দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
- নাইট্রোজেন চক্র MCQ
- পরিবেশদূষণ MCQ
- পরিবেশ এবং মানব জনসমষ্টি MCQ
- জীববৈচিত্র্য এবং সংরক্ষণ MCQ
নাইট্রোজেন চক্র MCQ
Class 10 life science chapter 5 question answer in bengali
১. নীচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে?
Ⓐ সিউডোমোনাস
Ⓑ অ্যাজোটোব্যাকটর
Ⓒ নাইট্রোসোমোনাস
Ⓓ থায়োব্যাসিলাস
২. নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল?
Ⓐ মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন
Ⓑ নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন
Ⓒ নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন
Ⓓ অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন
৩. সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সাথে যুক্ত?
Ⓐ নাইট্রোজেন আবদ্ধকরণ
Ⓑ নাইট্রিফিকেশন
Ⓒ ডিনাইট্রিফিকেশন
Ⓓ অ্যামোনিফিকেশন
৪. মাটির নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া এবং পরে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মেশে। এই প্রক্রিয়াকে বলে—
Ⓐ নাইট্রিফিকেশন
Ⓑ সিমবায়োসিস
Ⓒ ডিনাইট্রিফিকেশন
Ⓓ অ্যামোনিফিকেশন
৫. নাইট্রোজেন মোচনকারী বা ডিনাইট্রিফাইং অণুজীব হল—
Ⓐ অ্যানাবিনা
Ⓑ নাইট্রোব্যাকটর
Ⓒ অ্যাজোটোব্যাকটর
Ⓓ সিউডোমোনাস
৬. নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশন পদ্ধতির ক্ষেত্রে কোনটি ধাপ?
Ⓐ নাইট্রাইট → নাইট্রেট → অ্যামোনিয়া
Ⓑ নাইট্রেট → নাইট্রাইট → অ্যামোনিয়া → নাইট্রোজেন
Ⓒ নাইট্রেট → নাইট্রাইট → অ্যামোনিয়া → নাইট্রোজেন
Ⓓ অ্যামোনিয়া → নাইট্রাইট → নাইট্রোজেন
৭. নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে—
Ⓐ অ্যামোনিফিকেশন
Ⓑ নাইট্রিফিকেশন
Ⓒ সিমবায়োসিস
Ⓓ ডিনাইট্রিফিকেশন
৮. মাটিতে বসবাসকারী একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল—
Ⓐ ল্যাকটোব্যাসিলাস
Ⓑ অ্যানাবিনা
Ⓒ ক্লসট্রিডিয়াম
Ⓓ নস্টক
৯. শিম্বগোত্রীয় উদ্ভিদের (মটর গাছের) মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া হল?
Ⓐ Clostridium sp
Ⓑ Rhizobium sp
Ⓒ Azotobactor sp
Ⓓ Bacillus sp
১০. নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি হল?
Ⓐ ভলভা
Ⓑ অ্যানাবিনা
Ⓒ স্পাইরোগাইরা
Ⓓ ক্ল্যামাইডোমোনাস
১১. লেগহিমোগ্লোবিন নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত?
Ⓐ অ্যামোনিফিকেশন
Ⓑ নাইট্রোজেন আবদ্ধকরণ
Ⓒ নাইট্রিফিকেশন
Ⓓ ডিনাইট্রিফিকেশন
১২. লেগহিমোগ্লোবিন কোথায় থাকে?
Ⓐ শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে
Ⓑ ছত্রাকের দেহে
Ⓒ সাধারণ উদ্ভিদের মূলে
Ⓓ ব্যাকটেরিয়ার দেহে
১৩. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে?
Ⓐ রাইজোবিয়াম
Ⓑ নস্টক
Ⓒ নাইট্রোব্যাকটর
Ⓓ সিউডোমোনাস
১. একটি নাইট্রোজেন স্থিতিকারী অ্যাকটিনোব্যাকটেরিয়ার নাম লেখো।
➛ Frankia (ফ্র্যাংকিয়া)।
২. কোন জীব বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস শোষণে সক্ষম?
➛ Nostoc (নস্টক) ও Rhizobium (রাইজোবিয়াম)।
৩. নাইট্রোজেন আবদ্ধকারী উৎসেচকটির নাম লেখো।
➛ নাইট্রোজিনেজ।
৪. অ্যানাবিনা কোন ফার্নে বসবাস করে?
➛ অ্যাজোলা।
৫. কোন সার ব্যবহারে মাটি আম্লিক হয়ে পড়ে?
➛ ইউরিয়া।
৬. নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পদ্ধতির নাম কী?
➛ হ্যাবার বস।
৭. জীবের মৃতদেহ এবং বর্জ্য ও রেচন পদার্থের বিয়োজনে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
➛ অ্যামোনিফিকেশন।
৮. অ্যামোনিফাইং বা অ্যামোনিফিকেশন করে এইরকম একটি ব্যাকটেরিয়ার নাম কী?
➛ Bacillus mycoides (ব্যাসিলাস মাইকয়ডিস)।
৯. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।
➛ Nitrosomonas (নাইট্রোসোমোনাস)।
১০. একটি ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম লেখো।
➛Thiobacillus denitrificans ( থায়োব্যাসিলাস ডিনাইট্রি-ফিক্যানস্)।
১১. নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।
➛ Rhizobium leguminosoreum (রাইজোবিয়াম লেগুমিনোসোরিয়াম)।
১২. একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।
➛ Clostridium (ক্লসট্রিডিয়াম)।
১৩. নাইট্রোজেন স্থিতিকারী দুটি শৈবালের নাম লেখো।
➛ Nostoc (নস্টক) এবং Anabaena (অ্যানাবিনা)।
১৪. জীবদেহে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা কী ?
➛ জীবদেহের প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন একটি অপরিহার্য উপাদান।
১৫. দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখো।
➛ কলসপত্রী ও সূর্যশিশির।
১৬. জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো।
➛ Azotobacter (অ্যাজোটোব্যাকটর) Clostridium (ক্লসট্রিডিয়াম)।
পরিবেশদূষণ MCQ
Class 10 life science chapter 5 question answer in bengali
১. কোনটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস?
Ⓐ O2 (অক্সিজেন)
Ⓑ N2 (নাইট্রোজেন)
Ⓒ NH3 (অ্যামোনিয়া)
Ⓓ N2O (নাইট্রাস অক্সাইড)
২. PAN, SO3, HNO –এগুলি হল?
Ⓐ প্রাথমিক বায়ুদূষক পদার্থ
Ⓑ গৌণ বায়ুদূষক পদার্থ
Ⓒ আংশিক বায়ুদূষক পদার্থ
Ⓓ বায়ুদূষক নয়
৩. SPM দ্বারা সাধারণত যে প্রকার দূষণ ঘটে—
Ⓐ শব্দদূষণ
Ⓑ মৃত্তিকা দূষণ
Ⓒ জলদূষণ
Ⓓ বায়ুদূষণ
৪. SPM-এর একটি উদাহরণ হল?
Ⓐ পরাগরেণু
Ⓑ সিসা
Ⓒ প্লাস্টিক
Ⓓ DDT
৫. নীচের কোনটি কণা দূষক নয়?
Ⓐ ওজোন
Ⓑ ধুলো
Ⓒ চিমনির কালি
Ⓓ ধোঁয়া
৬. বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল—
Ⓐ ডায়ারিয়া,টাইফয়েড, হেপাটাইটিস
Ⓑ হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা
Ⓒ ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যানসার
Ⓓ ফুসফুসের ক্যানসার, পোলিও, ম্যালেরিয়া
৭. জলদূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল—
Ⓐ বিশ্ব উষ্ণায়ন
Ⓑ বধিরতা
Ⓒ ইউট্রোফিকেশন
Ⓓ ব্রংকাইটিস
৮. অ্যালগাল ব্লুম (Algal bloom)-এর কারণ হল জলের—
Ⓐ pH হ্রাস
Ⓑ pH বৃদ্ধি
Ⓒ ইউট্রোফিকেশন
Ⓓ কোনোটিই নয়
৯. সাধারণ জলে দ্রাব্য অক্সিজেনের পরিমাণ—
Ⓐ 1 ppm
Ⓑ 3 ppm
Ⓒ 8 ppm
Ⓓ 10 ppm
১০. জলের BOD মাত্রা বৃদ্ধি যা নির্দেশ করে, তা হল—
Ⓐ পরিশ্রুত জল
Ⓑ জলদূষণ
Ⓒ পানীয় জল
Ⓓ জলে অতিরিক্ত খনিজের উপস্থিতি
১১. সাবান বা ডিটারজেন্টে উপস্থিত যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জলদূষণ ঘটায়—
Ⓐ ফসফেট
Ⓑ সালফেট
Ⓒ ক্ষার
Ⓓ নাইট্রেট
১২. কোনটি কীটনাশক নয়?
Ⓐ DDT
Ⓑ 2,4-D
Ⓒ BHC
Ⓓ এনড্রিন
১৩. নীচের কোটি পরিবেশে দীর্ঘসময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো—
Ⓐ খবরের কাগজ
Ⓑ জীবজন্তুর মলমূল
Ⓒ ক্লোরিনযুক্ত কীটনাশক
Ⓓ পচা পাতা
১৪. খাদ্যশৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে—
Ⓐ বায়োঅ্যাকুমুলেশন
Ⓑ বায়োডাইভারসিটি
Ⓒ অম্লীকরণ
Ⓓ বায়োম্যাগনিফিকেশন
১৫. খাদ্যশৃঙ্খল বরাবর দূষকের মাত্রা–
Ⓐ ক্রমশ হ্রাস পায়
Ⓑ প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়
Ⓒ প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
Ⓓ ক্রমশ বৃদ্ধি পায়
১৬. জৈববিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত হল—
Ⓐ ফসফেট
Ⓑ ডিটারজেন্ট
Ⓒ DDT
Ⓓ CFC
১৭. মাস্কিং এফেক্ট নীচের কোটির, সঙ্গে সম্পর্কিত?
Ⓐ মাটি দূষণ
Ⓑ বায়ুদূষণ
Ⓒ শব্দদূষণ
Ⓓ জলদূষণ
১. বায়ুদূষকরূপে হাইড্রোকার্বনের উৎস কী?
➛ জীবাশ্ম জ্বালানির দহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া।
২. ওজোন স্তর বিনাশের কারণ কী?
➛ ওজোনবিনাশী ক্লোরোফ্লুরোকার্বন নির্গমন।
৩. PAN কী ?
অথবা, PAN-এর সম্পূর্ণ নাম লেখো।
➛ PAN-এর সম্পূর্ণ নাম পারক্সি-অ্যাসিটাইল নাইট্রেট। এটি একটি গৌণ দূষক যা শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে।
৪. সিসার দূষণের ফলে হয়, এমন একটি রোগের নাম লেখো।
➛ ডিসলেক্সিয়া।
৫. মানুষের শ্রুতিগ্রাহক অঙ্গটির নাম কী?
➛ অর্গান অফ কটি।
৬. শব্দদূষণের ফলে মানব হূৎপিণ্ডে কী প্রভাব দেখা যায়?
➛ শব্দদূষণের ফলে আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হৃদ্গতি বৃদ্ধি প্রভৃতি রোগ ঘটার সম্ভাবনা বাড়ে।
৭. অ্যাকাউস্টিক ট্রমা বলতে কী বোঝ?
➛ অতি উচ্চপ্রাবল্যের শব্দ এককালীন আচম্বিতে শুনলে অন্তঃকর্ণের কলিয়ার স্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা নষ্ট হওয়াকে অ্যাকাউস্টিক ট্রমা বলে।
৮. SPM-এর সম্পূর্ণ নাম কী ?
➛ সাসপেনডেড পারটিকুলেট ম্যাটার।
৯. COPD কথাটির সম্পূর্ণ নাম কী?
➛ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ।
১০. বায়ুদূষণের ফলে, কয়লাখনির শ্রমিকদের মধ্যে কী রোগ দেখা যায়?
➛ ব্ল্যাক লাং।
১১. পৃথিবীর কত শতাংশ মিষ্টি জল?
➛ 3%
১২. BOD-এর পুরো নাম লেখো।
➛ বায়োলজিকাল অক্সিজেন ডিমান্ড।
১৩. DDT-এর সম্পূর্ণ নাম লেখো?
➛ ডাইক্লোরোডাইফিনাইলট্রাইক্লোরোইথেন।
১৪. জলবাহিত, ব্যাকটেরিয়াঘটিত দুটি রোগের নাম লেখো।
➛ কলেরা এবং রক্ত-আমাশা।
১৫. ভারতে গ্রহণযোগ্য শব্দের মান দিনের বেলায় কত?
➛ 65 ডেসিবেল (dB)।
১৬. শব্দের প্রাবল্য বা শব্দদূষণ কোন্ এককে পরিমাপ করা যায়?
➛ ডেসিবেল (dB)।
১৭. NIHL-এর সম্পূর্ণ নাম লেখো।
➛ নয়েস ইনডিউস্ড হিয়ারিং লস।
১৮. গ্রিনহাউস গ্যাসের প্রধান ‘এফেক্ট' কী?
➛ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং।
১৯. সর্বাধিক গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে কোন উপাদান ?
➛ জলীয় বাষ্প (30-70%)
২০. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
→ মিথেন (CH4)।
২১. একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
➛ ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।
২২. SPM-এর একটি উদাহরণ দাও।
➛ তেলের ধোঁয়া।
পরিবেশ এবং মানব জনসমষ্টি MCQ
Class 10 life science chapter 5 question answer in bengali
১. নীচের কোনটি ‘প্রকৃতির বৃক্ক' নামে পরিচিত?
Ⓐ জলাভূমি
Ⓑ N2 গ্যাস
Ⓒ নালি
Ⓓ সমুদ্র
২. বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল–
Ⓐ ফুসফুস ক্যানসার, পোলিও, ম্যালেরিয়া
Ⓑ ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুস ক্যানসার
Ⓒ হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা
Ⓓ ডায়ারিয়া,টাইফয়েড, হেপাটাইটিস
৩. অ্যাজমা রোগের কারণ—
Ⓐ ধূলিকণা
Ⓑ তেজস্ক্রিয় পদার্থ
Ⓒ N2 গ্যাস
Ⓓ SO2
৪. হাঁপানির জন্য দায়ী—
Ⓐ প্রোস্টাগ্ল্যান্ডিন
Ⓑ হিস্টামিন
Ⓒ লিউকোট্রিন
Ⓓ সবকটি
৫. ব্রংকাইটিস হল?
Ⓐ ফুসফুসের রোগ
Ⓑ মস্তিষ্কের রোগ
Ⓒ হৃৎপিণ্ডের রোগ
Ⓓ যকৃতের রোগ
৬. কেমোথেরাপি যে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তা হল—
Ⓐ অ্যাজমা
Ⓑ ব্রংকাইটিস
Ⓒ ক্যানসার
Ⓓ অ্যালার্জি
৭. রেডিয়েশন থেরাপি যে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তা হল—
Ⓐ ক্যানসার
Ⓑ ব্রংকাইটিস
Ⓒ অ্যালার্জি
Ⓓ AIDS
৮. UNFPA-এর বর্তমান নামটি কী?
Ⓐ ইউনাইটেড নেশন্স ফান্ড ফর পপুলেশন
Ⓑ ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড
Ⓒ ইউনাইটেড নেশন্স ফিনানসিয়াল প্রপার্টি
Ⓓ ইউনাইটেড নেশন্স ফান্ড ফর পারসোনাল অ্যাক্টিভিটিস
১. বিশ্বে সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ দেশ কোনটি?
➛ মোনাকো।
২. মানব জনগোষ্ঠীর বিজ্ঞানসম্মত অধ্যয়নকে কী বলে?
➛ ডেমোগ্রাফি ।
৩. জৈবিক ক্ষমতা কাকে বলে?
➛ পরিমিত শর্তসাপেক্ষে সর্বাধিক জনন ক্ষমতার হারকে জৈবিক ক্ষমতা বলে।
৪. অ্যাসবেসটোসিস কাদের মধ্যে দেখা যায়?
➛ অ্যাসবেসটস শিল্পের শ্রমিকদের মধ্যে অ্যাসবেসটোসিস রোগ দেখা দেয়।
৫. একটি ভৌত কারসিনোজেন ও একটি রাসায়নিক কারসিনোজেনের নাম লেখো।
➛ একটি ভৌত কারসিনোজেন হল অতিবেগুনি রশ্মি এবং একটি রাসায়নিক কারসিনোজেন হল ফরম্যালিন।
৬. মেটাস্ট্যাসিস কী?
➛ ক্যানসারের চূড়ান্ত পর্যায়ে (advance stage) ক্যানসার কোশগুলি দেহের নানা স্থানে ছড়িয়ে পড়ার বৈশিষ্ট্য অর্জন করে, এই পর্যায়কে মেটাস্ট্যাসিস বলে।
৭. একটি প্রাকৃতিক কারসিনোজেনের নাম লেখো।
➛ অতিবেগুনি রশ্মি বা UV রশ্মি ।
৮. ক্যানসার সৃষ্টির জন্য সক্রিয় জিনকে কী বলে?
➛ অঙ্কোজিন।
৯. ক্যানসার সৃষ্টিতে সক্ষম পদার্থকে কী বলা হয়?
➛ কারসিনোজেন।
জীববৈচিত্র্য এবং সংরক্ষণ MCQ
Class 10 life science chapter 5 question answer in bengali
১. জীববৈচিত্র্যের কারণ হল—
Ⓐ অভিযোজন
Ⓑ বিবর্তন
Ⓒ মিউটেশন
Ⓓ সবকটি
২. প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয়—
Ⓐ বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের জন্য
Ⓑ জিনগত জীববৈচিত্র্যের জন্য
Ⓒ উদ্ভিদ বৈচিত্র্যের জন্য
Ⓓ প্রাণী বৈচিত্র্যের জন্য
৩. স্থানীয় বৈচিত্র্য হল—
Ⓐ ডেল্টা বৈচিত্র্য
Ⓑ আলফা বৈচিত্র্য
Ⓒ গামা বৈচিত্র্য
Ⓓ বিটা বৈচিত্র্য
৪. নীচের যেখানে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়–
Ⓐ বাদাবন
Ⓑ কোরাল রীফ
Ⓒ উষ্ণমণ্ডলীয় বর্ষার অরণ্য
Ⓓ তৈগা
৪. সারা পৃথিবীতে স্বীকৃত 34টি জীববৈচিত্র্যের হটস্পটের মধ্যে ভারতে রয়েছে?
Ⓐ 2টি
Ⓑ 4টি
Ⓒ ৪টি
Ⓓ 16টি
৫. কোনটি হটস্পট নয়?
Ⓐ সুন্দরবন
Ⓑ ইন্দো-বার্মা
Ⓒ পশ্চিমঘাট
Ⓓ পূর্ব হিমালয়
৬. পূর্ব-হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল?
Ⓐ লায়ন-টেল্ড ম্যাকাক
Ⓑ রেড পান্ডা
Ⓒ ওরাং ওটাং
Ⓓ নীলগিরি থর
৭. সুন্দাল্যান্ড হল—
Ⓐ অভয়ারণ্য
Ⓑ জাতীয় উদ্যান
Ⓒ হটস্পট
Ⓓ বায়োস্ফিয়ার রিজার্ভ
৮. সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হল—
Ⓐ উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে
Ⓑ আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে
Ⓒ ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চলে
Ⓓ সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চলে
৯. জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কোনটি?
Ⓐ বনভূমি বিনাশ
Ⓑ সংরক্ষণ ব্যবস্থা
Ⓒ শব্দদূষণ
Ⓓ কোনোটিই নয়
১০. সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল—
Ⓐ বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন
Ⓑ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ
Ⓒ অতিব্যবহার
Ⓓ দূষণ
১১. নীচের কোন সজ্জাটি গোরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী-এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো?
Ⓐ বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
Ⓑ জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
Ⓒ জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য,বায়োস্ফিয়ার রিজার্ভ
Ⓓ অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
১২. নীচের কোন জোড়টি সঠিক নয়?
Ⓐ কান্হা—উত্তরপ্রদেশ
Ⓑ করবেট-উত্তরাখণ্ড
Ⓒ গির—গুজরাট
Ⓓ কাজিরাঙা—অসম
১৩. JFM প্রকল্প প্রথম চালু হয়—
Ⓐ হরিয়ানাতে
Ⓑ পশ্চিমবঙ্গে
Ⓒ মধ্যপ্রদেশে
Ⓓ অসমে
১৪. JFM ধারণাটির প্রথম সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের যে জেলায়, তা হল—
Ⓐ পশ্চিম মেদিনীপুর
Ⓑ হাওড়া
Ⓒ কলকাতা
Ⓓ নদিয়া
১৫. JFM (1971) প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল?
Ⓐ সুন্দরবন অরণ্যে
Ⓑ আরাবারি অরণ্যে
Ⓒ গোরুমারা অরণ্যে
Ⓓ জলদাপাড়া অরণ্যে
১৬. ব্যাঘ্র প্রকল্প ভারতে শুরু হয়?
Ⓐ 1969 সালে
Ⓑ 1970 সালে
Ⓒ 1971 সালে
Ⓓ 1973 সালে
১৭. IUCN-এর হেডকোয়ার্টার যে দেশে অবস্থিত?
Ⓐ গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
Ⓑ প্যারিস, ফ্রান্স
Ⓒ ভিয়েনা, অস্ট্রিয়া
Ⓓ নিউইয়র্ক, USA
১৮. এক্স-সিটু সংরক্ষণ হল?
Ⓐ জিন ব্যাংক
Ⓑ বোটানিক্যাল গার্ডেন
Ⓒ চিড়িয়াখানা
Ⓓ সবগুলি
১৯. এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল?
Ⓐ সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প
Ⓑ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
Ⓒ করবেট জাতীয় উদ্যান
Ⓓ ক্রায়োসংরক্ষণ
২০. জিনব্যাংক কোটির উদাহরণ?
Ⓐ এক্স-সিটু সংরক্ষণ
Ⓑ ইন-সিটু সংরক্ষণ
Ⓒ হটস্পট
Ⓓ কোনোটিই নয়
২১. যে প্রক্রিয়ায় উদ্ভিদের পরাগরেণু ও বীজ সংরক্ষণ করা যায় তার নাম?
Ⓐ ইন-সিটু সংরক্ষণ
Ⓑ জিন ব্যাংক
Ⓒ বীজ ব্যাংক
Ⓓ ক্রায়োসংরক্ষণ
১. ভারতের কোন জীববৈচিত্র্যের হটস্পটে 'লিফডিয়ার' দেখা যায়?
➛ পূর্ব হিমালয় অঞ্চলে 'লিফডিয়ার' (Munttacus putaoenesis) দেখা যায়।
২. ভারতের দুটি জীববৈচিত্র্যের হটস্পটের নাম লেখো।
➛ ① পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং② পূর্ব হিমালয়।
৩. সারা বিশ্বে কতগুলি জীববৈচিত্র্যের হটস্পট আছে?
➛ 34টি।
৪. ইন্দো-বার্মা হটস্পটের একটি উদ্ভিদের নাম কী?
➛ Vanda coerulea নামক অর্কিড।
৫. ভারতের কোথায় বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্ট দেখা যায়?
➛ পশ্চিমঘাট পর্বতমালা এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
৬. মেরু ভালুকের বিপন্নতার অন্যতম কারণটি উল্লেখ করো।
➛ বিশ্ব উষ্ণায়ন।
৭. কর্মসূচি-21 বা অ্যাজেন্ডা-21 কী ?
➛ রিও বসুন্ধরা সম্মেলনে (1992) একুশ শতকে পরিবেশ সংক্রান্ত অধিকার ও কর্তব্য সম্পর্কে যে বিশেষ কর্মসূচি গৃহীত হয়, তাকে কর্মসূচি-21 বা অ্যাজেন্ডা-21 বলে।
৮. কিস্টোন প্রজাতি কী ?
➛ যেসব প্রজাতির জীবসংখ্যা কম থাকলেও কোনো বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী বৃহৎত্তাবে নিয়ন্ত্রণ করলে তাকে কিস্টোন প্রজাতি বলে, যেমন— রয়্যাল বেঙ্গল টাইগার হল কিস্টোন প্রজাতি।
৯. আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?
➛ 22 মে।
১০. পশ্চিমবঙ্গের কোন অরণাকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ মাইট-রূপে ঘোষণা করেছে?
➛ সুন্দরবন।
১১. সুন্দরবনের পরিবেশ-সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো।
➛ লবণাম্বু উদ্ভিদ ধ্বংস এবং মিষ্টি জলের সংকট।
১২. পশ্চিমবঙ্গের একটি পক্ষী অভয়ারণ্যের নাম লেখো।
➛ চিন্তামণি কর পক্ষী অভয়ারণ্য (নরেন্দ্রপুর)। পাখিদের সংরক্ষিত করার জন্য বহু পাখিরালয় (bird sanctuary) নির্দিষ্ট করা হয়েছে। যেমন—ভরতপুর বার্ড স্যাংচুয়ারি (রাজস্থান), সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি (হরিয়ানা)।
১৩. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো।
➛ সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি।
১৪. গির অরণ্যের অবস্থান লেখো।
➛ গুজরাট।
১৫. বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে যে অঞ্চল থাকে তাকে কী বলে?
➛ কোর অঞ্চল।
১৬. কোন ইন সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ হয়?
➛ বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষণ ব্যবস্থায়।
১৭. চিড়িয়াখানায় বাঘের সংরক্ষণ কী ধরনের সংরক্ষণ ?
➛ এক্স-সিটু সংরক্ষণ
১৮. পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার নাম লেখো।
➛ জুলজিক্যাল গার্ডেন, আলিপুর।
১৯. পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেন-এর নাম বলো।
➛ আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় বোটানিক গার্ডেন।
২০. সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়?
➛ সাধারণত –196°C তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয় ।
২১. ক্রায়োসংরক্ষণের মাধ্যমে কী কী সংরক্ষিত হয়?
➛ গ্যামেট, ভ্রুণ, বীজ, পরাগরেণু ও কণা।
২২. JFM-এর পুরো কথাটি কী?
➛ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।
২৩. PBR-এর সম্পূর্ণ নাম কী ?
➛ পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার।
২৪. ওড়িশার সাতকোশিয়া কোন বিপন্ন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?
➛ ভারতীয় বাঘ।
২৫. ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA-এর সম্পূর্ণ নাম কী?
➛ ন্যাশনাল টাইগার কনজোরভেশন অথোরিটি ।
২৬. ভারতীয় একশৃঙ্গ গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো ।
➛ Rhinoceros unicornis (রাইনোসেরস ইউনিকনিস)।
২৭. এশিয়ান বা এশীয় সিংহের বৈজ্ঞানিক নাম লেখো ।
➛ Panthera leo perisica (প্যানথেরা লিও পারসিকা)।
২৮. ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম লেখো।
➛ Gavialis gangeticus (গ্যাভিয়ালিস গ্যানজেটিকাস)।
২৯. কিস্টোন প্রজাতি কী ?
➛ যেসব প্রজাতির জীবসংখ্যা কম থাকলেও কোনো বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী বৃহৎভাবে নিয়ন্ত্রণ করে তাকে কিস্টোন প্রজাতি বলে, যেমন—রয়্যাল বেঙ্গল টাইগার হল কিস্টোন প্রজাতি।
৩০. সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।
➛ রেড পান্ডা।
✹✹ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর mcq class 10
❐ নীচের বাক্য গুলির সত্য/ মিথ্যা নিরূপণ করো :
১. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অ্যাজোটোব্যাকটর নামক মিথোজীবী ব্যাকটেরিয়া বাস করে।
➛ মিথ্যা (ব্যাখা–শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক মিথোজীবী ব্যাকটেরিয়া বাস করে।)
২. নাইট্রোব্যাকটর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
➛ মিথ্যা (ব্যাখা–এটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল Pseudomonas denitrificans (সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্স)।)
৩. ভারবর্ষে সিংহ সংরক্ষণ কেন্দ্র বর্তমান গুজরাটে।
➛ সত্য (ব্যাখা–গুজরাটের গির ন্যাশনাল পার্ক-এ সিংহ সংরক্ষণ করা হয়।)
৪. পশ্চিমবঙ্গের ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।
➛ মিথ্যা (ব্যাখা–মানস' জাতীয় উদ্যান অসমে অবস্থিত, যেখানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়।)
৫. SO2 প্রত্যক্ষ গ্রিনহাউস গ্যাস নয়।
➛ সত্য (ব্যাখা–এটি অ্যারোসল তৈরিতে সাহায্য করে যা গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে, তাই SO2 হল অপ্রত্যক্ষ গ্রিনহাউস গ্যাস।)
৬. এক মাইক্রনের কম ব্যাস সম্পন্ন ক্ষুদ্র ভাসমান কণাকে অ্যারোসল বলে।
➛ সত্য (ব্যাখা–অ্যারোসল বায়ুদূষণকারী একটি প্রধান উপাদান।)
৭. SO2 ও NH, হল দুটি গ্রিনহাউস গ্যাস।
➛ মিথ্যা (ব্যাখা–প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি হল CO2, CH4, O3, CFCs, N2O ইত্যাদি।)
৮. নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস।
➛ সত্য (ব্যাখা–N2O মূলত জীবাশ্ম জ্বালানি ও কৃষি সার ব্যবহারে উৎপন্ন হয়।)
৯. বায়ুদূষণের কারণ হল ইউট্রোফিকেশন।
➛ মিথ্যা (ব্যাখা–এটি জলদূষণের কারণ।)
১০. BHC একটি আগাছানাশক ।
➛ মিথ্যা (ব্যাখা–এটি একটি পতঙ্গনাশক রাসায়নিক যার জৈবসয় ঘটে থাকে।)
১১. BOD-এর সম্পূর্ণ নাম হল Biological Oxygen Demand।
➛ মিথ্যা (ব্যাখা–BOD-এর সম্পূর্ণ নাম হল Biological Oxygen Demand।)
১২. ভঙ্গুর দূষক জীববিবর্ধনের জন্য দায়ী।
➛ মিথ্যা (ব্যাখা–জীববিবর্ধনের জন্য দায়ী দূষকগুলি অভঙ্গুর প্রকৃতির হয়। এগুলি জীবদেহ থেকে রেচিত না হয়ে দেহে সঞ্চিত হয় ও ক্ষতিসাধন করে ।)
১৩. DDT হল জৈব ভঙ্গুর দূষক ।
➛ মিথ্যা (ব্যাখা–এটি জৈব অভঙ্গুর।)
১৪. বিনাইন টিউমার কোশে মেটাস্ট্যাসিস দেখা যায়।
➛ মিথ্যা (ব্যাখা–ম্যালিগন্যান্ট টিউমার কোশ ক্যানসার সৃষ্টি করে ও মেটাস্ট্যাসিস ঘটায়।)
১৫. ক্যানসার রোগগ্রস্ত কোশগুলি সারা দেহে ছড়িয়ে পড়ার ঘটনাকে মেটাস্ট্যাসিস বলে।
➛ সত্য (ব্যাখা–ক্যানসারের চূড়ান্ত পর্যায়ে ক্যানসার কোশগুলি দেহের নানা স্থানে ছড়িয়ে পড়ে ও সেই স্থানে নতুন টিউমার সৃষ্টি করে।)
১৬. আমাজন রেইন ফরেস্টকে পৃথিবী গ্রহের ফুসফুস বলা হয়।
➛ সত্য (ব্যাখা–এটি পৃথিবীর বৃহত্তম বর্ষা অরণ্য। তাই অক্সিজেনের জোগানে পৃথিবীতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।)
১৭. মেক্সিকো হল একটি অতিবৈচিত্র্যশালী দেশ।
➛ সত্য (ব্যাখা–পৃথিবীর সমগ্র বৈচিত্র্যের 10-20% মেক্সিকোতে অবস্থিত।)
১৮. জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে।
➛ সত্য (ব্যাখা–ফলে জীববৈচিত্র্য ওই সব অঞ্চলে হ্রাস পাচ্ছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।)
১৯. নাইট্রোজেন সার ব্যবহারে মাটি আম্লিক হয়ে যায়।
➛ সত্য (ব্যাখা–অ্যামোনিয়াম যুক্ত সার মাটিতে নাইট্রিফিকেশন দ্বারা নাইট্রেটে পরিণত হয় ও H+ আয়ন মাটিতে মুক্ত হয়।)
২০. করবেট ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত।
➛ মিথ্যা (ব্যাখা–উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত।)
২১. পশ্চিমবঙ্গের 'মানস' জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।
➛ মিথ্যা (ব্যাখা–অসমের ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।)
২২. JFM-এর সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে।
➛ মিথ্যা (ব্যাখা–JFM-এর সূত্রপাত হয় পশ্চিম মেদিনীপুরের আরাবারি অরণ্যে।)
✹ মাধ্যমিক জীবনবিজ্ঞান ফাইনাল সাজেশন (Mark-2)
❏ আরো পড়ুন : Class 10 Life Science MCQ
- অভিব্যক্তি ও অভিযোজন MCQ
- পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ MCQ
- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় MCQ
- জীবনের প্রবহমানতা MCQ
- বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ MCQ
Tags : পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ pdf, শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম লেখো