91.“কথায় পঞ্চম স্বর শিখিবার আকো। ঝাঁকে ঝাঁকে কোকিল কোকিলা চারিপাশে।”-উদ্ধৃত কাব্যাংশটি যে অলংকারের দৃষ্টান্ত সেটি হল―
Ⓐ রূপকাতিশয়োক্তি
Ⓑ ‘সম্বন্ধে অসম্বন্ধ' অতিশয়োক্তি
Ⓒ ‘অসম্বন্ধে সম্বন্ধ' অতিশয়োক্তি
Ⓓ ‘অভেদ ভেদ’ অতিশয়োক্তি
92. চারজন আলংকারিকের নাম ও তাঁদের মন্তব্য নীচের দুটি তালিকায় উদ্ধৃত হল। উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে শুদ্ধ উত্তরটি নির্দেশ করুন?
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
(a) ভামহ | (i) বক্রোক্তি হচ্ছে ‘বৈদগ্ধ্যভঙ্গীভনিতি' |
(b) ভোজ | (ii) ব্যঙ্গার্থই হল কাব্যার্থ |
(c) আনন্দবর্ধন | (iii) রস রসিকের মধ্যে শব্দ প্রমাণের দ্বারা সৃষ্ট হয় |
(d) কুন্তকাচার্য | (iv) শব্দার্থো সহিতৌ কাব্যম |
সংকেত : a b c d
Ⓐ iv i iii ii
Ⓑ iii ii i iv
Ⓒ iv iii ii i
Ⓓ ii iv iii i
93. পাঠ্য গল্পগুলি অবলম্বনে কয়েকটি শুদ্ধ-অশুদ্ধ মন্তব্য দেওয়া হল। তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করুন।
(i) নরেন্দ্রনাথ মিত্রের 'চোর' গল্পটি প্রকাশিত হয়েছিল 'বসুমতী' পত্রিকায় ১৩৫৫ বঙ্গাব্দে।
(ii) বিমল করের ‘ইদুর' গল্পটির প্রকাশকাল ১৯৫৩, ‘উত্তরসূরী’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
(iii) ‘নিশিকান্ত ঠাউরের চণ্ডীপাঠের নমুনা আজ দেইখা আসলাম দমদমায়।'- বলেছিল মন্মথ সন্তোষ কুমার
ঘোষের ‘দ্বিজ’ গল্পে।
(iv) ‘গরম ভাতের সামনে বসে ব্রজকে নিজের মানুষের মত মনে হল' অংশটি সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম
ভাত ও নিছক ভূতের গল্প' -এ আছে।
সংকেত:
Ⓐ (i) অশুদ্ধ , (ii) অশুদ্ধ , (iii) শুদ্ধ , (iv) অশুদ্ধ
Ⓑ (i) শুদ্ধ , (ii) অশুদ্ধ , (iii) শুদ্ধ , (iv) অশুদ্ধ
Ⓒ (i) অশুদ্ধ , (ii) শুদ্ধ , (iii) শুদ্ধ , (iv) শুদ্ধ
Ⓓ (i) শুদ্ধ , (ii) শুদ্ধ , (iii) শুদ্ধ , (iv) অশুদ্ধ
94. দুটি তালিকায় বৈষ্ণবপদাবলির চারজন কবির নাম ও পদের অংশবিশেষ প্রদত্ত হল উভয় তালিকার সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করুন?
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
(a) চণ্ডীদাস | (i) কোকিল ময়ুর কান্দে যত মৃগ পলু |
(b) জ্ঞানদাস | (ii) যাঁহা যাঁহা অরুণ - চরণ চল চলই |
(c) গোবিন্দদাস | (iii) জল বিন্দু মীন যেন কব না জীয়ে |
(d) বলরামদাস | (iv) ঘরের যতেক সবে করে কানাকানি |
সংকেত : a b c d
Ⓐ iv i iii ii
Ⓑ iii iv ii i
Ⓒ iv iii ii i
Ⓓ ii iv iii i
95. ‘সুখ না দুঃখ’ প্রবন্ধটির প্রকাশকাল?
Ⓐ মাঘ, ১২৮৯
Ⓑ ফাল্গুন, ১৩০০
Ⓒ ভাদ্র, ১৩০০
Ⓓ অগ্রহায়ণ, ১৩০৫
96. “না করে উদর যেই তোমায় গ্রহণ বৃথাই জীবন তার বৃথাই জীবন”- কোন কবিতার লাইন?
Ⓐ তপসে মাছ
Ⓑ আনারস
Ⓒ পিঠাপুলি
Ⓓ পাটা
97. হুমরা যখন মহুয়ার হাতে বিষ ছুরি দিয়ে নদের চাঁদকে মারতে বলে তখন নদের চাঁদ কোথায় শুয়ে ছিল?
Ⓐ আম গাছের তলায়
Ⓑ বট গাছের তলায়
Ⓒ কাঁঠাল গাছের তলায়
Ⓓ হিজল গাছের তলায়
98. ‘জীবনানন্দ দাশের স্মরণে' প্রবন্ধ অনুসারে জীবনানন্দের উপমাহীন কবিতা হল―
Ⓐ রাত্রি
Ⓑ আকাশ সীমা
Ⓒ হায় চিল
Ⓓ হাওয়ার রাত
99. রাম আওতার যেদিন কাশি পৌঁছান সেদিন যে তিথি ছিল?
Ⓐ দোল পূর্ণিমা
Ⓑ বৈশাখী পূর্ণিমা
Ⓒ মাঘী পূর্ণিমা
Ⓓ বুদ্ধ পূর্ণিমা
100. “অসীম নীরদ নয় ওই গিরি হিমালয়” কোন অলঙ্কার?
Ⓐ ব্যতিরেক
Ⓑ অপহ্নুতি
Ⓒ রূপক
Ⓓ নিশ্চয়
101. আর্য ভাষার শেষ স্তরের নাম কী?
Ⓐ অবহট্ঠ
Ⓑ অপভ্রংশ
Ⓒ প্ৰাকৃত
Ⓓ অর্ধমাগধী
102. “তুঙ্গ ভদ্রার তীরে” উপন্যাসে মণিকঙ্কনার মায়ের নাম?
Ⓐ শান্তি দেবী
Ⓑ রুক্মিণী দেবী
Ⓒ চম্পা দেবী
Ⓓ মন্দোদরী
103. 'গুণীভূত ব্যঙ্গ' শব্দটি ব্যবহার করেছেন?
Ⓐ মম্মট ভট্ট
Ⓑ কুন্তক
Ⓒ আনন্দ বর্ধন
Ⓓ অভিনব গুপ্ত
104.'আমি' শব্দের প্রাচীন বাংলায় রূপ ছিল?
Ⓐ আহ্মি
Ⓑ অহম
Ⓒ অস্মাভি
Ⓓ অহকম
105. আর্য ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায়?
Ⓐ ঋগ্বেদে
Ⓑ বিষ্ণু পুরাণে
Ⓒ অষ্টাধ্যায়ীতে
Ⓓ ঋগ্বেদের সংহিতা অংশে
106. ‘আখর’শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Ⓐ ক্ষতিপূরক দীর্ঘীভবন
Ⓑ ব্যঞ্জনসঙ্গতি
Ⓒ স্বরসঙ্গতি
Ⓓ স্বরভক্তি
107. 'হস্তী' এই শব্দটিতে ঘটেছে―
Ⓐ অর্থোন্নতি
Ⓑ অর্থ-সংকোচ
Ⓒ অর্থাবনতি
Ⓓ অর্থ-সংশ্লেষ
108. “সৌন্দর্যমলংকারঃ”- উক্তিটি করেছেন?
Ⓐ বামন
Ⓑ কুন্তক
Ⓒ ভরত
Ⓓ অভিনব গুপ্ত
109. ট্র্যাজেডির কালসীমা অ্যারিস্টটলের মতে―
Ⓐ সূর্যের এক আবর্তন
Ⓑ সূর্যের দুই আবর্তন
Ⓒ পৃথিবীর এক আবর্তন
Ⓓ সূর্যের অর্ধেক আবর্তন
110. ‘এড়ন্ড’ থেকে ‘রেড়ি’ কোন ধ্বনি পরিবর্তনের নিদর্শন?
Ⓐ আদি স্বরলোপ
Ⓑ সমীভবন
Ⓒ অন্ত্য স্বরলোপ
Ⓓ কোনোটিই নয়
111. ‘নাতসী” শব্দের উৎস কোন ভাষা?
Ⓐ ইংরেজি
Ⓑ ফ্রেঞ্চ
Ⓒ চীনা
Ⓓ জার্মান
112. ‘শ’-র জায়গায় 'স' ব্যবহার কোন ভাষা স্তরের বৈশিষ্ট্য?
Ⓐ প্রাচীন ভারতীয়
Ⓑ মধ্য ভারতীয়
Ⓒ প্রাচীন বাংলা
Ⓓ মধ্য বাংলা
113. 'ছেলে' শব্দটির প্রধান উৎস কী?
Ⓐ শাবক
Ⓑ ছাওয়াল
Ⓒ ছায়ালিয়া
Ⓓ ছা
114. শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো?
মন্তব্য: ভবদি থেকে ভোদি মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন।
যুক্তি: এক্ষেত্রে ‘ত’ ধ্বনিতে ‘দ’ ধ্বনিতে পরিবর্তন হওয়ার ফলে এই পরিবর্তন ঘটেছে।
সংকেত: Ⓐ মন্তব্য ও যুক্তি দুই-ই শুদ্ধ
Ⓑ মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
Ⓒ মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
Ⓓ মন্তব্য ও যুক্তি দুই-ই অশুদ্ধ
115. “যাহাকে মন দিব, সেও যেন এমনি সতী, এমনি সাধ্বী হয়”―
শ্রীকান্ত এখানে সতী, সাধ্বী নারী কার কথা বুঝিয়েছে?
Ⓐ রাজলক্ষ্মী
Ⓑ পিসিমা
Ⓒ অন্নদাদিদি
Ⓓ নিরুদিদি
116. শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো?
মন্তব্য: ফুলবানু গফুরকে তালাক দিয়েছিল।
যুক্তি: খেতে পরতে কষ্ট দেয়, মারধোর করে তায়।
সংকেত: Ⓐ মন্তব্য ও যুক্তি দুই-ই শুদ্ধ
Ⓑ মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
Ⓒ মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
Ⓓ মন্তব্য ও যুক্তি দুই-ই অশুদ্ধ
117. গৌরিশঙ্কর হৈমন্তিকে কী বলে ডাকে?
Ⓐ হৈম
Ⓑ শিশির
Ⓒ হৈমন্তি
Ⓓ বুড়ি
118. কালীপ্রসন্ন সিংহের ‘হুতুম প্যাঁচার নকশা” -তে ‘কলিকাতার বারোয়ারি পূজা' রচনা অংশে চকবাজারের বাবু প্যালানাথ ১২১৯ বঙ্গাব্দে সারবরন সাহেবের নিকট কত মাস ইংরেজি লেখাপড়া শিখেছিলেন?
Ⓐ দুই মাস
Ⓑ তিন মাস
Ⓒ চার মাস
Ⓓ পাঁচ মাস
119. কাশীরাম দাস মহাভারতের আদি পর্ব রচনা করেন কত খ্রিস্টাব্দে?
Ⓐ ১৬০৮ খ্রিস্টাব্দে
Ⓑ ১৬১১ খ্রিস্টাব্দে
Ⓒ ১৬৩৬ খ্রিস্টাব্দে
Ⓓ ১৬৫০ খ্রিস্টাব্দে
120. জ্যোতিরিন্দ্র নন্দীর ‘সমুদ্র' গল্পে মামার বয়স কত?
Ⓐ 44 বছর
Ⓑ 47 বছর
Ⓒ 52 বছর
Ⓓ 59 বছর
121. প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কয়টি বচন ছিল?
Ⓐ দুটি
Ⓑ তিনটি
Ⓒ চারটি
Ⓓ পাঁচটি
122. লক্ষিন্দরকে প্রথম যে সাপ দংশন করতে চায়―
Ⓐ অষ্টনাগ
Ⓑ কালীয় নাগ
Ⓒ তক্ষক
Ⓓ চন্দ্ৰনাগ
123. চর্যাপদে বাংলা ভাষার পাশাপাশি কোন ভাষার অপভ্রংশের প্রভাব লক্ষ্য করা যায়?
Ⓐ মাগধী অপভ্রংশ
Ⓑ শৌরসেনী অপভ্রংশ
Ⓒ মহারাষ্ট্রী অপভ্রংশ
Ⓓ অর্ধমাগধী অপভ্রংশ
124. ‘টিউশনি' কী ধরনের শব্দ?
Ⓐ ইংরেজি
Ⓑ মিশ্র
Ⓒ দেশি
Ⓓ বিদেশি
125. শুদ্ধ ও অশুদ্ধ বিচার করো :
মন্তব্য: ছয়/সাত বছরের বালক জলে ভাসিতেছিল।
যুক্তি: সে ওলাওঠা রোগে তিন-চার ঘন্টা আগে মারা গেছে।
সংকেত:
Ⓐ মন্তব্য ও যুক্তি উভয়ই শুদ্ধ
Ⓑ মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
Ⓒ মন্তব্য ও যুক্তি উভয়ই অশুদ্ধ
Ⓓ মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
126. অচলায়তনের উত্তর দিকটায় কোন দেবীর অবস্থান?
Ⓐ মহাময়ূরী দেবী
Ⓑ ষষ্ঠী দেবী
Ⓒ একজটা দেবী
Ⓓ নাগদেবী
127. রাম-লক্ষণের মন্ত্রগুরুর নাম?
Ⓐ শুক্রমুনি
Ⓑ দক্ষমুনি
Ⓒ বিশ্বামিত্র মুনি
Ⓓ ঋষি শৃঙ্গমুনি
128. ‘সাহিত্যের রাজপুত্র' কাকে বলা হয়?
Ⓐ বিমল কর
Ⓑ সমর সেন
Ⓒ সমরেশ বসু
Ⓓ সুবোধ ঘোষ
129. বঙ্গদর্শন পত্রিকার কতগুলি সংখ্যা বঙ্কিমচন্দ্র সম্পাদনা করেন?
Ⓐ ৪৮টি
Ⓑ ৫৪টি
Ⓒ ৫৮টি
Ⓓ ৮৪টি
130. ‘সাজাহান’ নাটকের অনৈতিহাসিক চরিত্র কোনটি?
Ⓐ মোহাম্মদ
Ⓑ নাদিরা
Ⓒ মহামায়া
Ⓓ পিয়ারা
131. ‘গোঘ্ন’ গল্পে গোঘ্ন আসলে কে?
Ⓐ দিল জান
Ⓑ পিরিমল
Ⓒ বদর হাজী
Ⓓ দোলাই
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-2
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-1
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-4
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-5