Daily Current Affairs in Bengali Part-1 | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন(100)


Daily Current Affairs in Bengali Part-1 (100 Questions Practice)

1. NATO (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)-র নতুন সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
Ans. মার্ক রুটে।
2. পতঞ্জলি আয়ুর্বেদের ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল কোন রাজ্য?
Ans. উত্তরাখণ্ড ।
3. স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পদে সম্প্রতি কে নির্বাচিত হলেন?
Ans. পিটার পেলিগ্রিনি।
4. কোন প্রতিবেশি রাষ্ট্রে সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরযূ নদীর জল পাঠাল ভারত?
Ans.  শ্রীলঙ্কা।
5. প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে হাজার দিন অতিবাহিত করার নজির কে গড়লেন?
Ans. রাশিয়ার ওলেগ কোনোনেঙ্কো।
6. ভারতের প্রথম ইউনেস্কো 'সিটি অব লিটারেচার' তকমা পেল কোন শহর?
Ans. কেরলের কোঝিকোড়।
7. মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন?
Ans. ক্লডিয়া শেইনবম।
8. টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নজির স্পর্শ করলেন নরেন্দ্র মোদী?
Ans. জওহরলাল নেহরু।
9. সিরিল রামাফোসা কোন দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন?
Ans. দক্ষিণ আফ্রিকা।
10. হালা টোমাসডট্টির কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন?
Ans. আইসল্যান্ড।
11. এবছর ফরাসি ওপেন গ্র্যান্ড স্লাম টেনিস প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে কারা জিতলেন?
Ans. পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে কার্লোস আলকারাস ও ইগা শিয়নটেক।
12. ওড়িশার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হলেন?
Ans. মোহনচরণ মাঝি।
13. ১৮তম লোকসভায় বিরোধী নেতা কে নির্বাচিত হলেন?
Ans. রাহুল গান্ধী।
14. প্রথম ভারতীয় অশ্বারোহী হিসেবে থ্রি স্টার গ্রাঁ প্রি ইক্যুয়েস্ট্রিয়ান ইভেন্ট কে জিতলেন?
Ans. শ্রুতি ভোরা।
15. কোন দেশকে হারিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত?
Ans. দক্ষিণ আফ্রিকা।
16. বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট ইঞ্জিন নির্মাণ করল কোন সংস্থা?
Ans. অগ্নিকুল।
17. সম্প্রতি ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স ফর ইউক্রেন আয়োজিত হল কোন দেশে?
Ans. সুইৎজারল্যান্ডে।
18. ১৮তম লোকসভা নির্বাচনে মোট কত জন মহিলা সাংসদ হিসেবে নির্বাচিত হলেন?
Ans. ৭৪ জন।
19. কোন দেশের বিরুদ্ধে খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী?
Ans. কুয়েত।
20. বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হল কোথায়?
Ans. মেক্সিকো।
21. সদ্যসমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল?
Ans. আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
22. আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
Ans. মৌসুমি চক্রবর্তী।
23. দ্বিতীয় বার হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড বা ‘সবুজ নোবেল' পেলেন আসামের কোন বায়োলজিস্ট?
Ans. পূর্ণিমা দেবী বৰ্মণ ।
24. স্যাট বা সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রিসাইডিং অফিসার পদে নিযুক্ত হলেন কোন বিচারপতি?
Ans. পি এস দীনেশ কুমার।
25. প্রফেশনাল গল্ফ ট্যুর অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক?
Ans. কপিল দেব।
26. স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
Ans. রাকেশ রঞ্জন। 
27. এবছর থমাস কাপ ও উবের কাপ— দু'টি হকি প্রতিযোগিতাই জিতল কোন দেশ?
Ans. চিন।
28. বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন)-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কর্মসূচির উদ্বোধন করলেন?
Ans. 'এক পেড় মা কে নাম' (মায়ের জন্য একটি গাছ)।
29. সম্প্রতি কোথায় সংবিধান উদ্যান বা কনস্টিটিউশন পার্কের উদ্বোধন করা হল?
Ans. পুনে।
30. সম্প্রতি গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডে গ্রুপের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সাংবাদিক। তার নাম কী?
Ans. সানা।
31. ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চের ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
Ans. সি. জি করহদকর।
32. ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হিসেবে কাকে নিয়োগ করা হল?
Ans. অনামিকা রাজীব।
33. ‘দেরাজে হলুদ ফুল, গতজন্ম' লিখে সাহিত্য আকাদেমি যুব পুরস্কার কে পেলেন?
Ans. আসামের সুতপা চক্রবর্তী।
34. এবছর আন্তর্জাতিক পর্যটন মেলা কোথায় আয়োজিত হল?
Ans. নেপালের কাঠমান্ডু।
35. বিশ্বের প্রাচীনতম উইঢিবির খোঁজ মিলল কোথায়?
Ans. দক্ষিণ আফ্রিকা।
36. টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি ছয় মারার নজির কে গড়লেন?
Ans. রোহিত শর্মা।
37. ইউরোপীয় কাউন্সিল' এর পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?
Ans. পর্তুগালের আন্তোনিও কস্তা।
38. ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি'র উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. সাইমন মাক।
39. তামিলনাড়ুর কোথায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন?
Ans. হোসুর।
40. রাজ্যসভার কক্ষের নেতা হিসাবে বিবেচিত হলেন কে?
Ans. কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নড্ডা।
41. ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস'এর চেয়ারম্যান এখন কে?
Ans.  স্যাম পিত্রোদা।
42. কোন রাজ্যের মন্ত্রীদের এবার থেকে তাঁদের নিজেদের পকেট থেকে মন্ত্রী হিসাবে প্রাপ্ত মাইনে ও ভাতার ওপর আয়কর দিতে হবে?
Ans. মধ্য প্রদেশ।
43. প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করা ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন কোনটি।
Ans.  জয়পুর।
44. 'মাজাগাঁও ডক শিপবিল্ডার্স কে কোন মর্যাদা দিল ডিপার্টমেন্ট অফ পাব্লিক এন্টারপ্রাইজ?
Ans. নবরত্ন। 
45. ‘উল্লাস-নব ভারত সাক্ষরতা কার্যক্রম'এর নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম অধীনে সম্পূর্ণ সাক্ষরতা অর্জন করল কোন কেন্দ্রশাসিত অঞ্চল?
Ans. লাদাখ।
46. 'ইন্ডিয়া বুলিয়ন জুয়েলাস অ্যাসোসিয়েশন'এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. অক্ষ মোহিত কাম্বোজ।
47. 'ডিপার্টমেন্ট অব কনজিউমার' অ্যাফেয়ার্স'এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. মৃনাল কুমার দাস।
48. এবছর 'কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার পেলেন কে?
Ans.  সঞ্জনা  ঠাকুর। ঐশ্বরিয়া রাই' নামক গল্পের জন্য এই পুরস্কার পেলেন তিনি।
49. বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কার্বন নির্গমন কর নির্ধারণ করছে কোন দেশ?
Ans. ডেনমার্ক।
50. 'আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টিউটর' প্রকল্প চালু করছে ভারতের কোন রাজ্য?
Ans. হিমাচল প্রদেশ।
51. কোথায় মিউজিয়াম অফ টেম্পলস' তৈরি করবে টাটা সন্স?
Ans. অযোধ্যা।
52. ধ্বনিভোটে লোকসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন কে?
Ans. ওম বিড়লা।
53. ১০০ তম দেশ হিসাবে 'আন্তর্জাতিক সৌর জোট'এ যোগ দিল কারা?
Ans. প্যারাগুয়ে।
54. 'বিশ্ব কারুশিল্প শহর এর তকমা পেল ভারতের কোন শহর?
Ans. জম্মু  ও কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগর। 
55. বিশ্বের সর্বকনিষ্ঠ স্নাতক হয়ে নজির গড়ল কে?
Ans. ১২ বছর বয়সি সুবর্ণ আইজ্যাক বারি।
56. সবরীমালার নতুন বিশেষ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans.  বিচারপতি জয়কৃষ্ণাণ আর।
57. দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মোট কত গাছ লাগানোর একটি উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট'?
Ans.  চার কোটি ৫০ লাখ।
58. নিলামে ছত্তিশগড়ে দেশের  প্রথম লিথিয়াম ব্লক জিতল কোন সংস্থা?
Ans. মাইকি সাউথ মাইনিং প্রাইভেট লিমিটেড।
59. ওড়িশার মুখ্যসচিব কে?
Ans. মনোজ আহুজা।
60. বিশ্বের প্রথম দেশ হিসাবে, নিজেদের পুরো প্রাণীজগতের তালিকা প্রকাশ করল কারা?
Ans. ভারত এই তালিকায় ১,০৪,৫৬১টি প্রজাতিকে স্থান দেওয়া হয়েছে।
61. উত্তর প্রদেশের মুখ্যসচিব এখন কে?
Ans. মনোজ কুমার সিং।
62. কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে, 'মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা' চালু করল কোন রাজ্য?
Ans.  রাজস্থান।
63. ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans.  রবি আগরওয়াল।
64. 3D হলোগ্রাম প্রযুক্তিতে তৈরি ব্যাঙ্কনোট ছাপালো কোন দেশ?
Ans. জাপান।
65. ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট’এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. টি.আর.শর্মা।
66. যান্ত্রিক রোবটে জীবন্ত ত্বক বসিয়ে নজির গড়লেন কোন দেশের একদল গবেষক?
Ans. জাপান।
67. 'জাতীয় চিকিৎসক দিবস' কবে পালিত হয়?
Ans. ১ জুলাই।
68. ভারতের কোন রাজ্য বায়োপ্লাস্টিক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিল?
 Ans. উত্তর প্রদেশ।
69. কোথায় ১০ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন একটি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করল সেন্ট্রাল রেলওয়ে?
Ans. মহারাষ্ট্রের নাসিকের ইগাতপুরী হ্রদে।
70. কাজাখ ই-স্তানে 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন কে?
Ans. কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর।
71. কেন্দ্রের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. বিক্রম মিসরি।
72. ১২ তম 'বিশ্ব হিন্দি সম্মান পেলেন কে?
Ans. ড. ঊষা ঠাকুর। হিন্দি সাহিত্যের বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। 
73. ভারতের কোন রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন প্রকল্প" চালু করল?
Ans. মহারাষ্ট্র।
74. বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য ১৬৭টি ত্রাণ শিবিরে 'স্কুল ইন এ বক্স' কিট দিয়েছে ভারতের কোন রাজ্য?
Ans. অসম।
75. ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি কোথায় চালু করা হয়েছে?
Ans. কর্ণাটকের বেঙ্গালঊরু।
76. মর্যাদাপূর্ণ ISO 9001: 2015 সার্টিফিকেশন অর্জন করল কোন থানা?
Ans. ইটানগরের মহিলা থানা।
77. এবছর 'আউটলুক প্ল্যানেট সাসটেইনেবিলিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস'এ 'সাসটেইনেবিলিটি গভর্ন্যান্স চ্যাম্পিয়ন পুরস্কার' পেল কোন সংস্থা?
Ans. গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।
78. নরওয়ের জাহাজ তৈরির সংস্থা 'উইলসন এএসএ এর কাছ থেকে ১,১০০ কোটি টাকার আন্তর্জাতিক বরাত পেল ভারতের কোন সংস্থা?
Ans. উদুপি কোচিন শিপইয়ার্ড লিমিটেড।
79. ব্রাজিলকে ছাড়িয়ে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান চলাচলের বাজারে পরিণত হয়েছে কোন দেশ?
Ans.  ভারত।
80. জাতীয় পরিসংখ্যান দিবস' কবে পালিত হয়?
Ans. ২৯ জুন।
81. নয়ডা আন্তর্জাতিক ফিল্ম সিটি তৈরির জন্য, 'যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি'র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলেন কে?
Ans. চলচ্চিত্র প্রয়োজক বনি কাপুর।
82. হিজাব নিষিদ্ধ ঘোষণা করে বিল পাস করল কোন দেশ?
Ans. তাজিকিস্তান।
83. এবছর মর্যাদাপূর্ণ 'পেন পিন্টার পুরস্কার এর জন্য নির্বাচিত হলেন কে?
Ans. অরুন্ধতী রায় নিজের সাহসী ও অদম্য লেখার জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।
84. কোন দেশের নাগরিকদের জন্য ই-মেডিক্যাল ভিসা সুবিধা ঘোষণা করল ভারত?
Ans. বাংলাদেশ।
85. সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোন রাজ্যের ৬৫% সংরক্ষণ বাতিল করা হল?
Ans. বিহার।
86. বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওড়িশা বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন কে?
Ans. সুরমা পাধি।
87. 'পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. অরুণ কুমার বনসাল।
88. 'ভারত সঞ্চার নিগম লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. রবার্ট জেরার্ড রবি।
89. 'ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক'এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. সঞ্জয় শুক্লা।
90. ২০২৪-২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত রেকর্ড কত মানুষ আয়কর রিটার্ন দাখিল করেছেন?
Ans. ৭.২৮ কোটি।
91. টানা তৃতীয়বারের মেয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন'এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
Ans. কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং।
92. ‘পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটি'র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. বিবেক সহায়।
93. 'দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন'এর কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. অশ্বনী কুমার ।
94. 'আন্তর্জাতিক যোগা দিবস' কবে পালিত হয়?
Ans. ২১ জুন।
95. এবছরের মে মাসে তে চিনকে পিছনে ফেলে ভারতের চতুর্থ বৃহত্তম রফতানি বাজারে পরিণত হল কোন দেশ?
Ans. যুক্তরাজ্য।
96. বেঙ্গালউরুর ইউনিভার্সিটি অফ বিশ্বেশ্বরায়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্রথম ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
Ans. এস.ত্রিপাঠী।
97. চেক-ইন প্রক্রিয়া চলার সময় যাত্রীদের সময় কমাতে, ভারতে প্রথম কোন বিমানবন্দর একটি নতুন স্ব-পরিষেবা ব্যবস্থা চালু করল?
Ans. দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড।
98. ভারতের প্রথম বিমানবন্দর হিসাবে, 'ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন- ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম' চালু করল কারা?
Ans. নয়াদিল্লির "ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর'।
99. সর্বসম্মতিক্রমে, আন্ধ্রা প্রদেশ বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন কে?
Ans. চিন্তাকায়লা আয়েন্না পাত্রন্দু।
100. এবছর 'ব্র্যান্ড' ফিনান্স'এর তরফ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতের সবথেকে মূল্যবান ব্র্যান্ড হিসাবে নিজেদের অবস্থান ধরে রাখল কারা?
Ans. টাটা গোষ্ঠী।

  • Daily Current Affairs Bengali Part-2
  • Daily Current Affairs Bengali Part-3
  • Daily Current Affairs Bengali Part-4
  • Daily Current Affairs Bengali Part-5

Tags : জানুয়ারী কারেন্ট অ্যাফেয়ার্স,কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার সহজ উপায়,কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার সব থেকে সহজ উপায়,শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২৪,বিশ্ববিদ্যালয় ভর্তি,প্যারিস অলিম্পিক ২০২৪,আজকের গুরুত্বপূর্ণ তথ্য
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন