার
40. জাতীয় ভোটাধিকার দিবস কবে পালিত হয়?
Ⓐ 24 জানুয়ারি
Ⓑ 25 জানুয়ারি
Ⓒ 26 জানুয়ারি
Ⓓ 27 জানুয়ারি
Ans. Ⓑ 25 জানুয়ারি
41. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন তার কোন ক্ষমতার অন্তর্ভুক্ত?
Ⓐ শাসন ক্ষমতা সংক্রান্ত
Ⓑ আইন সংক্রান্ত ক্ষমতা
Ⓒ অর্থসংক্রান্ত ক্ষমতা
Ⓓ বিচার বিষয়ক ক্ষমতা
Ans. Ⓓ বিচার বিষয়ক ক্ষমতা
42. ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল?
Ⓐ বলবন্ত রাই মেহতা কমিটি
Ⓑ অশোক মেহতা কমিটি
Ⓒ ভি. শান্তারাম কমিটি
Ⓓ সারকারিয়া কমিটি
Ans. Ⓐ বলবন্ত রাই মেহতা কমিটি
43. জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস কবে পালিত হয়?
Ⓐ 21 এপ্রিল
Ⓑ 22 এপ্রিল
Ⓒ 23 এপ্রিল
Ⓓ 24 এপ্রিল
Ans. Ⓓ 24 এপ্রিল
44. আজমের-এর নিকটবর্তী অঞ্চলে সংঘটিত দেওরাই-এর যুদ্ধ, যা ঔরঙ্গজেব এবং দারা শিকোহ-এর মধ্যে কত খ্রিস্টাব্দে ঘটেছিল?
Ⓐ 1649 খ্রিস্টাব্দে
Ⓑ 1659 খ্রিস্টাব্দে
Ⓒ 1669 খ্রিস্টাব্দে
Ⓓ 1679 খ্রিস্টাব্দে
Ans. Ⓑ 1659 খ্রিস্টাব্দে
45. কোন আইন দ্বারা ভারতে দাস প্রথাকে 1843 খ্রিস্টাব্দে বেআইনি বলে অভিহিত করা হয়েছিল?
Ⓐ ইন্ডিয়া অ্যাক্ট থ্রি
Ⓑ ইন্ডিয়া অ্যাক্ট সেভেন
Ⓒ ইন্ডিয়া অ্যাক্ট ফাইভ
Ⓓ ইন্ডিয়া অ্যাক্ট নাইন
Ans. Ⓒ ইন্ডিয়া অ্যাক্ট ফাইভ
46. যুগান্তর দলের নেতা ছিলেন?
Ⓐ রাসবিহারী বসু
Ⓑ যতীন্দ্রনাথ মুখার্জী
Ⓒ শচীন্দ্রনাথ সান্যাল
Ⓓ সুভাষচন্দ্র বসু
Ans. Ⓑ যতীন্দ্রনাথ মুখার্জী
47. লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটির সূচনা করেছিলেন—
Ⓐ শ্যামজি কৃষ্ণবর্ষা
Ⓑ অ্যানি বেসান্ত
Ⓒ এম. কে. গান্ধি
Ⓓ বি.জি. তিলক
Ans. Ⓐ শ্যামজি কৃষ্ণবর্ষা
48. 1906 সালে কোথায় মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়েছিলেন?
Ⓐ কলকাতা
Ⓑ দিল্লি
Ⓒ লাহোর
Ⓓ ঢাকা
Ans. Ⓓ ঢাকা
49. পুণ্ড্রবর্ধন ভুক্তি কোথায় অবস্থিত ছিল?
Ⓐ ওড়িশা
Ⓑ বিহার
Ⓒ উত্তরবঙ্গ
Ⓓ অসম
Ans. Ⓒ উত্তরবঙ্গ
50. 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে মোট মহাজন পদ অবস্থিত ছিল?
Ⓐ 6 টি
Ⓑ 10 টি
Ⓒ 14 টি
Ⓓ 16টি
Ans. Ⓓ 16টি