ভারতীয় সংবিধানের উৎস এবং প্রস্তাবনা | Indian Polity and Economy Bengali MCQ Test Part-1


উৎস সংবিধানে গৃহীত বিষয়সমূহ
ভারতশাসন আইন, 1935 : ❶ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ❷ যুক্তরাষ্ট্রীয় বিচারব্যবস্থার ক্ষমতা, ❸ রাজ্যপাল।
দক্ষিণ আফ্রিকা : সংবিধান সংশোধন পদ্ধতি।
জার্মানি : জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ-সংক্রান্ত নিয়ম।
সুইডেন : লোকপাল-সম্পর্কিত ধারণা।
জাপান : সুপ্রিমকোর্টের কার্যপরিচালনার নিয়মাবলি (Procedure established by law)।
গ্রেট ব্রিটেন : ❶ সংসদীয় শাসনব্যবস্থা, ❷ আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি, ❸ একক নাগরিকত্বের ধারণা, ❹ দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, ❺ লোকসভার নিকট মন্ত্রীসভার দায়বদ্ধতা, ❻ লোকসভার স্পিকার, ❼ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ও শক্তিশালী এবং নিম্নকক্ষ, পাবলিক অ্যাকাউন্টস্ কমিটি।
মার্কিন যুক্তরাষ্ট্র: ❶ প্রস্তাবনা, ❷ মৌলিক অধিকার, ❸ বিচারব্যবস্থার স্বাধীনতা এবং বিচারবিভাগীয় পুনর্বিবেচনা, ❹ সুপ্রিমকোর্ট ও
হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, ❺ রাজ্যসভার চেয়ারম্যানরূপে উপরাষ্ট্রপতি, ❻ অঙ্গরাজ্যের শাসনব্যবস্থা।
সোভিয়েত রাশিয়া : ❶ মৌলিক কৰ্তব্য, ❷ ন্যায়বিচার।
আয়ার্ল্যান্ড : ❶ রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, ❷ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ❸ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ।
অস্ট্রেলিয়া : ❶ যুগ্ম তালিকা, ❷ প্রস্তাবনার ভাষা, ❸ ব্যাবসাবাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি, ❹ যৌথ অধিবেশন।
কানাডা : ❶ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, ❷ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতাবণ্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ।

✸ প্রস্তাবনায় উল্লিখিত সাংবিধানিক মূল্যবোধ :  ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে কতকগুলি মৌলিক বা সর্বোচ্চ সাংবিধানিক মূল্যবোধের আদর্শ গৃহীত হয়েছে। এগুলি হল— সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র প্রজাতন্ত্র, ন্যায়বিচার (অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক), স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, ব্যক্তির মর্যাদা এবং জাতিগত ঐক্য ও অখণ্ডতা।
  • সাবভৌম : অভ্যন্তরীণ ও বাহ্যিক, সমস্ত বিষয়ে চূড়ান্তরূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত রাষ্ট্র।
  • ধর্মনিরপেক্ষ :  রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করবে না। রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না। এবং রাষ্ট্রের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজনিজ ধর্মপালন ও তার প্রচার করতে পারবে।
  • প্রজাতান্ত্রিক : রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি একটি নির্বাচিত পদ হবে এবং শাসনতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত করবে।
  • গণতান্ত্রিক : জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালনা করবে।
  • সমাজতান্ত্রিক : রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনোরকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তির মালিকানা থাকবে না। ও রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রটি সম্পূর্ণরূপে রাষ্ট্রনিয়ন্ত্রিত হবে। উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন দ্রব্যসামগ্রীর বণ্টনব্যবস্থা রাষ্ট্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। ভারতকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে ঘোষণা প্রসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি বলেছিলেন, ‘We have always said that we have our own brand of socialism. We will nationalize the sectors where we fell the necessity. Just nationalization is not our type of socialism.'

✸ প্রস্তাবনা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য :
  1.  ঠাকুরদাস ভার্গবের মতে, প্রস্তাবনা হল ‘সংবিধানের আত্মা”।
  2. আর্নেস্ট বার্কার সংবিধানের প্রস্তাবনাটিকে ‘A key note to the constitution' বলে উল্লেখ করেছেন। 
  3. নানি পাল্কিওয়ালা প্রস্তাবনাকে ‘সংবিধানের পরিচয়পত্র' রূপে অভিহিত করেছেন।
  4. কে এম মুন্সী প্রস্তাবনাকে 'Political Horoscope' রূপে বর্ণনা করেছেন।
  5. 1960 সালে বেরুবাড়ি মামলায় সুপ্রিমকোর্ট মন্তব্য করে যে ‘প্রস্তাবনা হল সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য অনুধাবন করার চাবিকাঠিস্বরূপ।
  6. 1967 সালে গোলকনাথ মামলায় বিচারপতি হিদায়েতুল্লাহ প্রস্তাবনাকে 'সংবিধানের চিরন্তন ও অপরিবর্তনীয় আত্মরূপে উল্লেখ করেন”।
  7. ধীরেন্দ্রনাথ সেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ‘নিষ্ঠাপূর্ণ সংকল্প' বলে বর্ণনা করেছেন।


Indian Polity MCQ Mock Test

১. ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে?
Ⓐ ভারতশাসন আইন, 1848
Ⓑ ভারতশাসন আইন, 1919
Ⓒ ইন্ডিয়ান কাউন্সিলস্ অ্যাক্ট, 1909
Ⓓ ভারতশাসন আইন, 1935

২. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি—
Ⓐ সমাজতান্ত্রিক, গণতান্ত্ৰিক প্ৰজাতন্ত্ৰ
Ⓑ  যুক্তরাষ্ট্রীয়, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Ⓒ সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Ⓓ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র

৩. ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রূপায়ণ করেছে?
Ⓐ সুইডেন
Ⓑ ফ্রান্স
Ⓒ কানাডা
Ⓓ ব্রিটেন 

৪. কে মন্তব্য করেছেন 'প্রস্তাবনাই হল সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ’?
Ⓐ ঠাকুরদাস ভার্গব
Ⓑ বি আর আম্বেদকর
Ⓒ দুর্গাদাস বসু
Ⓓ রাজেন্দ্র প্রসাদ

৫. নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোটি সঠিক?
Ⓐ বিশ্বের একাধিক রাষ্ট্র গণতান্ত্রিক হলেও অপ্রজাতান্ত্রিক
Ⓑ বিশ্বের অনেক রাষ্ট্র প্রজাতান্ত্রিক হলেও অগণতান্ত্রিক
Ⓒ বিশ্বের একাধিক রাষ্ট্র প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক
Ⓓ উপরোক্ত সবকটিই সঠিক

৬. নিম্নলিখিত কোন জোড়টি সঠিক নয়?
Ⓐ মৌলিক কর্তব্য : কানাডার সংবিধান
Ⓑ জরুরি অবস্থা : জার্মানির সংবিধান
Ⓒ মৌলিক অধিকার : মার্কিন সংবিধান
Ⓓ একক নাগরিকত্ব : ব্রিটিশ সংবিধান

৭. নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়?
Ⓐ ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে
Ⓑ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আবশ্যিকভাবে সংসদের নিম্নকক্ষের সদস্য হন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী, সংসদের উভয়কক্ষের যে-কোনো একটির সদস্য হতে পারেন
Ⓒ ইংল্যান্ড ভারতের ন্যায় প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয় 
Ⓓ ইংল্যান্ডের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধানটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান

৮. ভারতীয় সংবিধানে বর্ণিত ‘লোকসভার নিকট মন্ত্রীসভার দায়বদ্ধতা'র ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
Ⓐ গ্রেট ব্রিটেন
Ⓑ কানাডা
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ USA 

৯. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়?
Ⓐ জানুয়ারি 26, 1950
Ⓑ নভেম্বর 26, 1949
Ⓒ ডিসেম্বর 31, 1949
Ⓓ জানুয়ারি 26, 1949

১০. ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল?
Ⓐ দ্বিদলীয় ও সংসদীয়
Ⓑ রাষ্ট্রপতিপ্রধান সরকার
Ⓒ বহুদলীয় ও সংসদীয়
Ⓓ ওপরের কোনোটিই নয়

১১. ভারতের রাষ্ট্রব্যবস্থা হল?
Ⓐ গণতান্ত্রিক
Ⓑ একনায়কতান্ত্রিক
Ⓒ সামরিক
Ⓓ কোনোটিই নয়

১২. ‘সার্বভৌম' শব্দটির অর্থ হল
Ⓐ সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
Ⓑ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
Ⓒ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
Ⓓ কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণমুক্ত

১৩. ভারতীয় সংবিধানে বর্ণিত ‘পাবলিক অ্যাকাউন্টস্ কমিটি'র ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
Ⓐ গ্রেট ব্রিটেন
Ⓑ জার্মানি
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ দক্ষিণ আফ্রিকা

১৪. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্যের কোন দুটি 1976 সালের 42 তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়?
Ⓐ ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র
Ⓑ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ
Ⓒ সার্বভৌম, সমাজতান্ত্রিক
Ⓓ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক

১৫. ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন বিষয়টি জাপানের সংবিধান অনুসরণে গৃহীত হয়েছে?
Ⓐ যুক্তরাষ্ট্রীয় বিচারব্যবস্থার ক্ষমতা
Ⓑ সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলি
Ⓒ বিচার বিভাগীয় পুনর্বিবেচনা
Ⓓ সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন

১৬. কত সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিমকোর্ট তার রায়দান করে?
Ⓐ 1960  সালে 
Ⓑ 1973 সালে 
Ⓒ 1976 সালে 
Ⓓ 1980 সালে 

১৭. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোটি সঠিক?
Ⓐ ব্রিটেনের সাংবিধানিক রাজতন্ত্রের রাজা বা রানির পদটি বংশানুক্রমিক এবং আলংকারিক
Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ যারা তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে
Ⓒ ‘জাতীয় ঐক্য ও সংহতি' এই শব্দসমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে 1976 সালে
Ⓓ উপরোক্ত সবকটি

১৮.  'We have always said that we have our own brand of socialism. We will nationalize the sectors where we fell the necessity. Just nationalization is not our type of socialism.' এই উক্তিটি করেছিলেন?
Ⓐ বি আর আম্বেদকর
Ⓑ জওহরলাল নেহরু
Ⓒ রাজেন্দ্র প্রসাদ
Ⓓ ইন্দিরা গান্ধি

১৯. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের যে ধারণা উল্লিখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়?
Ⓐ ফরাসি বিপ্লব
Ⓑ রাশিয়ার বলশেভিক বিপ্লব
Ⓒ ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
Ⓓ আমেরিকার স্বাধীনতা সংগ্রাম

২০. জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দসমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে?
Ⓐ 1952 সালে 
Ⓑ 1956 সালে 
Ⓒ 1973 সালে
Ⓓ 1976 সালে

২১. রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভারতীয় সংবিধান
Ⓐ আধা-যুক্তরাষ্ট্রীয়
Ⓑ এককেন্দ্রিক
Ⓒ যুক্তরাষ্ট্রীয়
Ⓓ উপরোক্ত কোনোটিই নয়

২২. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি খসড়া কমিটির সম্মুখে উত্থাপন করেন—
Ⓐ ড. রাজেন্দ্র প্রসাদ
Ⓑ বি আর আম্বেদকর
Ⓒ জওহরলাল নেহরু
Ⓓ জে বি কৃপালিনী

২৩. ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়?
Ⓐ মৌলিক অধিকার
Ⓑ প্রস্তাবনা
Ⓒ নাগরিকতা
Ⓓ উপরোক্ত সবকটিই

২৪. নিম্নলিখিত বিদেশি রাষ্ট্রগুলির মধ্যে কোটির কোনো লিখিত সংবিধান নেই?
Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓑ ব্রিটেন
Ⓒ আয়ার্ল্যান্ড
Ⓓ কানাডা

২৫. বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
Ⓐ দক্ষিণ আফ্রিকা
Ⓑ ব্রিটেন
Ⓒ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓓ কানাডা

২৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?
Ⓐ মুবারজি দেশাই
Ⓑ শ্রীমতী ইন্দিরা গান্ধি 
Ⓒ চৌধুরি চরণ সিং
Ⓓ মহাত্মা গান্ধি 

২৭. পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করে?
Ⓐ ইংল্যান্ড
Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓒ কানাডা
Ⓓ আয়ারল্যান্ড 

২৮. প্রস্তাবনাকে 'A keynote to the constitution' বলে উল্লেখ করেছেন?
Ⓐ আর্নেস্ট বার্কার
Ⓑ কে এম মুন্সী
Ⓒ কে টি শাহ
Ⓓ বি এন রাউ

২৯. ভারতীয় সংবিধানের আলোচিত 'রাষ্ট্রপতির নির্বাচন কোন দেশের সংবিধান অনুসরণে পরিকল্পিত হয়েছে?
Ⓐ জাপান
Ⓑ কানাডা
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ আয়ারল্যান্ড 

৩০. কোন মামলায় সুপ্রিমকোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচরণ করে  এই মর্মে রায় প্রদান করে যে প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ?
Ⓐ গোলকনাথ মামলা
Ⓑ মিনার্ভা মিলস্ মামলা
Ⓒ কেশবানন্দ ভারতী মামলা
Ⓓ বেরুবাড়ি মামলা



Question No. Answer key
১. Ⓓ ভারতশাসন আইন, 1935
২. Ⓓ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
৩. Ⓓ ব্রিটেন
৪. Ⓐ ঠাকুরদাস ভার্গব
৫. Ⓓ উপরোক্ত সবকটিই সঠিক
৬. Ⓐ মৌলিক কর্তব্য : কানাডার সংবিধান
৭. Ⓓ ইংল্যান্ডের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধানটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান
৮. Ⓐ গ্রেট ব্রিটেন
৯. Ⓓ জানুয়ারি 26, 1949
১০. Ⓒ বহুদলীয় ও সংসদীয়
১১. Ⓐ গণতান্ত্রিক
১২. Ⓑ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
১৩. Ⓐ গ্রেট ব্রিটেন
১৪. Ⓑ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ
১৫. Ⓑ সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলি
১৬. Ⓑ 1973 সালে
১৭. Ⓓ উপরোক্ত সবকটি
১৮. Ⓓ ইন্দিরা গান্ধি
১৯. Ⓐ ফরাসি বিপ্লব
২০. Ⓓ 1976 সালে
২১. Ⓐ আধা-যুক্তরাষ্ট্রীয়
২২. Ⓒ জওহরলাল নেহরু
২৩. Ⓑ প্রস্তাবনা
২৪. Ⓑ ব্রিটেন
২৫. Ⓒ মার্কিন যুক্তরাষ্ট্র
২৬. Ⓑ শ্রীমতী ইন্দিরা গান্ধি
২৭. Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র
২৮. Ⓐ আর্নেস্ট বার্কার
২৯. Ⓓ আয়ারল্যান্ড
৩০. Ⓒ কেশবানন্দ ভারতী মামলা
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন