Bengali Net-WB Set MCQ Mock Test Part-3
91. প্রথম কে বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন?
Ⓐ জগন্নাথ চক্রবর্তী
Ⓑ অশোক মুখোপাধ্যায়
Ⓒ মুহম্মদ শহীদুল্লাহ
Ⓓ মুহাম্মদ হাবিবুর রহমান
92. চর্যাপদ হলো মূলত―
Ⓐ কবিতার সংকলন
Ⓑ প্রবন্ধের সংকল
Ⓒ গানের সংকলন
Ⓓ কোনোটিই নয়
93. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
Ⓐ ২৪ জন
Ⓑ ২৭ জন
Ⓒ ২৯ জন
Ⓓ ৩২ জন
94. হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
Ⓐ কাহ্নপা
Ⓑ লুইপা
Ⓒ চেণ্ডনপা
Ⓓ ভুসুকুপা
95. শূন্যপুরাণের রচয়িতা কে?
Ⓐ রামাই পণ্ডিত
Ⓑ কাহ্নপা
Ⓒ কুক্কুরীপা
Ⓓ হলায়ুধ মিশ্র
96. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?
Ⓐ শূন্যপুরাণ
Ⓑ ডাকার্ণব
Ⓒ গীতগোবিন্দ
Ⓓ শ্রীকৃষ্ণকীর্তন
97. 'শ্রীকৃষ্ণকীর্তন' কে আবিষ্কার করেন?
Ⓐ হরপ্রসাদ শাস্ত্রী
Ⓑ রামমোহন রায়
Ⓒ বসন্তরঞ্জন রায়
Ⓓ প্রমথ চৌধুরী
98. গীতগোবিন্দম কোন ভাষায় রচিত?
Ⓐ প্রাচীন বাংলা
Ⓑ সংস্কৃত
Ⓒ ব্রজবুলি
Ⓓ অবহটহ
99. কোন কবির উপাধি "কবিকণ্ঠহার"?
Ⓐ বিদ্যাপতি
Ⓑ মালাধর বসু
Ⓒ আলাওল
Ⓓ ভারতচন্দ্ৰ
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-4
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-1
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-2
- Bengali Paper-2 MCQ Mock Test | Part-6
100. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নিশীথে' গল্পটির রচনাকাল?
Ⓐ ভাদ্র ১৩০০
Ⓑ মাঘ ১৩০২
Ⓒ ভাদ্র ১৩০১
Ⓓ মাঘ ১৩০১
101. রাজা বিক্রমকেশরী ধনপতিকে সুবর্ণ পিঞ্জর আনতে কোথায় পাঠিয়েছিলেন?
Ⓐ গৌড় পাটনে
Ⓑ সিন্ধু দেশে
Ⓒ চম্পক নগরে
Ⓓ দক্ষিণ পাটনে
102. ধ্বনিগুচ্ছের আদিতে যে ঝোঁক পড়ে, তাকে বলে?
Ⓐ প্রস্বর
Ⓑ প্রস্বন
Ⓒ স্বরোঘাত
Ⓓ উপরের সবগুলি সঠিক
103. ছেলে ছোকরাদের মধ্যে যারা বেশি ইয়ার্কি মারেন- মাজুখাতুন তাদের কী কেটে দেবে বলেছে?
Ⓐ কান
Ⓑ আঙ্গুল
Ⓒ হাত
Ⓓ নাক
104. “কিন্তু নাহি হেরি এ হেন রূপ মাধুরী কভু ভুবনে” -মেঘনাদবধ কাব্যে এই উক্তিটি কার?
Ⓐ বিভীষণ
Ⓑ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ হনুমান
Ⓓ লক্ষণ
105. ‘জীবনস্মৃতি' গ্রন্থ অনুযায়ী “গাও হে তাঁহার নাম/ রচিত যাঁর বিশ্বধাম”- এই রচনাটি কার?
Ⓐ শ্ৰীকণ্ঠ বাবু
Ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓒ গগনেন্দ্রনাথ ঠাকুর
Ⓓ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
106. “আমি চাই না উদ্ভিদের মতো জীবন। আমার সার্থকতা চেষ্টায় সংগ্রামে”- মন্তব্যটি যিনি করেছেন?
Ⓐ দ্রৌপদী
Ⓑ কৰ্ণ
Ⓒ ভীষ্ম
Ⓓ কুন্তী
107. নামধাতুর বাহুল্য বাংলার কোন উপভাষার বৈশিষ্ট্য?
Ⓐ ঝাড়খন্ডী
Ⓑ বঙ্গালী
Ⓒ রাঢ়ী
Ⓓ বরেন্দ্রী
108. বাংলা ভাষার উদ্ভব―
Ⓐ শৌরসেনী অপভ্রংশ থেকে
Ⓑ মাগধী অপভ্রংশ থেকে
Ⓒ মহারাষ্ট্রী প্রাকৃত থেকে
Ⓓ সংস্কৃত থেকে
109. চৈতন্যদেবের মাতামহের নাম?
Ⓐ নৃসিংহ চক্রবর্তী
Ⓑ রামেশ্বর চক্রবর্তী
Ⓒ গোপীনাথ চক্রবর্তী
Ⓓ নীলাম্বর চক্রবর্তী
110. প্রাচীন ভারতীয় আর্যভাষার চলিত রূপটিকে বলা হয়?
Ⓐ ছান্দস
Ⓑ সংস্কৃতভাষা
Ⓒ প্রাকৃত ভাষা
Ⓓ কথা ও বৈদিক ভাষা
111. কৃত্তিবাসী রামায়ণে কে ‘মায়াসীতা’ নির্মাণ করতে বলেছিল?
Ⓐ ইন্দ্ৰজিৎ
Ⓑ মন্দোদরী
Ⓒ সূর্পনখা
Ⓓ রাবণ
112. প্রথম স্তরের মধ্যভারতীয় আর্যভাষার নিদর্শন পাওয়া যায়?
Ⓐ জৈন ধর্মসাহিত্যে
Ⓑ প্রাচীন বৈদিক সাহিত্যে
Ⓒ অশোকের শাহবাজগঢ়ী ও মানসেহরা অনুশাসনে
Ⓓ গুহাগাত্রে খোদিত প্রাচীন লিপিতে
113. আঠারো দিনের কুরুক্ষেত্র যুদ্ধের কততম দিনে ভীষ্মের পতন হয়?
Ⓐ নয়
Ⓑ দশ
Ⓒ এগারো
Ⓓ বারো
114. প্রাচীন বাংলার সময়কাল হল?
Ⓐ ৯০০-১২০০ খ্রিস্টাব্দ
Ⓑ ৯০০-১১০০ খ্রিস্টাব্দ
Ⓒ ৬০০-৯০০ খ্রিস্টাব্দ
Ⓓ ৯০০-১৩০০ খ্রিস্টাব্দ
115. ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড' গল্পে কোম্পানির দেনা কত?
Ⓐ ৭৫ হাজার
Ⓑ ৬০ হাজার
Ⓒ ৮০ হাজার
Ⓓ ৯৯ হাজার
116. ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা?
Ⓐ দুটি
Ⓑ চারটি
Ⓒ পাঁচটি
Ⓓ ছয়টি
117. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
Ⓐ তামিল ও দ্রাবিড়
Ⓑ হিত্তিক ও ভূখারিক
Ⓒ মাগধী ও গৌড়ীয়
Ⓓ আর্য ও অনার্য
118. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
Ⓐ বাংলা
Ⓑ ইংরেজি
Ⓒ ফার্সি
Ⓓ উর্দু
119. দন্ডীর আবির্ভাব কাল?
Ⓐ অষ্টম শতাব্দী
Ⓑ নবম শতাব্দী
Ⓒ একাদশ শতাব্দী
Ⓓ দ্বাদশ শতাব্দী
120. ‘পাখির মা’ গল্পে ডুলুংকে হত্যা করা হয় কোন পর্বে?
Ⓐ প্রথম পর্বে
Ⓑ দ্বিতীয় পর্বে
Ⓒ তৃতীয় পর্বে
Ⓓ চতুর্থ পর্বে
91. Ans : Ⓓ মুহাম্মদ হাবিবুর রহমান 92. Ans : Ⓒ গানের সংকলন 93. Ans : Ⓐ ২৪ জন 94.Ans : Ⓑ লুইপা 95. Ans : Ⓐ রামাই পণ্ডিত 96. Ans : Ⓓ শ্রীকৃষ্ণকীর্তন 97.Ans : Ⓒ বসন্তরঞ্জন রায় 98.Ans : Ⓑ সংস্কৃত 99. Ans : Ⓐ বিদ্যাপতি 100. Ans : Ⓑ মাঘ ১৩০২ 101 Ans : Ⓐ গৌড় পাটনে 102.Ans : Ⓓ উপরের সবগুলি সঠিক 103.Ans : Ⓐ কান 104.Ans : Ⓒ হনুমান 105.Ans : Ⓒ গগনেন্দ্রনাথ ঠাকুর 106.Ans : Ⓑ কৰ্ণ 107.Ans : Ⓐ ঝাড়খন্ডী 108.Ans : Ⓑ মাগধী অপভ্রংশ থেকে 109.Ans : Ⓓ নীলাম্বর চক্রবর্তী 110.Ans : Ⓓ কথা ও বৈদিক ভাষা 111.Ans : Ⓐ ইন্দ্ৰজিৎ 112.Ans : Ⓒ অশোকের শাহবাজগঢ়ী ও মানসেহরা অনুশাসনে 113.Ans : Ⓑ দশ 114.Ans : Ⓐ ৯০০-১২০০ খ্রিস্টাব্দ 115.Ans : Ⓓ ৯৯ হাজার 116.Ans : Ⓐ দুটি 117.Ans : Ⓐ তামিল ও দ্রাবিড় 118.Ans : Ⓐ বাংলা 119.Ans : Ⓐ অষ্টম শতাব্দী 120.Ans : Ⓒ তৃতীয় পর্বে
121. ‘মেঘনাদবধ' কাব্যের চতুর্থ সর্গ অনুযায়ী কবি বন্দনার ক্রমটি সাজাও :
Ⓐ বাল্মিকী-কৃত্তিবাস-শ্রীভর্তৃহরি-শ্রীকণ্ঠ-ভবভূতি-কালিদাস
Ⓑ ভবভূতি-কালিদাস-বাল্মিকী-শ্রীকণ্ঠ-কৃত্তিবাস-শ্রীভর্তৃহরি
Ⓒ শ্রীভর্তৃহরি-বাল্মিকী-শ্রীকণ্ঠ-কৃত্তিবাস-কালিদাস- ভবভূতি
Ⓓ বাল্মিকী-শ্রীভর্তৃহরি-ভবভূতি-শ্রীকণ্ঠ-কালিদাস-কৃত্তিবাস
122. ভট্টভৌত রচিত ‘কাব্যকৌতুক' গ্রন্থের টীকাকার হলেন?
Ⓐ ভট্টনায়ক
Ⓑ ভট্টশংকুক
Ⓒ ভট্টলোপ্লট
Ⓓ অভিনব গুপ্ত
123. “কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলায় কেমন করে বলি” কোন ছন্দ?
Ⓐ গদ্যছন্দ
Ⓑ মিশ্রবৃত্ত
Ⓒ কলাবৃত্ত
Ⓓ স্বরবৃত্ত
124. “তুমি যাহা যাহা কহিলে তাহা আমি বিশেষ মতে বিবেচনা করিব”-এটি কার উক্তি?
Ⓐ প্রবর্তকের শেষ উক্তি
Ⓑ নিবর্তকের শেষ উক্তি
Ⓒ ব্রাহ্মণের শেষ উক্তি
Ⓓ ডোমের শেষ উক্তি
125. ‘পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে জীবনের গতি দুজনের বিপরীতগামী – এখানে দুজন হল?
Ⓐ সুশীল ও অমূল্য
Ⓑ শশী ও কুসুম
Ⓒ মতি ও কুমুদ
Ⓓ গোপাল ও শশী
126. “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু” - পদকর্তা কে?
Ⓐ গোবিন্দদাস
Ⓑ চন্ডীদাস
Ⓒ বলরাম দাস
Ⓓ জ্ঞানদাস
127. ‘ই’, ‘এ’ এগুলি যার উদাহরণ?
Ⓐ পশ্চাৎ স্বরধ্বনি
Ⓑ নিম্ন স্বরধ্বনি
Ⓒ সম্মুখ স্বরধ্বনি
Ⓓ উচ্চ স্বরধ্বনি
128. “মধুহীন করো না গো তব মন: কোকনদে” -কোন অলঙ্কার?
Ⓐ অনুপ্রাস
Ⓑ বক্রোক্তি
Ⓒ যমক
Ⓓ শ্লেষ
129. ‘ঘরে বাইরে' উপন্যাসের পঞ্চ বিলিতি কাপড় বিক্রি করায় জমিদার হরিশ কুন্ডু পঞ্চুর কাছে জরিমানা করেছে?
Ⓐ ১০০ টাকা
Ⓑ ৩০০ টাকা
Ⓒ ৫০০ টাকা
Ⓓ ১০০০ টাকা
130. বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে?
Ⓐ অপভ্রংশ
Ⓑ সংস্কৃত
Ⓒ পালি
Ⓓ প্রাকৃত
131. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ?
Ⓐ পণ্ডিতদের ভাষা
Ⓑ মূর্খদের ভাষা
Ⓒ জনগণের ভাষা
Ⓓ লেখকদের ভাষা
132. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
Ⓐ বঙ্গ কামরূপী
Ⓑ ইন্দো-ইউরোপীয়
Ⓒ সংস্কৃত
Ⓓ ভারতীয় আর্য
133. 'অপভ্রংশ' কথাটির অর্থ কী?
Ⓐ সাধারণ
Ⓑ উন্নত
Ⓒ বিকৃত
Ⓓ বিবৃত
134. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
Ⓐ পালি
Ⓑ অপভ্রংশ
Ⓒ অবহট্ঠ
Ⓓ উপরের কোনটিই নয়
135. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী?
Ⓐ বাংলা
Ⓑ সংস্কৃত
Ⓒ অস্ট্রিক
Ⓓ মাগধী প্রাকৃত
136. ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসটি রবীন্দ্র পুরস্কার পায়?
Ⓐ ১৯৬০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৬৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৬২ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৬৭ খ্রিস্টাব্দে
137. ‘টিনের তলোয়ার' নাটকের টিনের তলোয়ার কথাটি প্রথম কার মুখে শোনা যায়?
Ⓐ বেণী
Ⓑ প্রিয়নাথ
Ⓒ ময়না
Ⓓ মেথর
138. ‘বঙ্গদর্শন' -এর প্রথম সংখ্যা যে মাসে প্রকাশিত হয়?
Ⓐ বৈশাখ
Ⓑ ভাদ্র
Ⓒ আষাঢ়
Ⓓ কার্তিক
139. “সাত্রিধা বৈদভী গৌড়ীয় পঞ্চালেচেতী”- এটি যে গ্রন্থের উক্তি?
Ⓐ কাব্যজিজ্ঞাসা
Ⓑ কাব্য মীমাংসা
Ⓒ কাব্যালংকার
Ⓓ কাব্যলংকার সূত্রবৃত্তি
140. ‘নূতন ছন্দ পরিক্রমা' নামক বিষয়ক এই গ্রন্থটি প্রবোধচন্দ্র সেন ছন্দশিল্পী কবিকে উৎসর্গ করেন?
Ⓐ নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Ⓑ সত্যেন্দ্রনাথ দত্ত
Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓓ কোনোটিই নয়
141. ‘উজ্জ্বল নীলমনি' গ্রন্থে কত প্রকার যুথেশ্বরী ভেদ দেখা যায়?
Ⓐ ৮
Ⓑ ১২
Ⓒ ১৪
Ⓓ ১৯
142. “শরীরং তাব্দিষ্টার্থং ব্যবছিন্না পদাবলী” অর্থাৎ অভীষ্ট অর্থ সম্বলিত পদাবলীই হল কাব্য- বক্তা কে?
Ⓐ অভিনব গুপ্ত
Ⓑ আচার্য ভরত
Ⓒ মুমুট ভট্ট
Ⓓ আচার্য দন্ডী
121 Ans : Ⓓ বাল্মিকী-শ্রীভর্তৃহরি-ভবভূতি-শ্রীকণ্ঠ-কালিদাস-কৃত্তিবাস 122. Ans : Ⓓ অভিনব গুপ্ত 123. Ans : Ⓐ গদ্যছন্দ 124.Ans : Ⓐ প্রবর্তকের শেষ উক্তি 125. Ans : Ⓓ গোপাল ও শশী 126. Ans : Ⓓ জ্ঞানদাস 127.Ans : Ⓒ সম্মুখ স্বরধ্বনি 128.Ans : Ⓓ শ্লেষ 129. Ans : Ⓐ ১০০ টাকা 130. Ans : Ⓓ প্রাকৃত 131 Ans : Ⓒ জনগণের ভাষা 132.Ans : Ⓐ বঙ্গ কামরূপী 133.Ans : Ⓒ বিকৃত 134.Ans : Ⓑ অপভ্রংশ 135.Ans : Ⓒ অস্ট্রিক 136.Ans : Ⓑ ১৯৬৫ খ্রিস্টাব্দে 137.Ans : Ⓓ মেথর 138.Ans : Ⓐ বৈশাখ 139.Ans : Ⓓ কাব্যলংকার সূত্রবৃত্তি 140.Ans : Ⓐ নীরেন্দ্রনাথ চক্রবর্তী 141.Ans : Ⓐ৮ 142.Ans : Ⓓ আচার্য দন্ডী