বাংলা নেট/সেট MCQ প্র্যাকটিস | Bengali Net-WB Set MCQ Mock Test Part-1

 

Bengali Paper-2 MCQ Mock Test | Part-1 Total : 42 MCQ Question With Answer

 1. 'জাপানযাত্রী' প্রবন্ধে প্রাবন্ধিক পরিপূর্ণতার ছবি বলেছেন?
Ⓐ জাপানী মেয়েদের
Ⓑ চিনা মালাদের
Ⓒ বর্মা মন্দিরকে
Ⓓ টাইকানের হাসিকে

2. 'স্নেহ স্মৃতি' কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Ⓐ পরিচয়
Ⓑ ভারতী
Ⓒ সাধনা
Ⓓ বিচিত্রা

3. 'গোঘ্ন' গল্পে চারু মাস্টারের মেয়ের বিয়ে কোন মাসে হয়েছিল?
Ⓐ বৈশাখ
Ⓑ অগ্রহায়ণ
Ⓒ মাঘ
Ⓓ ফাল্গুন

4. “চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা”- কোন অলঙ্কার?
Ⓐ পুনোপমা
Ⓑ লুপ্তোপমা
Ⓒ মালোপমা
Ⓓ স্মরনোপমা

5.“বক্রোক্তি জীবিত্তম” - কথাটি কার?
Ⓐ আচার্য বামনের
Ⓑ আচার্য দন্ডীর
Ⓒ অভিনব গুপ্তের
Ⓓ কুম্ভকের

6. 'রাধা' উপন্যাস অবলম্বনে শুদ্ধ মন্তব্যটি নির্ণয় করুন―
Ⓐ  মাধবানন্দের সঙ্গে রাঘবানন্দের বিরোধ ছিল।
Ⓑ ভগবান বিষ্ণুর দ্বাদশ যাত্রার শ্রেষ্ঠ হচ্ছে দোলযাত্রা।
Ⓒ শেখের বিধি মোহিনীর চেয়ে বয়সে কিছু বড়।
Ⓓ মোহিনী পলাশ ফুলের সঙ্গে আঁচল ভর্তি কাঞ্চণ ফুল কুড়িয়ে তার মাকে দেখিয়েছিল।

7. কোন পত্রিকা 'কল্লোল' পত্রিকাকে অনুসরণ করেছিল?
Ⓐ উত্তরা
Ⓑ পূর্বাশা
Ⓒ শনিবারের চিঠি
Ⓓ A ও C সঠিক

8. সমাস নির্ণয় করো―
Ⓐ মধ্যপদলোপী কর্মধারয় সমাস
Ⓑ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
Ⓒ সাধারণ কর্মধারয় সমাস
Ⓓ রূপক কর্মধারয় সমাস

9. ‘স্নান সমাপন' কবিতায় যার আলিঙ্গন গুরু রামানন্দের শুচি স্নান সম্পন্ন হয়েছিল―
Ⓐ রবিদাস
Ⓑ কবির
Ⓒ ভাজন
Ⓓ ভজহরি

10. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের নাম ‘শ্রীকৃষ্ণপুরাণ' বলেছেন?
Ⓐ রমেশ বসু
Ⓑ বিমানবিহারি মজুমদার
Ⓒ মহম্মদ শহীদুল্লাহ
Ⓓ নলিনীনাথ দাশগুপ্ত

11. ‘মশা” গল্পে খনাদা কত বছরের পৃথিবীকে চিনে আসছিল?
Ⓐ 200 বছরের
Ⓑ 300 বছরের
Ⓒ 400 বছরের
Ⓓ 500 বছরের

12. চন্দ্রানী কোন রাজ্যের রাজকন্যা?
Ⓐ গৌড় রাজ্যের
Ⓑ তিলক রাজ্যের
Ⓒ দক্ষিণ পাটনের
Ⓓ গোহারি রাজ্যের

13. অন্ত-মধ্য বাংলার সময়কাল―
Ⓐ ১২০০-১৩৫০ খ্রিস্টাব্দ 
Ⓑ ১৩৫০-১৮০০ খ্রিস্টাব্দ
Ⓒ ১৫০০-১৮০০ খ্রিস্টাব্দ
Ⓓ ৯০০-১২০০ খ্রিস্টাব্দ

14. “শিখ সব খল খল হেসেছিল নেচেছিল সেনা শত শত”―কোন ছন্দ?
Ⓐ দীর্ঘ ত্রিপদী
Ⓑ পয়ার
Ⓒ লঘু ত্রিপদী
Ⓓ দ্বিপদী

15. ‘ক্যাটাসটাসিস' শব্দের অর্থ হল?
Ⓐ বেদনা বা দুঃখ যন্ত্রণার পর্ব
Ⓑ আনন্দ বা সুখের পর্ব
Ⓒ কাহিনি বৃত্তের সমাপ্তি অংশ
Ⓓ কাহিনি বৃত্তের মধ্যম পর্ব

16. চর্যাপদের কত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে?
Ⓐ 2
Ⓑ 13
Ⓒ 17
Ⓓ 21

17. ‘মুক্তধারা’নাটকের ‘ধনঞ্জয়’চরিত্র সম্পর্কে “ধনঞ্জয় মাঝখানে ওয়ালার ভিতরকার মানুষ। সে বলে আমি মারের দ্বারা মারকে জয়ের চেষ্টা করি না, আমি মারকে ছারাইয়া উঠিয়া মারকে জয় করি।”- এই মন্তব্যটি কার?
Ⓐ প্রমথনাথ চৌধুরী
Ⓑ প্রভাতকুমার মুখোপাধ্যায়
Ⓒ দিজেন্দ্রলাল রায়
Ⓓ প্রমথনাথ বিশী

18. কোনটি অশুদ্ধ ‘নির্বাস’ অবলম্বনে বিচার করো?
Ⓐ  হলুদমোহন ক্যাম্পে বিমির তাঁবুর নম্বর ছিল ২৭
Ⓑ মরণচাঁদ বিমিকে মা ঠাকুরুন বলে ডাকত
Ⓒ তাঁবুগুলোর রং লালচে ধূসর বর্ণের
Ⓓ উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা ৭টি

19. গ্রামের বৃদ্ধ বৈষ্ণব নরোত্তম দাস বাবাজির কোন গ্রন্থ প্রিয়?
Ⓐ প্রেমভক্তি চন্দ্ৰিকা
Ⓑ শ্রীচৈতন্যচরিতামৃত
Ⓒ চৈতন্যভাগবত
Ⓓ বিদ্যাপতি পদাবলী

20. “বুদ্ধিমান যে আত্মঘাতী, সে প্রকৃতিকে ঠকায়”- উক্তিটি কোন প্রবন্ধের?
Ⓐ সুখ না দুঃখ
Ⓑ নিয়মের রাজত্ব
Ⓒ অতিপ্রাকৃত প্রথম প্রস্তাব
Ⓓ সৌন্দৰ্য্য তত্ত্ব

 Answer Key :

1. Ans : Ⓑ চিনা মালাদের  2. Ans : Ⓑ ভারতী  3. Ans : Ⓓ ফাল্গুন  4. Ans :  Ⓑ লুপ্তোপমা  5.Ans : Ⓓ কুম্ভকের  6. Ans : Ⓒ শেখের বিধি মোহিনীর চেয়ে বয়সে কিছু বড়   7. Ans :  Ⓓ A ও C সঠিক  8.Ans : Ⓐ মধ্যপদলোপী কর্মধারয় সমাস  9.Ans : Ⓒ ভাজন  10. Ans : Ⓐ রমেশ বসু  11. Ans :  Ⓐ 200 বছরের  12. Ans :  Ⓓ গোহারি রাজ্যের  13.Ans :  Ⓒ ১৫০০-১৮০০ খ্রিস্টাব্দ  14.Ans :  Ⓐ দীর্ঘ ত্রিপদী  15.Ans : Ⓐ বেদনা বা দুঃখ যন্ত্রণার পর্ব  16.Ans : Ⓒ 17  17.Ans : Ⓓ প্রমথনাথ বিশী  18.Ans : Ⓒ তাঁবুগুলোর রং লালচে ধূসর বর্ণের  19.Ans : Ⓐ প্রেমভক্তি চন্দ্ৰিকা  20.Ans : Ⓐ সুখ না দুঃখ

21. “চিরদিন সব ব্যাপারে শশীর উপরই সে নির্ভর করিয়া আসিয়াছে।”-কার কথা বলা হয়েছে?
Ⓐ মতি
Ⓑ পরান
Ⓒ গোপাল
Ⓓ কুসুম

22. ‘বিষবৃক্ষ’ উপন্যাস মোট কত বছরের কাহিনী?
Ⓐ ৫ বছর
Ⓑ ৭ বছর
Ⓒ ৯ বছর
Ⓓ ১২ বছর

23. ‘তিতাস একটি নদীর নাম' উপন্যাস থেকে দুটি বিবৃতি দেওয়া হল, নীচের সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন―
বিবৃতি ১: নয়ানপুরের নয়ান মালো টাকায় সব মালোদের চেয়ে বড়ো।
বিবৃতি ২: প্রবাসখন্ডে মেয়েটি যে ফলের নাম বলেছিল তার নাম মুগরাচণ্ডা।
সংকেত:
Ⓐ উভয় বিবৃতিই শুদ্ধ
Ⓑ উভয় বিবৃতিই অশুদ্ধ
Ⓒ বিবৃতি ১ শুদ্ধ, বিবৃতি ২ অশুদ্ধ
Ⓓ বিবৃতি ১ অশুদ্ধ, বিবৃতি ২ শুদ্ধ

24. ‘চিত্রা’কাব্যের সনেট রীতির কবিতাগুলির নাম উল্লেখ করা হল, তার মধ্যে কোনটি সঠিক নয়?
Ⓐ প্রস্তরমূর্তি
Ⓑ ধূলি
Ⓒ নীরব তন্ত্রী 
Ⓓ মরীচিকা

25. “কাকো মিন্দা কাকো বন্দো .... ভারি”- উদ্ধৃত বচনটি কার এবং কার দ্বারা ব্যবহৃত?
Ⓐ তুলসী দাসের ভজন শ্রী রামকৃষ্ণ কর্তৃক ব্যবহৃত
Ⓑ কবীরের বচন শ্রীরামকৃষ্ণ কর্তৃক ব্যবহৃত
Ⓒ মনুর বচন শ্রীরামকৃষ্ণ কর্তৃক ব্যবহৃত
Ⓓ বুদ্ধদেবের বচন শ্রীরামকৃষ্ণ কর্তৃক ব্যবহৃত

26. কুন্তী যখন কুমারী ছিলেন তখন কুন্তীর পিতৃগৃহে যে অতিথি এসেছিলেন–
Ⓐ দ্রুপদ রাজা
Ⓑ বিশ্বামিত্র মুনি
Ⓒ দ্রোণাচার্য
Ⓓ দুর্বাসা মুনি

27. বিষ্ণু দে-র কবিতা অবলম্বনে অশুদ্ধ মন্তব্যটি নির্ণয় করো?
Ⓐ ‘স্মৃতিসত্তা ভবিষ্যৎ” কাব্য টি দেশ পত্রিকায় প্রকাশিত হয়
Ⓑ ‘গান' কবিতাটিতে 48 টি পঙক্তি রয়েছে
Ⓒ ‘চোরাবালি' কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে রবীন্দ্র নারায়ণ ঘোষকে
Ⓓ ‘দামিনী' কবিতায় দামিনী শব্দটি 4 বার আছে

28. মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের আবির্ভাব ঘটে–
Ⓐ কোজাগরী পূর্ণিমায়
Ⓑ দোল পূর্ণিমায়
Ⓒ বুদ্ধপূর্ণিমায়
Ⓓ রাস পূর্ণিমায়

29. “বঙ্গীয় যুবক ও তিন কবি' প্রবন্ধ প্রকাশিত হয়?
Ⓐ ১২৮৫ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে
Ⓑ ১২৮৮ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে
Ⓒ ১২৮৮ বঙ্গাব্দের পৌষ মাসে 
Ⓓ ১২৮৫ বঙ্গাব্দের পৌষ মাসে 

30. ‘পোয়েটিক্স' গ্রন্থ অবলম্বনে সঠিক উত্তর নির্বাচন করুন?
Ⓐ ট্রাজেডির স্বতন্ত্র দুটি উপাদান হল সংগীত ও দৃশ্য
Ⓑ ট্রাজেডির শ্রেণীবিভাগে অ্যারিস্টটল সরল ট্রাজেডির কথা বলেছেন
Ⓒ ট্রাজেডির মত মহাকাব্যে বিপ্রতীপতা ও উদঘাটনের প্রয়োজন নেই
Ⓓ ট্রাজেডি নিকৃষ্টতম শিল্প নয় 
সংকেত কোড :
1. A ও C সঠিক
2. A ও B সঠিক
3. B ও D সঠিক
4. A ও D সঠিক

31. 'জমিদার দর্পণ' নাটকে “চেতরে চেতরে চিত এই তো দিন ঘনায়ে এল” গানটির রাগিনী কি?
Ⓐ কাফী
Ⓑ কালাংড়া
Ⓒ ভৈরবী
Ⓓ ললিত

32. “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অললে পুড়িয়া গেল”- সাজাহান নাটকে উল্লেখিত এই পদটি কোন বৈষ্ণব কবির রচনা?
Ⓐ চন্ডীদাস
Ⓑ জ্ঞানদাস
Ⓒ গোবিন্দদাস
Ⓓ বিদ্যাপতি

33. ‘পথের পাঁচালী' উপন্যাসের ইন্দিরা ঠাকুরণের কত বঙ্গাব্দের ছিপছিপে হাস্যমুখী চেহারার কথা উল্লেখ আছে?
Ⓐ ১৩৪১ বঙ্গাব্দের
Ⓑ ১২৫০ বঙ্গাব্দের
Ⓒ ১৩৫০ বঙ্গাব্দের
Ⓓ ১২৪০ বঙ্গাব্দের

34. হামারতিয়া শব্দের অর্থ কি?
Ⓐ করুণ পরিনতি
Ⓑ অহংকার
Ⓒ জ্ঞান
Ⓓ ভ্রম

35. বাবাজীর ঝুলি থেকে সার্জেন কত টাকা নেয়?
Ⓐ ২ টাকা
Ⓑ ৩ টাকা
Ⓒ ৪ টাকা
Ⓓ ৫ টাকা

36. কুরুক্ষেত্রের যুদ্ধে যায়্যা তোমরা সকলে বুঝি আড়বাশী বাজাবে ভেবেছ— কথাটি বলেছেন?
Ⓐ শিবদাস
Ⓑ ভবদেব
Ⓒ নরহরি
Ⓓ করালীচরণ

37. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক হলেন?
Ⓐ অক্ষয় কুমার দত্ত
Ⓑ রামানন্দ চট্টোপাধ্যায়
Ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓓ রাজনারায়ণ বসু

38. “উপমেয় যেখানে উপমানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, সেখানেও হয় ব্যতিরেক অলংকার”- কথাটি বলেছেন?
Ⓐ রাজশেখর
Ⓑ রুদ্রট
Ⓒ বিশ্বনাথ
Ⓓ দন্ডী

39. হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ব্যকরণের হাড়ে হাড়ে কোন ভাষা বিন্ধিয়া আছে বলে জানিয়েছেন?
Ⓐ সংস্কৃত
Ⓑ পারস্য
Ⓒ ইংরেজি
Ⓓ জার্মানি

40. অন্নপূর্ণা যে মূর্তি ধারন করে রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দিয়েছিলেন?
Ⓐ ভগবতী
Ⓑ দূৰ্গা
Ⓒ বাসন্তী
Ⓓ অন্নদা

41.  'Man in action' কার লেখা?
Ⓐ ক্রোচ
Ⓑ লুকাস
Ⓒ বুচার
Ⓓ প্লেটো

42. “তুই মোর মালঞ্চের হবি মালাকার”- কোন কবিতার লাইন?
Ⓐ দিন শেষ
Ⓑ আবেদন
Ⓒ উৎসব
Ⓓ নারীর দান

 Answer Key :

21. Ans : Ⓑ পরান  22. Ans : Ⓐ ৫ বছর  23. Ans : Ⓑ উভয় বিবৃতিই অশুদ্ধ  24. Ans :  Ⓒ নীরব তন্ত্রী   25.Ans : Ⓐ তুলসী দাসের ভজন শ্রী রামকৃষ্ণ কর্তৃক ব্যবহৃত  26. Ans : Ⓑ বিশ্বামিত্র মুনি   27. Ans :  Ⓓ ‘দামিনী' কবিতায় দামিনী শব্দটি 4 বার আছে  28.Ans : Ⓑ দোল পূর্ণিমায়  29.Ans : Ⓓ ১২৮৫ বঙ্গাব্দের পৌষ মাসে  30. Ans : 2. A ও B সঠিক  31. Ans :  Ⓓ ললিত  32. Ans :  Ⓑ জ্ঞানদাস  33.Ans :  Ⓓ ১২৪০ বঙ্গাব্দের  34.Ans :  Ⓓ ভ্রম  35.Ans : Ⓒ ৪ টাকা  36.Ans : Ⓓ করালীচরণ  37.Ans : Ⓐ অক্ষয় কুমার দত্ত  38.Ans : Ⓑ রুদ্রট  39.Ans : Ⓑ পারস্য  40.Ans : Ⓐ ভগবতী  41.Ans : Ⓒ বুচার  42.Ans : Ⓑ আবেদন
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন