বাংলা নেট/সেট MCQ প্র্যাকটিস | Bengali Net-WB Set MCQ Mock Test Part-2

43. যা “ফুলে গন্ধমাত্র নাই, কোমলতা নাই, কিন্তু তবু ফুল বড় বড়, রাঙা রাঙা।”- ‘মনুষ্য ফল’ প্রবন্ধে প্রাবন্ধিক কোন চরিত্র সম্পর্কে এ কথা বলেছেন?
Ⓐ বড় মানুষদিগকে
Ⓑ অধ্যাপক
Ⓒ লেখক
Ⓓ দেশহিতৈষী

44. ধ্বনিবাদে ‘রসধ্বনি' পরিভাষাটির স্রষ্টা হলেন?
Ⓐ বিশ্বনাথ কবিরাজ
Ⓑ আনন্দ বর্ধন
Ⓒ অভিনব গুপ্ত
Ⓓ বামন

45. ‘জাপান যাত্রী' গ্রন্থে “শ্রাবনের ধারার মতো পড়ুক ঝরে”- এই গানটি কোন পরিচ্ছেদে রয়েছে?
Ⓐ ৯
Ⓑ ১০
Ⓒ ১১
Ⓓ ১২

46. ‘শিল্পে অনধিকার' প্রবন্ধে “Art is not a pleasure trip, it is a battle a mill that grinds” – মন্তব্য করেছেন?
Ⓐ রোঁদা
Ⓑ  হুইসলার
Ⓒ মিলেট
Ⓓ মাইলোস

47. সমরেশ বসুর ‘স্বীকারোক্তি' গল্পে ‘আগুন নিয়ে খেলা’ শীর্ষক যে রচনার উল্লেখ আছে তার লেখক হলেন?
Ⓐ অন্নদাশঙ্কর রায়
Ⓑ মানিক বন্দ্যোপাধ্যায়
Ⓒ বিমল কর
Ⓓ জ্যোতিরিন্দ্র নন্দী

48. 'পথের পাঁচালী' উপন্যাস যখন শুরু হয় তখন খুকির বয়স কত?
Ⓐ ৬ বছর
Ⓑ ৭ বছর
Ⓒ ৮ বছর
Ⓓ ১৮ বছর

49. চর্যাপদ কোন ছন্দে লেখা?
Ⓐ মাত্রাবৃত্ত
Ⓑ অমিত্রাক্ষর ছন্দ
Ⓒ স্বরবৃত্ত 
Ⓓ অক্ষরবৃত্ত

50. 'হৃদয়েশ্বর মুখুজ্যে' গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়?
Ⓐ বনফুলের গল্প
Ⓑ বনফুলের আরও গল্প
Ⓒ বনফুলের শ্রেষ্ঠগল্প
Ⓓ রঙ্গনা 

51. কার বিবাহ উপলক্ষে শ্রীপতি সামন্ত দুই রাত্রি ঘুম হয়নি?
Ⓐ সর্বেশ্বর বাবুর মেয়ের
Ⓑ সর্বেশ্বর বাবুর নাতির
Ⓒ সর্বেশ্বর বাবুর ছেলের
Ⓓ সর্বেশ্বর বাবুর নাতনির

52. ‘বাঁশি' শব্দটি―
Ⓐ মৌলিক
Ⓑ যোগরূঢ়
Ⓒ রুঢ়
Ⓓ যৌগিক

53. বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কী?
Ⓐ বৈদিক ভাষা
Ⓑ হিন্দি ভাষা
Ⓒ প্রাকৃত ভাষা
Ⓓ কানাড়ি ভাষা

54. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? 
Ⓐ হরিচরণ বন্দ্যোপাধ্যায়
Ⓑ রামচন্দ্র বিদ্যাবাগীশ 
Ⓒ রাজশেখর বসু
Ⓓ অশোক মুখোপাধ্যায়

55. অ্যারিস্টটলের ‘পোয়েটিক্স' গ্রন্থে ক্যাথার্সিস শব্দটি কতবার ব্যবহার করেছেন?
Ⓐ ২ বার
Ⓑ ৩ বার
Ⓒ ৪ বার
Ⓓ ৫ বার

56. বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে?
Ⓐ ২০০৭ সালে
Ⓑ ১৯০৭ সালে
Ⓒ ১৯১৬ সালে
Ⓓ ১৯৪৭ সালে

57. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
Ⓐ পণ্ডিত
Ⓑ বিদ্যাসাগর
Ⓒ শাস্ত্রজ্ঞ
Ⓓ মহামহোপাধ্যায়

58. হৃদয়েশ্বর মুখুজ্যে কোথাকার জমিদার ছিলেন?
Ⓐ গৌরবগ্রামের
Ⓑ চন্দ্রপুরের
Ⓒ গৌরবগঞ্জের
Ⓓ গৌরবপরগণার

59. শ্রীপতি সামন্তের বাবার নাম কী?
Ⓐ শ্রীজীব সামন্ত
Ⓑ সর্বেশ্বর সামন্ত
Ⓒ তীর্থঙ্কর সামন্ত
Ⓓ ছিদাম সামন্ত

60. রবীন্দ্রনাথের ‘ছেলেভুলানো ছড়া' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Ⓐ মর্মবাণী
Ⓑ সাধনা
Ⓒ সবুজপত্র
Ⓓ ভারতী

61. “মপাঁসার মতোই প্রভাত কুমার ছোটগল্পের রূপদক্ষ শিল্পী।” কথাটি কে বলেছেন?
Ⓐ কমলকুমার মজুমদার
Ⓑ জগদীশ ভট্টাচার্য
Ⓒ প্রেমেন্দ্র মিত্র
Ⓓ বনফুল

62. 'রস' গল্পটি প্রথম কোথায় এবং কবে প্রকাশিত হয়?
Ⓐ পরিচয় পত্রিকা, ১৯৪৮ খ্রিস্টাব্দ
Ⓑ চতুরঙ্গ পত্রিকা, ১৯৪৭ খ্রিস্টাব্দ
Ⓒ দেশ শারদীয় সংখ্যা, ১৯৪৫ খ্রিস্টাব্দে
Ⓓ আনন্দবাজার পত্রিকা, ১৯৪৮ খ্রিস্টাব্দ

63. কর্তার সান্নিপাতিকের চক্ষের পীড়া হলে চিকিৎসা করতে কোথায় যান?
Ⓐ গোয়াড়ী কৃষ্ণনগর
Ⓑ কলকাতা
Ⓒ বহরমপুর
Ⓓ বেলডাঙা 

64. লেখক ‘ইঁদুর’গল্পের প্রকৃত ইঁদুর যেখানে আছে বলে বোঝাতে চেয়েছেন―
Ⓐ ঘরের মধ্যে যে ইঁদুর ঘোরাফেরা করে
Ⓑ বাসুদেবের মনের মধ্যে
Ⓒ যতীনের মনের মধ্যে
Ⓓ মলিনার মনের মধ্যে

65. ‘অচলায়তন' নাটকে পঞ্চকের একটি সংলাপে আছে?
Ⓐ দুটি সুপুরি আর দু’মাষা সোনা
Ⓑ তিনটে সুপুরি আর আধ মাষা সোনা
Ⓒ চারটে সুপুরি আর এক মাষা সোনা
Ⓓ পাঁচটি সুপুরি আর দেড় মাষা সোনা

 Answer Key :

43. Ans : Ⓓ দেশহিতৈষী  44. Ans : Ⓒ অভিনব গুপ্ত  45. Ans :  Ⓒ ১১  46.Ans : Ⓒ মিলেট  47. Ans : Ⓒ বিমল কর   48. Ans :  Ⓐ ৬ বছর  49.Ans : Ⓐ মাত্রাবৃত্ত  50.Ans : Ⓓ রঙ্গনা  51. Ans : Ⓑ সর্বেশ্বর বাবুর নাতির  52. Ans :  Ⓑ যোগরূঢ়  53. Ans :  Ⓒ প্রাকৃত ভাষা  54.Ans :  Ⓑ রামচন্দ্র বিদ্যাবাগীশ  55.Ans :  Ⓐ ২ বার  56.Ans : Ⓑ ১৯০৭ সালে  57.Ans : Ⓒ শাস্ত্রজ্ঞ  58.Ans : Ⓒ গৌরবগঞ্জের  59.Ans : Ⓓ ছিদাম সামন্ত  60.Ans : Ⓑ সাধনা  61.Ans : Ⓑ জগদীশ ভট্টাচার্য  62.Ans : Ⓑ চতুরঙ্গ পত্রিকা, ১৯৪৭ খ্রিস্টাব্দ   63.Ans : Ⓐ গোয়াড়ী কৃষ্ণনগর   64.Ans : Ⓓ মলিনার মনের মধ্যে  65.Ans :  Ⓓ পাঁচটি সুপুরি আর দেড় মাষা সোনা

66. সমাচার বিভাগটি বিশেষভাবে যে পত্রিকায় দেখা যেত সেটি হল?
Ⓐ প্ৰবাসী
Ⓑ কল্লোল
Ⓒ সবুজপত্র
Ⓓ বঙ্গদর্শন

67. ‘হোমিওপ্যাথি' শব্দটি কোন ধরনের শব্দ?
Ⓐ পোর্তুগিজ
Ⓑ ফারসি
Ⓒ আরবি
Ⓓ ইংরেজি
 
68. সমর সেনের ‘মুক্তি' কবিতায় কোন ফুলের নাম আছে?
Ⓐ রক্তকরবী
Ⓑ কেতকী
Ⓒ গোলাপ
Ⓓ A ও B দুটিই সঠিক
 
69. কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
Ⓐ মুঘল যুগে
Ⓑ সেন মুখে
Ⓒ পাল যুগে
Ⓓ পাঠান যুগে

70. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
Ⓐ ছোটগল্প
Ⓑ নাটক
Ⓒ উপন্যাস
Ⓓ কাব্য

71. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
Ⓐ নিরঞ্জনের রুম্মা
Ⓑ দোহাকোষ
Ⓒ গোপীচন্দ্রের সন্ন্যাস 
Ⓓ ময়নামতীর গান

72. চর্যাপদের কবিরা ছিলেন―
Ⓐ মহাযানী বৌদ্ধ
Ⓑ বজ্রযানী বৌদ্ধ
Ⓒ বাউল
Ⓓ সহজযানী বৌদ্ধ

73. “এক আধ-সের খায় আছে যার ধন”- এখানে কোন জিনিসটি খাওয়ার কথা বলা হয়েছে?
Ⓐ আনারস
Ⓑ বেদানা
Ⓒ আপেল
Ⓓ পাঠা

74. 'নবান্ন' নাটকটি অভিনীত হয়―
Ⓐ স্টার থিয়েটারে
Ⓑ পাথরঘাটা রঙ্গমঞ্চে
Ⓒ বেলগাছিয়া থিয়েটারে
Ⓓ শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে

75. আচার্য ভার্গব কোন শতকের আলংকারিক?
Ⓐ ষষ্ঠ শতাব্দী
Ⓑ সপ্তম শতাব্দী
Ⓒ অষ্টম শতাব্দী
Ⓓ নবম শতাব্দী

76. কালিধন চোরা কুঠুরিতে কোন কামরায় চাল মজুত করে রাখত?
Ⓐ ৩ নং কুঠুরিতে
Ⓑ ৪ নং কুঠুরিতে
Ⓒ ৫ নং কুঠুরিতে
Ⓓ ১০ নং কুঠুরিতে

77. প্রতিভাবের সঙ্গে সংযুক্ত রসের নাম?
Ⓐ রৌদ্র রস
Ⓑ শান্ত রস
Ⓒ শৃঙ্গার রস
Ⓓ অদ্ভুতরস

78. ‘প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসের ৩৯ তম পরিচ্ছেদ অনুযায়ী রামকালীর বয়স?
Ⓐ ৫৮ বছর 
Ⓑ ৬৫ বছর
Ⓒ ৬৮ বছর
Ⓓ ৭০ বছর

79. ‘এরিস্টটলের পোয়েটিক্স '-এ কোরাস বিভক্ত?
Ⓐ ২ ভাগে
Ⓑ ৩ ভাগে
Ⓒ ৪ ভাগে
Ⓓ ৬ ভাগে

80. সমাস নির্ণয় করো- ‘চতুরঙ্গ’?
Ⓐ দ্বন্দ সমাস
Ⓑ দ্বিগু সমাস
Ⓒ কর্মধারয় সমাস
Ⓓ বহুব্রীহি সমাস

81. ‘মতিলাল পাদরী’ গল্প অবলম্বনে অর্থ লেখ - ভুকভুকিয়া?
Ⓐ ঘটি
Ⓑ বাল্টি
Ⓒ ধামা
Ⓓ টর্চ  

82. “যিনি একদিন পিতা ছিলেন তিনি হলেন সখা ও প্রেমিক”-এই বিষয়বস্তু কোন গ্রন্থে ধরা পড়ে?
Ⓐ নৈবদ্য
Ⓑ খেয়া ও গীতাঞ্জলি
Ⓒ কড়ি ও কোমল
Ⓓ গীতিমালা ও গীতালি

83. ‘নবান্ন' নাটকে মাখনের মৃত্যু হয়েছে?
Ⓐ দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে
Ⓑ দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে
Ⓒ প্রথম অঙ্কের পঞ্চম দৃশ্যে
Ⓓ প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে

84. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
Ⓐ পাল
Ⓑ তুর্কি
Ⓒ সেন 
Ⓓ কোনোটিই নয়


85. চর্যাপদের টীকাকারের নাম কী?
Ⓐ মীননাথ
Ⓑ প্রবোধচন্দ্র বাগচী
Ⓒ হরপ্রসাদ শাস্ত্রী
Ⓓ মুনিদত্ত

86. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
Ⓐ যতীন্দ্র মোহন বাগচী
Ⓑ প্রবোধচন্দ্র বাগচী
Ⓒ প্রণয়ভূষণ বাগচী
Ⓓ প্রফুল্ল মোহন বাগচী

87. 'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? 
Ⓐ শ্রীরামপুর মিশন
Ⓑ বঙ্গীয় সাহিত্য পরিষদ
Ⓒ এশিয়াটিক সোসাইটি
Ⓓ ফোর্ট উইলিয়াম কলেজ

88. ‘জীবনস্মৃতি'-র চারটি অধ্যায় ক্রম অনুসারে বিন্যস্ত করে সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করুন?
1. ভারতী
2. ভানুসিংহের কবিতা
3. আমেদাবাদ
4. স্বাদেশিতা
সংকেত :
Ⓐ 2, 4, 1, 3
Ⓑ 1, 3, 4, 2
Ⓒ 4, 2, 3, 1
Ⓓ 4, 3, 1, 2

89. “কবি বিভাবাদির ঔচিত্য থেকে বিচ্যুতি পরিত্যাগে যত্নশীল হবেন।” এই সতর্কবার্তা দিয়েছেন?
Ⓐ অভিনবগুপ্ত
Ⓑ ভরতাচার্য
Ⓒ বামনাচার্য
Ⓓ আনন্দবর্ধন

90. “সম অংশে জন্ম ধরে প্রমীলা রূপসী” -মন্তব্যটি কে করেন?
Ⓐ বারুণী
Ⓑ ইন্দিরা
Ⓒ উমা
Ⓓ রাজলক্ষ্মী

 Answer Key :

66. Ans : Ⓑ কল্লোল  67. Ans : Ⓓ ইংরেজি  68. Ans : Ⓓ A ও B দুটিই সঠিক  69. Ans :  Ⓓ পাঠান যুগে  70.Ans : Ⓓ কাব্য  71. Ans : Ⓑ দোহাকোষ   72. Ans :  Ⓓ সহজযানী বৌদ্ধ  73.Ans : Ⓑ বেদানা  74.Ans : Ⓓ শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে  75. Ans :  Ⓒ অষ্টম শতাব্দী  76. Ans :  Ⓐ ৩ নং কুঠুরিতে  77. Ans :   Ⓒ শৃঙ্গার রস  78.Ans :  Ⓒ ৬৮ বছর  79.Ans :  Ⓐ ২ ভাগে  80.Ans : Ⓒ কর্মধারয় সমাস  81.Ans : Ⓓ টর্চ  82.Ans : Ⓓ গীতিমালা ও গীতালি  83.Ans : Ⓒ প্রথম অঙ্কের পঞ্চম দৃশ্যে  84.Ans : Ⓐ পাল  85.Ans : Ⓓ মুনিদত্ত  86.Ans : Ⓑ প্রবোধচন্দ্র বাগচী  87.Ans : Ⓑ বঙ্গীয় সাহিত্য পরিষদ  88.Ans : Ⓐ 2, 4, 1, 3   89.Ans : Ⓓ আনন্দবর্ধন  90.Ans : Ⓒ উমা
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন