প্রস্তর যুগ ও প্রাক্ হরপ্পা | Stone Age-Prehistoric Period | Prehistory Multiple choice questions

Stone Age Prehistoric Period | Classification of Pre-Historic | Indian Civilization MCQ

প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা [Civilization of Pre-Historic Age] : মানব জাতির ইতিহাস বহু প্রাচীন। সভ্যতার ঊষালগ্নে যখন কোনো লিখিত বিবরণের অস্তিত্ব ছিল না। শুধুমাত্র মানুষের ব্যবহৃত যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র অভিহিত করা হয়ে থাকে। যেহেতু আলোচ্য সময় পর্বের মানুষ আত্মরক্ষার্থে কিংবা নিজস্ব প্রয়োজনে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত। তাই এই প্রাগৈতিহাসিক যুগ ‘প্রস্তর যুগ' নামেও সমধিক পরিচিত। মূলত আদিম মানুষের ব্যবহৃত যন্ত্রপাতি বা অস্ত্রাদির গুণগত ও কার্যগত উৎকৃষ্টতার নিরিখে ‘প্রস্তর যুগ'কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, যথা—(i) প্রাচীন প্রস্তর/আদি প্রস্তর যুগ (Palaeolithic Age), (ii) মধ্য প্রস্তর যুগ (Mesolithic Age) এবং (ii) নব্য প্রস্তর যুগ (Neolithic Age) এর পরবর্তী যুগটি হল – (iv) প্রস্তর, তাম্র ও ব্রোঞ্জের মিশ্র যুগ (Chalcolithic Age) 

ঐতিহাসিক গর্ডন চাইল্ড খাদ্য উৎপাদনের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে নিম্নরূপে ভাগ করেছেন―
  • প্রস্তর যুগ : খাদ্য সংগ্রহকারী যুগ
  • নব্য প্রস্তর যুগ : খাদ্য উৎপাদনকারী যুগ
  • ধাতুর যুগ : নগরের যুগ
১৮৩৩ খ্রিস্টাব্দ নাগাদ ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল (Paul Tournal) মানবসভ্যতার ইতিহাসকে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক —এই দুটি পর্বে বিভক্ত করেছিলেন। তিনিই ফরাসি ভাষায় প্রথম প্রাক-ইতিহাস শব্দটির উল্লেখ করেছিলেন। পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের একটি গুহায় প্রাপ্ত পুরাবস্তুর বর্ণনা দিতে গিয়ে প্রাক্-ইতিহাস সম্পর্কে Prehistorique এই শব্দটি ব্যবহার করেন। ১৮৫১ খ্রিস্টাব্দে পুরাতত্ত্ববিদ স্যার ড্যানিয়েল উইলসন (Sir Daniel Wilson) 'The Archaeology and Prehistoric Annals of Scotland' নামক রচনায় সর্বপ্রথম ইংরেজিতে Pre-Historic কথাটি ব্যবহার করেছিলেন।

প্রাক্-ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ : 'Pre-Historic Times As Illustrated By Ancient Remains And The Manners And Customs of Modern Savages' – গ্রন্থটির রচয়িতা হলেন জন লুবক (John Lubbock)। প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন জন লুবক। রবার্ট ব্রুস ফুট (Robert Bruce Foote) 'Father of Indian Pre - History' নামে পরিচিত।  প্রাগৈতিহাসিক যুগকে বলা হয় প্রাক্-লিপি সংস্কৃতির যুগ। প্রাক-লিপিসমূহের পরিচায়করূপেও এই যুগকে চিহ্নিত করা হয়। অধিকাংশ পণ্ডিত 'Pre-History' শব্দটির পরিবর্তে প্রিলিরেট (Preliterate) শব্দটি প্রবর্তনের পক্ষপাতী। প্রাক্-ইতিহাস শব্দটিকে ব্রিটিশ ঐতিহাসিক এম সি বার্কিট (M C Burkitt) একটি ভ্রান্ত শব্দ বলে উল্লেখ করেছেন।

প্রাগৈতিহাসিক যুগের সময়কাল ভূবিদ্যা সংক্রান্ত তথ্য অনুযায়ী স্থায়ী ছিল তিনটি যুগ ধরে। প্রাক্-ইতিহাস যুগের সময়কাল বিষয়ে মোটামুটি সর্বসম্মতভাবে ধরা হয় যে, এই যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ২০,০০,০০০ অব্দ নাগাদ এবং এর অবসান ঘটেছিল খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে। আদিম গুহামানবরা হল প্রাগৈতিহাসিক যুগের মানুষ। এই পর্বে পাথরের ব্যবহার হত বলে একে প্রস্তর যুগও বলা হয়। এই যুগের ইতিহাস মানুষের ব্যবহৃত হাতিয়ার, গৃহস্থালির সরঞ্জাম, শিল্পকর্ম, বাসস্থান প্রভৃতি প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই রচনা করা হয়। তাই একথা বলা হয় যে, পাথর অতীতের কথা বলে। প্রাক্-ইতিহাসপর্বের কয়েকটি হাতিয়ার হল পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা। মানুষ প্রথমে পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল জীবাশ্ম। পৃথিবীতে হোমো স্যাপিয়েন্স (Homo Sapiens) বা প্রথম আধুনিক মানবের উদ্ভব হয়।  এই যুগেই ডারউইনকে বিবর্তনবাদের জনক (Father of Evolution) বলা হয়।

১। প্রাচীন প্রস্তর যুগ (Palaeolithic Age) :  গ্রিক শব্দ প্যালিও কথার অর্থ পুরোনো বা প্রাচীন এবং লিথোস কথার অর্থ হল প্রস্তর। সুতরাং, Palaeolithic Age কথাটির অর্থ হল পুরোনো বা প্রাচীন প্রস্তর যুগ। জন লুবক প্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ থেকে ১০ হাজার বছর পর্যন্ত। এটি প্লেইস্টোসিন যুগের অন্তর্গত।  ভূতত্ত্ববিদ ও প্রত্নতত্ত্ববিদ রবার্ট ব্রুস ফুট ১৮৬৩ খ্রিস্টাব্দে প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন। চেন্নাইয়ের কাছে অবস্থিত পল্লভরম থেকে তিনি হাত-কুঠার আবিষ্কার করেছিলেন।

এই যুগে হোমো ইরেকটাস মানবপ্রজাতির অস্তিত্ব ছিল। পিকিং মানব, জাভা মানব, নিয়ানডারথাল মানব প্রজাতিগুলি এই যুগের অন্তর্গত। ভারতের প্রাচীন প্রস্তর সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম হল সোয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি এই যুগের প্রথম দিকে আদিম মানুষ খোলা আকাশের নীচে বসবাস করত। পরে গুহার ভিতরে তারা থাকতে শুরু করে। গাছের ডালপালা, লতাপাতা ও পশুর চামড়া তারা ঘর বানাবার কাজে ব্যবহার করত। ভারতে প্রথম অস্ট্রিচের সন্ধান পাওয়া যায় প্রাচীন প্রস্তর যুগে। প্রাচীন প্রস্তর যুগে মানুষের শিল্প সচেতনতার বিকাশ ঘটে। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল দলবদ্ধভাবে পশু শিকার করা। 

এই যুগের মানুষের হাতিয়ার ছিল পাথরের হাত-কুঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, ছেদক, ছুরি, বুরিন, ব্লেড ইত্যাদি। হাতিয়ারগুলি ছিল ভোঁতা, অমসৃণ এবং বেশ বড়ো। প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম হল হাত-কুঠার। বর্তমান পাকিস্তানের সোয়ান উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মধ্যপ্রদেশের আদমগড়, নর্মদা উপত্যকা, ভীমবেটকা, অন্ধ্রপ্রদেশের কুর্নুল ইত্যাদি জায়গায় প্রাচীন প্রস্তর সংস্কৃতির অস্তিত্ব দেখা যায়। পাথরের অস্ত্রের আকার ও ব্যবহারের উপর ভিত্তি করে এই যুগটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। যথা— নিম্ন প্রাচীন প্রস্তর যুগ (Lower Palaeolithic Age), ② মধ্য প্রাচীন প্রস্তর যুগ (Middle Palaeolithic Age) এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ (Upper Palaeolithic Age)।

২। মধ্য প্রস্তর যুগ (Mesolithic Age) : মেসোস (মধ্য/মাঝারি) এবং লিথোস (প্রস্তর) থেকে মেসোলিথিক (Mesolithic) কথাটি এসেছে।আনুমানিকভাবে মনে করা হয় যে, খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব ৮০০০ বছর পর্যন্ত মধ্য প্রস্তর যুগ বিস্তৃত ছিল। মধ্য প্রস্তর যুগ হল হলোসিন যুগের অন্তর্গত। এই যুগের হাতিয়ারগুলি আকারে ক্ষুদ্র হওয়ায় একে ক্ষুদ্র প্রস্তর যুগ (Microlithic Age) ও বলা হয়ে থাকে। পাথরের তৈরি ছোটো ছোটো অথচ কার্যকারী অস্ত্রকে মাইক্রোলিথ (Microlith) বলে। হারপুন, বড়শি, চাঁছনি প্রভৃতি নানা অস্ত্র এই পর্বে পাওয়া যায়। পাথরের পাশাপাশি পশুর হাড়, দাঁত ও শিং-এর হাতিয়ারের ব্যবহারও প্রচলিত ছিল।

এই যুগের মানুষ আংশিকভাবে ছিল যাযাবর প্রকৃতির। যাতায়াতের সুবিধার্থে মানুষ কুকুরে টানা স্লেজ গাড়ি ও নৌকা ব্যবহার করত। পশুশিকার, মাছধরা ও গাছের ফলমূল সংগ্রহই ছিল এসময়কার প্রধান জীবিকা। এ যুগে মানুষ প্রথম পশুপালন করতে শেখে। সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল কুকুর। মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল— কৃষি পদ্ধতির আবিষ্কার। পৃথিবীর বিভিন্ন জায়গায় মধ্য প্রস্তর যুগের সময়কালে আঁকা মানুষ ও পশুর চিত্র পাওয়া যায় উদাহরণ— ভীমবেটকা ও আদমগড় গুহাচিত্র। উত্তর ইউরোপের কিছু অঞ্চলে এবং ভারতের সরাই নাহার রাই, মহাদহা, ভীমবেটকা, কোলদিহাওয়া, নর্মদা উপত্যকা, ব্রহ্মগিরি, তিন্নেভেলি ইত্যাদি স্থানে এই যুগের নিদর্শন পাওয়া গেছে।

৩। নব্য প্রস্তর যুগ (Neolithic Age) : গ্রিক শব্দ নিওস (নতুন) ও লিথোস (পাথর) মিলে নিওলিথিক (Neolithic) কথাটি গঠিত হয়েছে। নব্য প্রস্তর যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৮০০০ থেকে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ পর্যন্ত। ১৮৬৫ খ্রিস্টাব্দে স্যার জন লুবক প্রথম 'নব্য প্রস্তর' শব্দটি ব্যবহার করেন।  Man Makes Himself বইতে ঐতিহাসিক গর্ডন চাইল্ড (V Gordon Childe) নব্য প্রস্তর যুগকে নব্য প্রস্তর বিপ্লব (Neolithic Revolution) বলে অভিহিত করেছেন। এই যুগে মানুষ পশুর চামড়া ও লোম দিয়ে পোশাক তৈরি করতে শেখে। নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল— কৃষি পদ্ধতির ব্যবহার। এই পর্বেই মানুষ চাষের কাজে কাস্তে, লাঙলের ব্যবহার শুরু করে।

প্রাচীন ভারতে সর্বপ্রথম যবের চাষ হয় এবং নব্য প্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। এই কালপর্বে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। এই যুগের হাতিয়ারগুলির মধ্যে ছিল কাস্তে, হামানদিস্তা, জাঁতা, হাতুড়ি,বাটালি ইত্যাদি। মানুষ কৃষি ও পশুপালনের স্বার্থে যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। মেহেরগড় হল ভারতের প্রাক্- হরপ্পা নব্য প্রস্তর সংস্কৃতির উদাহরণ। এই কালপর্বে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়। এর সাহায্যে মানুষ মাটির পাত্র তৈরি করে। নব্য প্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হল তামা। এই সময় সম্ভবত পশ্চিম এশিয়ায় বয়নশিল্পের সূত্রপাত ঘটে। ডোলমেন নামক পাথরের সমাধির অস্তিত্ব পাওয়া গেছে। ইরাক, জর্ডন, দক্ষিণ মেসোপটেমিয়া, আনাতোলিয়া, পাকিস্তানের মেহেরগড়, কিলিগুল মহম্মদ, রানা ঘুনডাই পাশাপাশি ভারতের বিহার (চিরন্দ), কাশ্মীর (বুরজাহোম) ও দাক্ষিণাত্যে (মাস্কি) নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে।

৪। তাম্র-প্রস্তর যুগ (Chalcolithic Age) : গ্রিক ভাষায় Chalkos শব্দের অর্থ তামা এবং Lithos শব্দের অর্থ হল পাথর।  এটি হলোসিন যুগের অন্তর্গত। সময়কাল আনুমানিক ৫০০০ - ১২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই পর্বে মানুষ তামার ব্যবহার শেখে বলে অলচিন দম্পতি (Raymond Allchin Bridget Allchin) এই কালকে ‘তাম্র-প্রস্তর যুগ' বলে অভিহিত করেছেন।  এই যুগের অপর নাম তাম্ৰাশ্মীয় সংস্কৃতি। সিন্ধু বা হরপ্পা সভ্যতা হল তাম্র-প্রস্তর যুগের সভ্যতা। কোটদিজি, কালিবঙ্গান, মহারাষ্ট্রের জোরওয়ে প্রভৃতি স্থানে তাম্র-প্রস্তর যুগ দেখা গেছে। তাম্র-প্রস্তর যুগের মানুষ পাথরের হাতিয়ারের সঙ্গে তামার তৈরি হাতিয়ারও ব্যবহার করত।

এ যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। প্রধান উৎপাদিত ফসল ছিল যব, গম, ডাল। মহারাষ্ট্রের ইনামগাঁওতে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। এই যুগের মানুষ মাটি, পোড়ামাটি ও কাঠ দিয়ে বাড়ি তৈরি করতে শেখে। ইনামগাঁও ও দৈমাবাদ-এ প্রাপ্ত নিদর্শন থেকে নগরসভ্যতার বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এযুগে কাথিয়াবাড়ের বানাস সংস্কৃতি, মহারাষ্ট্রের জোরওয়ে, চম্বল নদী অববাহিকা অঞ্চলে কায়থা এবং বিহারের চিরন্দ সংস্কৃতি উল্লেখযোগ্য। তাম্র-প্রস্তর যুগে বয়নশিল্পের নিদর্শন পাওয়া যায়। অগ্নি, ষাঁড় ও মাতৃপূজার প্রচলন ছিল বলে জানা যায়। তাম্র-প্রস্তর যুগে অভ্যন্তরীণ দাহ বা সমাধির ব্যবস্থা ছিল, যার নিদর্শন পাওয়া গেছে কাশ্মীরের গুফক্রল থেকে।

৫। ব্রোঞ্জ যুগ (Bronze Age) : সম্ভবত ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দে মধ্যপ্রাচ্যে ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল। তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জের আবিষ্কার হয়। ব্রোঞ্জ আবিষ্কারের ফলে হাতিয়ার ও যন্ত্রশিল্পের উন্নতি ঘটে। হরপ্পা সভ্যতার অধিবাসীগণ রাজস্থান ও আফগানিস্তান থেকে যেটুকু পরিমাণ টিন সংগ্রহ করত, তার থেকেই তারা বানাতো ব্রোঞ্জের নানান জিনিস। কিন্তু তার পরিমাণ পশ্চিম-এশিয়া, মিশর-এর তুলনায় অনেক কম ছিল। বিভিন্ন দিক বিচার করেই ঐতিহাসিক রামশরণ শর্মা এই সিদ্ধান্তে এসেছেন যে, আসলে ব্রোঞ্জ যুগ বলতে যা বোঝায়, ভারতে তার আবির্ভাব কখনোই হয়নি।

৬। লৌহ যুগ (Iron Age) : বিভিন্ন স্মৃতিসৌধগুলি লৌহ যুগের প্রমাণ বহন করে। আসাম, বিহার, মধ্যভারত, গুজরাট ছাড়াও দাক্ষিণাত্যের মালভূমি, কর্ণাটকে নানা স্মৃতিসৌধ পাওয়া গেছে। ধূসর চিত্রিত মৃৎপাত্র এই পর্বের অন্যতম বৈশিষ্ট্য। এই যুগের সূচনা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ নাগাদ।  কালো ও লাল রঙা মৃৎপাত্র পাওয়া গেছে উত্তরপ্রদেশের অত্রঞ্জিখেরাতে। পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু জায়গা থেকেও মৃৎপাত্র পাওয়া গেছে। সেসময় নগরকেন্দ্রিক সভ্যতা থাকলেও তা ছিল কেবল ধনী ও উচ্চ শ্রেণির ব্যক্তিবর্গের জন্য।

❐ প্রাক্-হরপ্পা সভ্যতা (Pre-Harappan Civilisation) :
এক সময় পণ্ডিতদের ধারণা ছিল যে, আর্যদের ভারতে আগমনের সময় থেকেই ভারতীয় সভ্যতার সূচনা হয়। ১৯২২ খ্রিস্টাব্দে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে দীর্ঘ বিবর্তন প্রমাণিত হয় যে, আর্যদের আগমনের বহু পূর্বে সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে এক উন্নত নগর সভ্যতার উন্মেষ হয়, যা 'হরপ্পা সভ্যতা নামে পরিচিত। এর দ্বারা প্রমাণিত হয় যে, ভারতীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম। আগে মনে করা হত যে, হরপ্পা সভ্যতার উৎস ছিল সুমেরীয় বা মেসোপটেমিয় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা ছিল মেসোপটেমিয় সভ্যতার দূরবর্তী উপনিবেশ। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণা এই ধারণার মূলে কুঠারাঘাত করে প্রমাণ করেছে যে এই দুই সভ্যতার মধ্যে সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্যই বেশি। এছাড়া হরপ্পা সভ্যতা বিকাশের বহু পূর্বে বেলুচিস্তান, সিন্ধুপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, গুজরাট প্রভৃতি স্থানে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের আবির্ভাব হয়।

দীর্ঘ বিবর্তনের মাধ্যমে এই গ্রামীণ সংস্কৃতিই হরপ্পা সভ্যতার ক্ষেত্র প্রস্তুত করে। তাই অনায়াসে বলা যায় যে, হরপ্পা সভ্যতা কোনও বিদেশি সভ্যতার অনুকরণ নয়, বরং তা হল দেশজ সভ্যতার দীর্ঘমেয়াদি ক্রমবিবর্তনের ফলশ্রুতি। বেলুচিস্তানে আবিষ্কৃত প্রাক্-হরপ্পা বসতিগুলির মধ্যে কোয়েটা অঞ্চলে কিলি গুল মহম্মদ ও ডাম্ব সাদৎ, লোরালাই উপত্যকার রানা ঘুণ্ডাই, পেরিয়ানো ঘুণ্ডাই, কুল্লি-মেহি, মেহেরগড় প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলির মধ্যে মেহেরগড়ের প্রত্ন-এলাকা বিশেষ আলোচনার দাবি রাখে।

ইতিহাস কথাটির অর্থ কী?
➛ ইতিহাস শব্দটিকে ইংরেজিতে ‘History' বলা হয়। ইতিহাসকে ‘ইতি-হ-আস’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। যার অর্থ ইহা এইরূপ ছিল'। গ্রিক ভাষায় ইতিহাস বলতে বোঝানো হয় ‘অনুমান’ বা ‘অনুসন্ধান থেকে পাওয়া জ্ঞান'কে। লাতিন শব্দ ‘Histar' থেকে ‘History' শব্দটি এসেছে, যার অর্থ জ্ঞান। প্রথমদিকে ইংরেজিতে ‘History' শব্দটির অর্থ ছিল 'ঘটনার পরম্পরা'। পরে এর অর্থ দাঁড়ায় 'পূর্ব বৃত্তান্তের দলিল'।

'ইন্ডিয়া' নামটির উৎপত্তি কীভাবে হয়েছে?
➛ ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ইন্ডিয়া' নামটি ব্যবহার করেন। সিন্ধুর বদ্বীপ এলাকা পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। পারসিক ভাষায় ‘স’-এর উচ্চারণ ‘হ’-এর মতো হওয়ায় তারা সিন্ধুকে “হিন্দু” বা ‘হিদুষ’ উচ্চারণ করত। ইরানি ভাষায় ‘হ’-এর উচ্চারণ না থাকায় ‘হিন্দু’ থেকে ‘ইন্ডিয়া' নামের উৎপত্তি হয়।

'যুগ' বলতে কী বোঝো? ইতিহাসে আধুনিক যুগ বলতে কী বোঝায় ?
➛ এককথায় ‘যুগ' বলতে একটি বড়ো সময়কে বোঝায়। ইতিহাসের দৃষ্টিকোণ অনুযায়ী একই রকম বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ দীর্ঘ সময়কে যুগ হিসেবে চিহ্নিত করা হয়।
আধুনিক যুগ : 'অধুনা' শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে। অবশ্য কবে থেকে ভারতের ইতিহাসে আধুনিক যুগের সূত্রপাত হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তবে মোটামুটিভাবে 1757 খ্রিস্টাব্দ থেকে ভারতে আধুনিক যুগের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হয়।

প্রাক্-ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো?
➛ লিখিত বিবরণের পূর্বে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান বা নিদর্শনের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে তা হল প্রাক্-ইতিহাস। আর সেই যুগকে বলা হয় প্রাক্-ঐতিহাসিক যুগ। প্রাক্-ইতিহাস পর্ব প্রায় বিশ লক্ষ বছর আগে শুরু হয়ে প্রায় পাঁচ হাজার বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ব্যবহার করত বলে এ যুগ প্রস্তরযুগ বলেও পরিচিত।

MCQ on Stone Age | Prehistory quiz | Prehistoric period questions and answers

1. প্রস্তর নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ করে প্রস্তর যুগকে ভাগ করা যায়?
Ⓐ ২টি ভাগে
Ⓑ ৩টি ভাগে
Ⓒ ৫টি ভাগে
Ⓓ ৭টি ভাগে

2. 'মধ্য প্রস্তর' (Mesolithic) শব্দটি কোথা থেকে এসেছে?
Ⓐ মেসো এবং লিথিক
Ⓑ মেস এবং লিথ
Ⓒ মস্ এবং লিথিক
Ⓓ মেসোস এবং লিথোস

3. ‘মেসোলিথিক' (১৮৭৭ খ্রিস্টাব্দে) শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
Ⓐ হোডার ওয়েস্ট্রপ
Ⓑ ড্যানিয়েল উইলসন
Ⓒ জন মার্শাল
Ⓓ পল তুর্নাল

4. মধ্য প্রস্তর যুগের সূচনা হয় আনুমানিক—
Ⓐ ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓑ ১৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓒ ২০,০০০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓓ ২৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে

5. মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল—
Ⓐ লোহা আবিষ্কার
Ⓑ কৃষি পদ্ধতির আবিষ্কার
Ⓒ তামা আবিষ্কার
Ⓓ আগুন আবিষ্কার

6. হোমোহাবিলিসনের মস্তিষ্কের ধারণ ক্ষমতা কত?
Ⓐ ৫৪০-৫৫০ সি.সি
Ⓑ ১৩০০ সি.সি
Ⓒ ৮০০-১২০০ সি.সি
Ⓓ ৫০০-৭০০ সি.সি

7. 'হোমোইরেক্টাস' শব্দটির অর্থ কী?
Ⓐ  আধুনিক মানুষ
Ⓑ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ
Ⓒ দক্ষ মানুষ 
Ⓓ উত্তরের বানর 

8. কোন প্রজাতির মানুষ প্রথম হাত কুঠার বানিয়েছিল?
Ⓐ হোমো স্যাপিয়েন্স
Ⓑ হোমোইরেক্টাস
Ⓒ হোমোহাবিলিস
Ⓓ হোমো স্যাপিয়েন্স

9. প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়?
Ⓐ ধান
Ⓑ যব
Ⓒ গম
Ⓓ তুলো

10. মানুষ প্রথম লাঙলের ব্যবহার শুরু করে?
Ⓐ প্রাচীন প্রস্তর যুগে
Ⓑ মধ্য প্রস্তর যুগে
Ⓒ নব্য প্রস্তর যুগে
Ⓓ তাম্র-প্রস্তর যুগে

11. কৃষি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে প্রথম শস্য উৎপাদন শুরু হয়?
Ⓐ প্রাচীন প্রস্তর যুগে
Ⓑ নব্য প্রস্তর যুগে
Ⓒ তাম্র-প্রস্তর যুগে
Ⓓ মধ্য প্রস্তর যুগে

12. নব্য প্রস্তর যুগের পাথরের সমাধিগুলি কী নামে পরিচিত?
Ⓐ ডোলমেন
Ⓑ টোটেম
Ⓒ মেমফিস
Ⓓ মেনকুর

13. গর্ডন চাইল্ড তাঁর কোন গ্রন্থে নব্য প্রস্তর যুগের খাদ্যসংগ্রহের পর্ব থেকে খাদ্য উৎপাদনের ঘটনাকে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' বলেছেন?
Ⓐ দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া (The Wonder that was India)
Ⓑ এনসিয়েন্ট ইন্ডিয়া (Ancient India)
Ⓒ দি ইন্ডাস সিভিলাইজেশন (The Indus Civilization
Ⓓ ম্যান মেকস হিমসেলফ (Man Makes Himself)

14. “প্রায়-ইতিহাস হল ইতিহাসের সেই পর্ব বা সময়কাল, যেখানে ইতিহাসের অস্তিত্বের সবেমাত্র অঙ্কুরোদ্‌গম হয়েছে”—উক্তিটি করেছেন?
Ⓐ ই. এইচ কার
Ⓑ ড্যানিয়েল উইলসন
Ⓒ টিমোথি টেলর
Ⓓ হেনরি পিরেন

15. প্রায়-ঐতিহাসিক যুগের সময়কাল ছিল?
Ⓐ ৩০০০ - ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓑ ৩০০০ - ২০০০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓒ ২৫০০ - ১০০০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓓ কোনটিই নয়

16. প্রায়-ঐতিহাসিক যুগের দুটি পর্ব হল—
Ⓐ লৌহ পর্ব ও ব্রোঞ্জ পর্ব
Ⓑ তাম্র পর্ব ও ব্রোঞ্জ পর্ব
Ⓒ তাম্র-প্রস্তর পর্ব ও লৌহ পর্ব
Ⓓ প্রস্তর পর্ব ও স্বর্ণ পর্ব

17. প্রায়-ঐতিহাসিক যুগে ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত চিত্রলিপির সংখ্যা কত?
Ⓐ ২৫০টি
Ⓑ ২৭০টি
Ⓒ ৩০০টি
Ⓓ ৩২০টি

18. 'প্রোটো-হিস্ট্রি হল মানবজাতির অগ্রগতির একটি স্তর একথা মনে করেন?
Ⓐ ফরাসি ঐতিহাসিকরা
Ⓑ ব্রিটিশ ঐতিহাসিকরা
Ⓒ মার্কিন ঐতিহাসিকরা
Ⓓ জার্মান ঐতিহাসিকরা

19. কার লেখা থেকে আমরা আরব উপদ্বীপ সম্পর্কে জানতে পারি?
Ⓐ মহম্মদ আবদুল নঈম
Ⓑ এ. এল ব্যাসাম
Ⓒ ব্রায়ান ফ্যাগান
Ⓓ ড্যানিয়েল উইলসন

20. প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবে কীসের উপর নির্ভরশীল?
Ⓐ সাহিত্যিক উপাদানের উপর
Ⓑ ভাষাজ্ঞানের উপর
Ⓒ লিপির পাঠোদ্ধারের উপর
Ⓓ প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর

21. নব্য প্রস্তর যুগের পর শুরু হয়?
Ⓐ তাম্র-প্রস্তর যুগ
Ⓑ প্রস্তর যুগ
Ⓒ ব্রোঞ্জ যুগ
Ⓓ লৌহ যুগ

22. খ্রিস্টপূর্ব ৫০০০ - ১২০০ অব্দ পর্যন্ত সময়কালকে তামার ব্যবহারের উপর ভিত্তি করে কোন ঐতিহাসিক তাম্র-প্রস্তর যুগ বলে অভিহিত করেছেন?
Ⓐ ব্রায়ান ফ্যাগান
Ⓑ অলচিন দম্পতি
Ⓒ ভিনসেন্ট স্মিথ
Ⓓ ড্যানিয়েল উইলসন

23. তাম্র প্রস্তর যুগের অপর নাম কী?
Ⓐ তাম্ৰাশ্মীয় সংস্কৃতি
Ⓑ তাম্র যুগ
Ⓒ প্রস্তর যুগ
Ⓓ প্রায়-ঐতিহাসিক সংস্কৃতি

24. তাম্রপ্রস্তর যুগে নিম্নলিখিত কোন শিল্পের নিদর্শন পাওয়া গেছে?
Ⓐ বয়নশিল্পের
Ⓑ চর্মশিল্পের
Ⓒ দারুশিল্পের
Ⓓ ইস্পাতশিল্পের

25. চিরন্দ সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল?
Ⓐ মধ্যপ্রদেশে
Ⓑ রাজস্থানে
Ⓒ গুজরাটে
Ⓓ বিহারে

26. তাম্র-প্রস্তর যুগে কী কী পুজোর প্রচলন ছিল?
Ⓐ অগ্নি, ষাঁড় ও মাতৃপুজো
Ⓑ শিব, লিঙ্গ ও ষাঁড়পুজো
Ⓒ দুর্গা, শিব ও বৃক্ষপুজো
Ⓓ কোনোটিই নয়

27. তাম্র-প্রস্তর যুগে কোথায় সমাধির নিদর্শন পাওয়া গেছে?
Ⓐ কাশ্মীরের গুফক্রলে
Ⓑ বিহারের চিরন্দে
Ⓒ মধ্যপ্রদেশের ভীমবেটকায়
Ⓓ মহারাষ্ট্রের দৈমাবাদে

28. মধ্যপ্রাচ্যে কবে ব্রোঞ্জ যুগ (Bronze Age) শুরু হয়েছিল?
Ⓐ ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓑ ২৯০০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓒ ২৭০০ খ্রিস্টপূর্বাব্দে
Ⓓ ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দে

29. নিম্নলিখিত কোন সভ্যতায় সবচেয়ে বেশি ব্রোঞ্জ যুগের বিস্তার ঘটেছিল?
Ⓐ সুমেরীয় সভ্যতায়
Ⓑ মেহেরগড় সভ্যতায়
Ⓒ হরপ্পা সভ্যতায়
Ⓓ বৈদিক সভ্যতায়

30. লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?
Ⓐ ধূসর চিত্রিত মৃৎপাত্র
Ⓑ লাল রঙের মৃৎপাত্র
Ⓒ কৃষ্ণবর্ণের মৃৎপাত্র
Ⓓ কোনোটিই নয়

31. নীচের কোন ক্ষেত্রটি নব্য প্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন?
Ⓐ দাইমাবাদ
Ⓑ বুর্জহোম
Ⓒ মেহেরগড়
Ⓓ চিরান্দ

32. মাইক্রোলেথিকের প্রতিরূপ হল—
Ⓐ ক্যালকোলেথিক যুগ
Ⓑ মেসোলেথিক যুগ
Ⓒ নিউলেথিক যুগ
Ⓓ প্যালিওলেথিক যুগ

33. আমরা তিনটি পর্যায় কোথায় পাই ধারাবাহিকভাবে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সংস্কৃতি?
Ⓐ বেলান উপত্যকা
Ⓑ গোদাবরী উপত্যকা
Ⓒ কাশ্মীর উপত্যকা
Ⓓ কুয় উপত্যকা

34. হোমো ইরেক্টাস প্রজাতির মানবগোষ্ঠীর জীবাশ্ম প্রথম কোথায় আবিষ্কৃত হয়?
Ⓐ ইন্দোনেশিয়ার জাভায়
Ⓑ কেনিয়ার ওন্ডুভাই গিরিখাত
Ⓒ চিনের চৌকোতিয়েন
Ⓓ দক্ষিণ আফ্রিকার টাউৎ-এ

35. ‘হোমোইরেক্টাস' প্রজাতির মানবগোষ্ঠীর জীবাশ্ম প্রথম কবে আবিষ্কৃত হয়?
Ⓐ ১৯৬০ সালে 
Ⓑ ১৯৫৯ সালে 
Ⓒ ১৮৯১ সালে 
Ⓓ ১৮৫৮ সালে 

36. ‘হোমোহাবিলিস’ কথার অর্থ কী?
Ⓐ বুদ্ধিমান মানুষ
Ⓑ এপ থেকে মানুষ
Ⓒ দক্ষ মানুষ
Ⓓ দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারা মানুষ 

37. বর্তমানকালের আধুনিক মানব কোন প্রজাতির থেকে সৃষ্টি হয়েছে?
Ⓐ অস্ট্রালোপিথেকাস
Ⓑ হোমোইরেক্টাস
Ⓒ হোমোস্যাপিয়েন্স
Ⓓ রামাপিথেকাস

38. ‘হোমোস্যাপিয়েন্স' কথাটির অর্থ কী?
Ⓐ দক্ষ মানুষ
Ⓑ আলোকদীপ্ত মানুষ
Ⓒ বুদ্ধিমান মানুষ
Ⓓ অল্প বুদ্ধিমান মানুষ

39. ইথিওপিয়াতে লুসির নিদর্শন কবে আবিষ্কৃত হয়েছে?
Ⓐ ১৯২৩ খ্রিস্টাব্দ
Ⓑ ১৯২৭ খ্রিস্টাব্দ
Ⓒ ১৯৭৪ খ্রিস্টাব্দ
Ⓓ ১৯৪৯ খ্রিস্টাব্দ

40. লুসির কঙ্কালটির আনুমানিক প্রাচীনত্ব কত?
Ⓐ ২২ লক্ষ বছর
Ⓑ ৩২ লক্ষ বছর
Ⓒ ৪২ লক্ষ বছর
Ⓓ ৫৮ লক্ষ বছর

41. হোমোহাবিলিসের জীবাশ্ম প্রথম কে আবিষ্কার করেন?
Ⓐ জোহাসন
Ⓑ রেমন্ড ডার্ট
Ⓒ লিকি দম্পতি
Ⓓ জন মার্শাল 

MCQ on Palaeolithic Age

1. প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কী?
Ⓐ বর্শা
Ⓑ হাত-কুঠার
Ⓒ তিরধনুক
Ⓓ চেরা কুঠার

2. কোয়ার্টজাইট যুগ নামে কোন যুগ পরিচিত?
Ⓐ মধ্য প্রস্তর যুগ
Ⓑ নব্য প্রস্তর যুগ
Ⓒ তাম্র-প্রস্তর যুগ
Ⓓ প্রাচীন প্রস্তর যুগ

3. হোমো ইরেকটাস মানবপ্রজাতির অস্তিত্ব ছিল—
Ⓐ নব্য প্রস্তর যুগে
Ⓑ প্রাচীন প্রস্তর যুগে
Ⓒ আধুনিক যুগে
Ⓓ মধ্য প্রস্তর যুগে

4. সোয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি কোন যুগের অন্তর্গত?
Ⓐ প্রাচীন প্রস্তর যুগ
Ⓑ মধ্য প্রস্তর যুগ
Ⓒ নব্য প্রস্তর যুগে
Ⓓ কোনোটিই নয়

5. বর্তমান পাকিস্তানের কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?
Ⓐ ভীমবেটকা
Ⓑ কুনুল
Ⓒ নর্মদা উপত্যকা
Ⓓ সোয়ান উপত্যকা

6. রাজস্থানের কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?
Ⓐ হুন্সগি
Ⓑ পৈসরা
Ⓒ আত্তিরমপক্কম
Ⓓ দিদওয়ানা

7. অন্ধ্রপ্রদেশের কোন স্থানে প্রাচীন প্রস্তর সংস্কৃতির অস্তিত্ব দেখা যায়?
Ⓐ আদমগড়
Ⓑ ভীমবেটকা
Ⓒ কুর্নুল
Ⓓ ইনামগাঁও

8. নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?
Ⓐ নর্মদা উপত্যকা
Ⓑ হরপ্পা
Ⓒ গণেরিওয়ালা
Ⓓ লোথাল

9. কোন যুগে ফ্লেক জাতীয় অস্ত্রের ব্যবহার দেখা যায়?
Ⓐ লৌহ যুগে
Ⓑ ব্রোঞ্জ যুগে
Ⓒ মধ্য-প্রাচীন প্রস্তর যুগে
Ⓓ নব্য-প্রাচীন প্রস্তর যুগে

10. প্রাচীন প্রস্তর যুগে কোন জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য দেখা যায়?
Ⓐ নিগ্রো জাতিগোষ্ঠী
Ⓑ মোঙ্গল জাতিগোষ্ঠী
Ⓒ ককের্শীয় জাতিগোষ্ঠী
Ⓓ নর্ডিক জাতিগোষ্ঠী

11. প্যালিওলিথিক (Palaeolithic) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Ⓐ এম সি বার্কিট
Ⓑ জন মার্শাল
Ⓒ পল তুর্নাল
Ⓓ জন লুবক

12. গ্রিক শব্দ 'প্যালিও' কথার অর্থ কী?
Ⓐ প্রস্তর
Ⓑ প্রাচীন বা পুরোনো
Ⓒ পাথরের যুগ
Ⓓ মধ্যযুগ
 
13. ‘লিথোস' কথার অর্থ হল?
Ⓐ প্রাচীন
Ⓑ লিপি
Ⓒ প্রস্তর
Ⓓ শিলাখণ্ড

14. 'Palaeolithic' শব্দটির দ্বারা বোঝানো হয়?
Ⓐ নব্য প্রস্তর যুগকে
Ⓑ প্রাক্-ঐতিহাসিক যুগকে
Ⓒ তাম্র-প্রস্তর যুগকে
Ⓓ আদি বা প্রাচীন প্রস্তর যুগকে

15. মানুষ প্রথমে ব্যবহার করত—
Ⓐ তামার হাতিয়ার
Ⓑ পাথরের হাতিয়ার
Ⓒ লোহার হাতিয়ার
Ⓓ ব্রোঞ্জের হাতিয়ার

16. প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?
Ⓐ আনুমানিক ২০,০০,০০০-১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓑ আনুমানিক ৫০,০০০-২০,০০০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓒ আনুমানিক ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓓ আনুমানিক ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ

17. প্রাচীন প্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত?
Ⓐ হলোসিন
Ⓑ তাম্র-ব্রোঞ্জ যুগ
Ⓒ সেনোজোয়িক
Ⓓ প্লেইস্টোসিন

18. ‘প্লেইস্টোসিন' শব্দটি এসেছে?
Ⓐ গ্রিক শব্দ থেকে
Ⓑ ব্রিটিশ শব্দ থেকে
Ⓒ ল্যাটিন শব্দ থেকে
Ⓓ সংস্কৃত শব্দ থেকে

19. প্লেইস্টোসিন' কথাটির অর্থ?
Ⓐ তুষার যুগ
Ⓑ প্রস্তর যুগ
Ⓒ ধাতুর যুগ
Ⓓ অতি সাম্প্রতিক

20. প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হল—
Ⓐ কৃষিকাজের প্রচলন
Ⓑ লোহার আবিষ্কার
Ⓒ আধুনিক মানুষের আবির্ভাব
Ⓓ আগুনের আবিষ্কার

21. সমগ্র প্লেইস্টোসিন যুগ ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে যে-সমস্ত প্রাগৈতিহাসিক নিদর্শন মিলেছে, সেগুলি হল?
Ⓐ প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি
Ⓑ মধ্য প্রস্তর যুগের সংস্কৃতি
Ⓒ নব্য প্রস্তর যুগের সংস্কৃতি
Ⓓ তাম্র-প্রস্তর যুগের সংস্কৃতি

22. 'তুষার যুগ' নামে পরিচিত?
Ⓐ প্লেইস্টোসিন যুগ
Ⓑ ওলিগোসিন যুগ
Ⓒ হলোসিন যুগ
Ⓓ মেসোজোয়িক যুগ

23. প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল?
Ⓐ চেন্নাইয়ের কাছে অবস্থিত পল্লভরম-এ
Ⓑ তামিলনাড়ুর কাছে অবস্থিত মাদুরাই-এ
Ⓒ চানহুদাড়োতে
Ⓓ বানওয়ালিতে

24. নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি?
Ⓐ আক্রা
Ⓑ ক্যানবেরা 
Ⓒ দামাস্কাস
Ⓓ অসলো 

25. নীচের কোটি প্রাথমিক প্রস্তর যুগের প্রধান সরঞ্জাম নয়?
Ⓐ স্ক্যাপার
Ⓑ ক্লিভার
Ⓒ চপার
Ⓓ হাতকুঠার

 Read More MCQ Questions 👇
  • প্রস্তর যুগ ও প্রাক্ হরপ্পা
  • সিন্ধু ও হরপ্পা সভ্যতা 
  • বৈদিক সভ্যতা 
  • প্রতিবাদী ধর্ম আন্দোলন
  • প্রাচীন ভারতে বৈদেশিক অক্রমণ ও ষোড়শ মহাজন পদ
  • মৌর্য যুগ
  • মৌর্যত্তর যুগ
  • গুপ্ত যুগ
  • গুপ্তোত্তর যুগ
  • দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক
  • পাল ও সেন
  • সাহিত্য-শিল্প ও স্থাপত্য
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন